বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে এসব যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে আগত সকল যাত্রীদের ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
আরও পড়ুন: সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার লন্ডন থেকে আসা ১৪৭ যাত্রীর মধ্যে ১৪৪ জনকে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য সিলেট নগরীর ৯টি হোটেলে পাঠানো হয়েছে। এছাড়া তিনজন যাত্রীর দুইটি টিকা দেয়া হয়েছে এমন অনুমতিপত্র থাকায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাজ্য থেকে আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: মন্ত্রিসভা
আরও জানানো হয়, সিলেট বিমানবন্দরের লন্ডন ফ্লাইটে আগত যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ২৩ জন, হোটেল অনুরাগে ১৭ জন, হোটেল নূরজাহানে ১৫ জন, হোটেল হলি গেটে ২৫ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১৫ জন, হোটেল লা রোজে ১২ জন, হোটেল লা ভিস্তায় ২১ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ জন ও রয়েল প্লাম হোটেলে ছয়জন রয়েছেন।
আরও পড়ুন: ব্রিটেনফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী