বাংলাদেশ বিমান
জি টু জি পদ্ধতিতে বাংলাদেশ বিমানের সঙ্গে কাজ করতে আগ্রহী কানাডা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন উড়োজাহাজের ইঞ্জিন মেরামত, ওভারহুইলিং ও রক্ষণাবেক্ষণের কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে কানাডা।
বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের এভিয়েশন শিল্প বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় কানাডা। জি টু জি ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের মাধ্যমে বিমানের বিভিন্ন উড়োজাহাজের ইঞ্জিন মেরামত, ওভারহুইলিং ও রক্ষণাবেক্ষণের কাজ করার বিষয়ে আগ্রহী দেশটি।
আরও পড়ুন: দেশের সম্ভাবনাময় পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি: ফারুক খান
এছাড়াও, এ সময় অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে ব্যবহারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আরও ড্যাশ-৮ উড়োজাহাজ বিক্রির ব্যাপারে কানাডার আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে পর্যটনমন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন ও অত্যাধুনিক ১৫টি উড়োজাহাজ যুক্ত হয়েছে। বিমানের বহর সম্প্রসারণের পাশাপাশি নতুন আন্তর্জাতিক এবং আঞ্চলিক রুট চালু করার বিষয়ে কাজ করছে সরকার। ইতোমধ্যে বিমানের বহরে কানাডিয়ান কোম্পানি ডিহ্যাভিল্যান্ডের তৈরি ৩টি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজও রয়েছে বলে জানান তিনি।
ফারুক খান বলেন, বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির বিষয়ে কানাডার আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিমানের প্রয়োজন এবং দেশের মানুষের মঙ্গল বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পর্যটনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কারিগরি সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশেই বিমানের নিজস্ব প্রকৌশলী ও টেকনিশিয়ানদের মাধ্যমে উড়োজাহাজের সি-চেক পর্যন্ত সব টেকনিক্যাল কাজ সম্পন্ন হচ্ছে।
বিমানের বিভিন্ন উড়োজাহাজের ইঞ্জিন মেরামত ও ওভারহুইলিংয়ের বিষয়ে কানাডার প্রস্তাবের ওপর আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এছাড়াও কানাডায় পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান ফারুক খান।
আরও পড়ুন: এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান
৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। মঙ্গলবার (২৩ মে) ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এ সময় ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ও মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ৪১৫ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে প্রথম ফ্লাইট
গতবছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ছয়টি যাবে মদিনায়।
বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নানা দিক নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য আমরা সচেষ্ট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা এক লাখ ২২ হাজার ২১১ জন। তাদের মধ্যে অর্ধেক ৬১ হাজার ১১১ জন যাত্রীকে বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহন করবে। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১৬২টি ফ্লাইট পরিচালনা করবে।
জানা গেছে, গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।
আরও পড়ুন: ২০১৪ সাল থেকে ১৯১৮ জন হজযাত্রী সরকারি খরচে হজ করেছেন: প্রতিমন্ত্রী
উড়ন্ত বিমানে মাঝ আকাশে বিয়ে!
কানাডা প্রবাসী দুই ভ্রমণপিয়াসু ঠিক করেছেন দেশে ফিরে বিয়ে করবেন। তবে একটু ভিন্নভাবে, উড়ন্ত বিমানে বিয়ে করবেন তারা। সে পরিকল্পনা অনুযায়ী রবিবার (২৯ মে) ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে করলেন তারা।
পাত্রের নাম খায়রুল হাসান ও পাত্রীর নাম সাউদা বিনতে সানজিদা। বিমানে বিয়ে পড়ানোর কাজীসহ দুই পরিবারের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন মাঝ আকাশের বিয়েতে।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের পাবলিক রিলেশন অফিসার তাহেরা খন্দকার।
তিনি বলেন, হ্যাঁ, রবিবার ঢাকা থেকে সিলেটগামী বিমানে বিয়ের আয়োজন ছিল। বিষয়টি আমরা বিস্তারিত জানাবো গণমাধ্যমকে।
আরও পড়ুন: বিয়ের দাওয়াত না দেয়ায় হামলার অভিযোগ
জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নিয়মিত ফ্লাইট বিজি ৬০৩-তে করে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সহযোগিতায় বাংলাদেশে এটিই প্রথম বিমানে বিয়ের ঘটনা।
মাঝ আকাশে বিমানে বিয়ে সম্পর্কে পাত্র খায়রুল হাসান বলেন, জীবনের এই স্মরণীয় মুহূর্তটাকে আরও স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নিয়েছি। আসলে কানাডায় থেকে বাংলাদেশের রোড ট্রিপ খুব মিস করি। ঢাকা এসে ঘুরেছি। এখন বাকি সময়টাও ঘুরে বেড়াবো।
জানা যায়, ঢাকা থেকে বিমান আকাশে উড্ডয়নের পরপরই বিয়ে পড়ান কাজী ওমর ফারুক। আর এতে দোয়ায় শরীক হন পুরো বিমানের সব যাত্রী।
বিমানে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অনুমতি নেয়া হয় একমাস আগে।
আরও পড়ুন: যে কারণে ফণিভূষণের বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল
বিয়ের দাবিতে সেনা সদস্যের বাড়িতে প্রেমিকার অবস্থান
বিমান ঢাকা-টরোন্টো রুটে ডানা মেলবে ২৬ মার্চ
আগামী ২৬ মার্চ প্রথম বারের মত বহুল প্রত্যাশিত ঢাকা-টরেন্টো রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন ।
রাজধানীর সোনারগাঁও হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট চালুকরণ উপলক্ষে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যৌথভাবে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হার এক্সেলেন্সি লিলি নিকোলাস উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, কানাডা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ থেকে কানাডায় বিমানের সরাসরি ফ্লাইট চালু। সকল বিধিগত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৬ মার্চ প্রথমবারের মত বিমান বহুল প্রত্যাশিত ঢাকা টরেন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ফ্লাইটটি ২৬ মার্চ রাত ১১ টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে কানাডার স্থানীয় সময় ২৭ মার্চ সকাল ৭ টা ১৫ মিনিটে টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। টরেন্টো থেকে ফিরতি ফ্লাইট আগামী ২৯ মার্চ কানাডার স্থানীয় সময় সকাল ১০ টায় যাত্রা শুরু করে ৩০ মার্চ বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১২ টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বিমান তার বহরে থাকা অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে এই ফ্লাইট পরিচালনা করবে।
তিনি বলেন, আমরা আশা করছি আরও কিছু কারিগরি কাজ সম্পন্ন করার পর আগামী জুন মাস থেকে বিমানের ঢাকা টরেন্টো রুটে সপ্তাহে তিনদিন নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পারবো। বিমানের ঢাকা- টরেন্টো ফ্লাইট কানাডা প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার।
মাহবুব আলী বলেন, বাংলাদেশ ও কানাডা এই দুই বন্ধুপ্রতিম দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিকভাবেই গভীর ও উষ্ণ। গত ১৩ বছরে যা হয়েছে আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ এই সম্পর্কের যাত্রা শুরু হয় ৫০ বছর আগে আমাদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সময়। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর বাবা সেই সময়কার প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডুর নেতৃত্বে কানাডার সরকার, জনগণ ও গণমাধ্যম আমাদের প্রতি যে সমর্থন ও সহমর্মিতা দেখিয়েছেন তা আমরা সবসময়ই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। কানাডা হল সেই গুটিকয়েক রাষ্ট্রের অন্যতম যারা স্বাধীনতা অর্জনের সল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আমরা উভয় দেশই বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে একই জায়গা থেকে কাজ করছি। বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এই দেশের সঙ্গে বিগত বছরগুলোতে বাণিজ্যিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রগুলো জোরদার হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, কৃষিজাত খাদ্য, মাছ, পাটজাত পণ্য, সিরামিক পণ্য, চামড়া জাত পণ্য, সামুদ্রিক খাবারের অন্যতম বাজার হল কানাডা। বাংলাদেশের একটি বড় সংখ্যক শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করেন। এছাড়াও আমাদের দেশের প্রায় ১০ লাখ লোক কানাডার বিভিন্ন স্থানে বসবাস করেন। বিমান বাংলাদেশের ঢাকা- টরেন্টো সরাসরি ফ্লাইট চালুর ফলে আমাদের রপ্তানি পণ্যের দ্রুত পরিবহন নিশ্চিতের পাশাপাশি কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সহজে ও স্বাচ্ছন্দ্যে দেশে যাতায়াত করতে পারবে। বাংলাদেশ ও কানাডার মধ্যে পর্যটন ও এভিয়েশন খাতে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের বহরে যুক্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭ (ড্রিম লাইনার ), ৭৭৭ ও ৭৩৭ উড়োজাহাজসহ ১৫ টি নতুন উড়োজাহাজ। ১৯৭২ সালে একটি পুরাতন ডাকোটা উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ ২১ টি আধুনিক উড়োজাহাজ সম্বলিত বহরের মালিক। দেশের এভিয়েশন শিল্পের বিকাশে বিমান পথপ্রদর্শক।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে জানান, বিগত তিন বছরে বিমান ঢাকা-ম্যানচেস্টার, ঢাকা- মদিনা ও সিলেট-লন্ডন রুটে যাত্রীবাহী ফ্লাইট এবং ঢাকা-হংকং ও ঢাকা-গুয়াংজু রুটে কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এছাড়াও ঢাকা টোকিও, ঢাকা-কলম্বো, ঢাকা- মালে এবং ঢাকা-চেন্নাই ফ্লাইট শুরু করার কাজ প্রক্রিয়াধীন আছে। ঢাকা-নিউইয়র্ক রুটেও ফ্লাইট পরিচালনার জন্য কাজ হচ্ছে।
আরও পড়ুন: অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে: বেবিচক
ফের চালু হচ্ছে সিলেট-চট্টগ্রাম বিমান ফ্লাইট
দেশে ফিরেছে ভারতে জরুরি অবতরণকারী বিমানের যাত্রীরা
অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতে জরুরি অবতরণ করা বিমানের অপেক্ষমান যাত্রীরা। শনিবার প্রথম প্রহরে রাত ১২টা ৫১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরেন।
বাংলাদেশ বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমানের মাস্কাট থেকে ঢাকাগামী ফ্লাইটের ভারতের নাগপুরে জরুরি অবতরণের ফলে আটকে পড়া যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ভারতীয় সময় ১০টা ২৫ মিনিটে উড্ডয়ন করে।
আরও পড়ুন: মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত পাইলট, নাগপুরে বিমানের জরুরি অবতরণ
উল্লেখ্য, মাঝ আকাশে পাইলট হৃদরোগে আক্রান্ত হওয়ায় ঢাকাগামী বিমান বাংলাদেশের একটি যাত্রীবাহী ফ্লাইট শুক্রবার ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাগপুরে জরুরি অবতরণ করে। বোয়িং ৭৩৭-৮ বিমানটি মাস্কাট থেকে ১২৬ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল।
বিমান পরিবহনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের কাছাকাছি থাকাকালীন বিমানটির সহ-পাইলট জরুরি অবতরণের জন্য কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে।
আরও পড়ুন: কাবুলে ইউক্রেনের বিমান ছিনতাই!
