উপকূলবাসী
ঘূর্ণিঝড় মোখা: উপকূলবাসীদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান বিএনপির
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলীয় জেলা কক্সবাজার অতিক্রম করতে শুরু করায় উপকূলবাসীদের পাশে দাঁড়াতে সব পর্যায়ের দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চরম প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে জনগণের পাশে দাঁড়াতে এবং উপকূলবাসীকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’
আরও পড়ুন: অবিলম্বে ডিএসএ বাতিল ও এই আইনের সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রবিবার এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ অতীতের মতো সাহসিকতার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবে।
ফখরুল বলেন, ‘একই সঙ্গে আমরা সরকারকে রাজনীতিকরণের ঊর্ধ্বে উঠে সব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’
তিনি বলেন, টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভব করতে শুরু করেছে। যা বিকালে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় ২১৫ কিলোমিটার পর্যন্ত বেগে উপকূলীয় জেলা কক্সবাজার ও প্রতিবেশি দেশ মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে শুরু করেছে।
আরও পড়ুন: দেশব্যাপী ১৯, ২০, ২৬ ও ২৭ মে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি
শনিবার ঢাকায় ‘বড় শোডাউন’ করবে বিএনপি
১ বছর আগে
টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবি সাতক্ষীরার উপকূলবাসীর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে সাতক্ষীরার উপকূলবাসী।
সোমবার বেলা ১১টার দিকে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানায়।
সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধকে পুঁজি করে বিভিন্ন মানুষ ও সরকারি কর্মকর্তাসহ জন প্রতিনিধিদের ভাগ্য বদলেছে। কিন্তু উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ যেমন ছিল তেমনি রয়েছে। উপকূলের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়, সেজন্য টেকসই বেড়িবাঁধ ও সুপেয় খাবার পানি দরকার।
আরও পড়ুন: কুমিল্লায় কাউন্সিলর হত্যা: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
তারা বলেন, আগামী জাতীয় বাজেটে উপকূল অঞ্চলের বিশেষ বরাদ্দের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাডভোকেট ফায়িমূল হক কিসলু, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মিলটন, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: খুলনায় ৬ দফা দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন
পরে মানববন্ধন শেষে এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
২ বছর আগে
‘ম্যারি এন’ ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনও কাঁদায় উপকূলবাসীকে
আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এ দিনে ঘূর্ণিঝড় ‘ম্যারি এন’ এর আঘাতে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে নেমে এসেছিল ভয়াবহ দুর্যোগ।
৪ বছর আগে