অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলীয় জেলা কক্সবাজার অতিক্রম করতে শুরু করায় উপকূলবাসীদের পাশে দাঁড়াতে সব পর্যায়ের দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চরম প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে জনগণের পাশে দাঁড়াতে এবং উপকূলবাসীকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’
আরও পড়ুন: অবিলম্বে ডিএসএ বাতিল ও এই আইনের সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রবিবার এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ অতীতের মতো সাহসিকতার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবে।
ফখরুল বলেন, ‘একই সঙ্গে আমরা সরকারকে রাজনীতিকরণের ঊর্ধ্বে উঠে সব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’
তিনি বলেন, টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভব করতে শুরু করেছে। যা বিকালে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় ২১৫ কিলোমিটার পর্যন্ত বেগে উপকূলীয় জেলা কক্সবাজার ও প্রতিবেশি দেশ মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে শুরু করেছে।
আরও পড়ুন: দেশব্যাপী ১৯, ২০, ২৬ ও ২৭ মে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি