বাইপাস সড়ক
নরসিংদীতে বাইপাস সড়ক নির্মাণ বন্ধে চার দিনের আল্টিমেটাম
নরসিংদীর শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে মাধবদীতে প্রতিবাদ সমাবেশ করেছে মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি। প্রতিবাদকারীদের দাবি, এই সড়ক নির্মাণ ঐতিহ্যবাহী মাধবদী ও দেশের সবচেয়ে বড় পাইকারী কাপড়ের বাজার শেখেরচর (বাবুরহাট) বাজার ধ্বংসের পাঁয়তারা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে মাধবদীর পুরাতন বাস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ও সিআইপি মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি ও মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনুসহ ব্যবসায়ী নেতারা।
এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে ফসলি জমির ওপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে একদিকে মাধবদী ও বাবুরহাটের যে ঐতিহ্য, সেটি ধ্বংসের পাঁয়তারা চলছে, অন্যদিকে সরকারের তিনগুন বেশি টাকা খরচ করা হচ্ছে। এই মাধবদী ও বাবুরহাটকে ঘিরে অনেক শিল্পকারখানা ও অর্ধশত ব্যাংকের শাখা রয়েছে। প্রায় দশ লাখ মানুষের কর্মসংস্থান এই এলাকায়। এছাড়া দুইটি বাজারে প্রতি সপ্তাহে পাঁচ হাজার কোটি টাকা লেনদেন হয়। মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে সড়ক নির্মাণ হলে বিপুল পরিমাণ মানুষ কর্মহীন হয়ে পড়বে। ব্যবসায়ীক লেনদেন কমে যাবে।
তাই এই শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়কের কাজ বন্ধ করে পুরনো মহাসড়ক প্রশস্ত করার জোর দাবি জানান তারা।
সমাবেশ থেকে জানানো হয়, আগামী চার দিনের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ঢাকা-সিলেট মহাসড়ক পুরোপুরি বন্ধসহ লাগাতার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
৬২ দিন আগে
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনা মহানগরীর বাইপাস সড়কের আড়ংঘাটা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৭ মে) রাত আটটার দিকে খুলনা বাইপাস সড়কের মারিয়া পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মো. সজিব (২০) লবনচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার আমজাদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়রা জানান, নগরীর জিরো পয়েন্টের দিকে থেকে আড়ংঘাটার দিকে আসার পথে মোটরসাইকেল আরোহী সজিব বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে একটি ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়।
এতে সে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, এ ঘটনায় দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
৬৮৩ দিন আগে
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের বাইপাস সড়কের ইটাগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ শেখ (২৮) তালা উপজেলার মোবারকপুর গ্রামের সিরাজ উদ্দীন শেখের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ১০ বছরের শিশু নিহত, আহত ১
স্থানীয়রা জানান, বিকালে আব্দুল্লাহ শেখ বাইপাস সড়কের ইটাগাছা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি সামনের একটি ডাম্পার ট্রাকের পিছনের চাকায় ঢুকে যান। এসময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আব্দুল্লাহ শেখের মৃত্যু হয়। এঘটনায় দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেলটি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহত
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৮১৭ দিন আগে
বিশ্বনাথের বাইপাস সড়ক যেন মরণ ফাঁদ!
সিলেট, ১২ সেপ্টেম্বর (ইউএনবি)- সিলেটের বিশ্বনাথ-বাইপাস সড়ক ভেঙে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কে ভাঙনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
২০৩৭ দিন আগে