পরবর্তীতে কলকাতা এটিসি সহ-পাইলটকে কাছের বিমানবন্দরে অবতরণ করতে বললে স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে যাত্রীবাহী বিমানটি নাগপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর পাইলট নওশাদ আতাউল কাইয়ুমকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করা হয়।
সেই প্রবাসী নারীর লন্ডন যাওয়ার ব্যবস্থা করল বিমান কর্তৃপক্ষ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কয়েকজন কর্মকর্তার কারণে যুক্তরাজ্য প্রবাসী নারী জামিলা চৌধুরীকে রেখে বিমান চলে যায়। এ ঘটনায় সর্বত্র প্রতিক্রিয়া দেখা দিলে বিমানবন্দরের একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে তার বাসায় গিয়ে ৪ আগস্ট তাকে লন্ডন পাঠানোর টিকিটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারীর সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনা দেশে এবং বিদেশে ব্যাপক সমালোচনার তৈরি করে।
গত ২৮ জুলাই সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইটে বাংলাদেশ বিমানের বিজি-২০১ এর যাত্রী ছিলেন ভুক্তভোগী প্রবাসী জামিলা চৌধুরী। কিন্তু তিনি ওইদিন যুক্তরাজ্য যেতে পারেননি ওসমানী বিমানবন্দরের কতিপয় কর্মকর্তার অসৌজন্যমূলক ও অন্যায় আচরণের জন্য।
আরও পড়ুন: সিলেটে করোনার টিকা নিবন্ধন সাময়িক বন্ধ
শুক্রবার সন্ধ্যায় জামিলা চৌধুরীর বাসায় যান ওসমানী বিমানবন্দরের একটি প্রতিনিধি দল। বাসায় গিয়ে তাকে প্রতিনিধি দলের সদস্যরা সান্তনা দেন এবং আগামী ৪ আগস্ট যুক্তরাজ্য যাওয়ার জন্য টিকেটের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে তদন্তসাপেক্ষে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেয় প্রতিনিধি দল।
জানা যায়, গত বুধবার জামিলা চৌধুরী নির্ধারিত সময়ে বাংলাদেশ বিমানের কাউন্টারে পৌঁছালে দায়িত্বরত কর্মকর্তা তার কাছে লোকেটর ফর্ম চান। তখন নিজ মোবাইলে লোকেটর ফর্মটি দেখালেও প্রিন্ট কপি চান এক কর্মকর্তা। এখান থেকেই মূলত ঘটনার শুরু।
এরপর ফর্ম প্রিন্টের বিষয়ে তর্ক-বিতর্ক থেকে শুরু করে অতিরিক্ত ওজনের জন্য নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবি করেন বলে অভিযোগ জামিলা চৌধুরীর।
আরও পড়ুন: সিলেট বিমানবন্দরে প্রবাসী নারীকে হয়রানির অভিযোগ
জামিলা চৌধুরী বলেন, ‘আমার লাগেজে অতিরিক্ত মালামালের কারণে আমার কাছে অনৈতিকভাবে টাকা দাবি করেন তারা। আমি তা দিতে অপারগতা জানাই এবং বলি অতিরিক্ত ওজনের লাগেজ ফিরিয়ে দিয়ে শুধুমাত্র একটি লাগেজ নিয়ে আমাকে বোর্ডিং পাস দেবার জন্য। কিন্তু সেই কর্মকর্তা উত্তেজিত হয়ে আমার উপর পাসপোর্ট ছুঁড়ে মারেন এবং অকথ্য ভাষা ব্যবহার করেন। আমাকে বোর্ডিং পাস না দিয়েই লাইন থেকে বের করে দেন।’
তিনি আরও বলেন, ‘আমি উপস্থিত অন্যন্য কর্মকর্তাকেও অনেক অনুরোধ করি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি।’ এসময় জামিলা চৌধুরী বিমানবন্দরে নিজের অভিযোগ জানাতে চাইলেও তার অভিযোগ কেউ গ্রহণ করেনি।
বিমানবন্দরে থাকা অবস্থায় নিজের মোবাইলে কয়েকটি ভিডিও করেন মিসেস চৌধুরী। একটি ভিডিওতে দেখা যায় কর্তব্যরত বিমান কর্মকর্তা বলছেন ‘আমাদের মধ্যে হিউমিনিটি (মানবতাবোধ) নেই। আপনি ম্যানেজারের কাছে যান, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না।’ আরেকটি ভিডিওতে দেখা যায়, সাহায্য চাইতে গেলে এক কর্মকর্তা লাগেজ বেল্টের উপর দিয়ে লাফিয়ে চলে যাচ্ছেন।
আরও পড়ুন: সিলেটে কল সেন্টারের মালামাল চুরি
তবে বিমান কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফ্লাইট ধরতে না পারার কারণ হিসেবে বলছেন- অতিরিক্ত ওজনের লাগেজের কথা।
সিলেট বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার চৌধুরী মো. ওমর হায়াত বলেন, ওই যাত্রীর সাথে নির্ধারিত ওজনের চেয়ে ৪৪ কেজি মালামাল বেশি ছিল। প্রতি কেজি ২ হাজার ৬১১ টাকা হিসেবে এক লাখ টাকার ওপরে পরিশোধ করার কথা। কিন্তু তিনি প্রথমে ওভার ওয়েটের মূল্য পরিশোধ করতে রাজি হননি। পরে যখন তিনি অতিরিক্ত লাগেজ ছেড়ে যেতে রাজি হন তখন কাউন্টার বন্ধ হয়ে গেছে।
বিমান বাংলাদেশের ওয়েবসাইটে প্রতি কেজি অতিরিক্ত ওজনের জন্য ১০ পাউন্ড ফি উল্লেখ থাকার কথা বললে তিনি বলেন, ‘ওয়েবসাইটে কি আছে জানি না, তবে আমাদের এটাই ধার্য্য করা আছে এবং তা নিয়মমাফিকই নেয়া হচ্ছে।’
ওমর হায়াত আরও বলেন, নির্ধারিত সময়ের একঘন্টা আগে আন্তর্জাতিক ফ্লাইটের কাউন্টার বন্ধ করতে হয়। কিন্তু ওই যাত্রী নির্ধারিত সময়ের মধ্যে তার লাগেজের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেননি। তাই তাকে রেখেই বিমান ছাড়তে হয়েছে।
শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা
২১ সদস্যের বাংলাদেশ টেস্ট স্কোয়াড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে রওনা হয়।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট খেলার জন্য পূর্বেই ২১ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের দলের তিন তারকা - বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন না এই সফরে।
আরও পড়ুন: করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন অধিকাংশ ক্রিকেটার
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের কারণে এই সফরে থাকছেন না।
দেশ ত্যাগের পূর্বে রবিবার সন্ধ্যায় সফরকারী দলের প্রধান খালেদ মাহমুদ সুজন বলেন, শ্রীলঙ্কাকে হারানোর সক্ষমতা বাংলাদেশ ক্রিকেট দলের আছে। এছাড়া, শ্রীলঙ্কা-বাংলাদেশের উইকেট এবং আবহাওয়ার মধ্যে যথেষ্ট সাদৃশ্য থাকাকেও জয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন সুজন।
আরও পড়ুন:শ্রীলঙ্কা সফর: নতুন ৩ মুখ নিয়ে প্রাথমিক টেস্ট দল ঘোষণা
সুজনের কথায় তাল মিলিয়েই টেস্ট দলের ক্যাপ্টেন মুমিনুল হক রবিবার জানান, সাকিব এবং মুস্তাফিজকে ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দুটি জেতার আত্মবিশ্বাস আছে বাংলাদেশ দলের। মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি পর্ব শেষ করে এভাবেই নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান দেন টেস্ট অধিনায়ক।
সোমবার বিকালেই শ্রীলঙ্কা পৌঁছাবার পর বাংলাদেশ দলকে তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকার জন্য নিয়ে যাওয়া হবে নেগেম্বোতে। বুধবার (১৪ এপ্রিল) টাইগারদের কোয়ারেন্টাইন শেষে হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ১৭ এবং ১৮ এপ্রিল নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচের পরেই ঘোষণা করা হবে মূল টেস্ট দল।
আরও পড়ুন:সাকিব-মুস্তাফিজ ছাড়াও শ্রীলঙ্কায় জিততে পারি: মুমিনুল
২১ এপ্রিল প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল সিরিজের শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
আসন্ন টেস্ট দুটিতে অভিষেক হতে যাওয়া তিনজন পেসার হলেন- শহীদুল ইসলাম, শরিফুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।
লন্ডন থেকে সিলেটে আসা আরও ১৪৭ যাত্রী কোয়ারেন্টাইনে
সিলেটে লন্ডন থেকে আসা আরও ১৪৭ যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বাংলাদেশ বিমানের সৌদিগামী সব ফ্লাইট বাতিল
কোভিড-১৯ সংক্রমণ রোধে সোমবার (২১ ডিসেম্বর) থেকে আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গেলেন রাষ্ট্রপতি
স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের গেলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।