দুর্বৃত্ত
কুষ্টিয়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা হাটের ইজারা নেওয়াকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী রশিদ এগ্রো ফুড প্রডাক্টসের মালিক আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে দিনে দুপুরে গুলি ছুঁড়েছেন দুর্বৃত্তরা।
বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে কুষ্টিয়ার শহরের কোর্টপাড়া এলাকার গোসালা গলির বাড়িতে এই ঘটনা ঘটে।
আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি।
আব্দুর রশিদ বলেন, আমাদের স্থানীয় আইলচারা হাট নিলামে আমার ভাতিজা গোল্ডেন রাইস মিলের মালিক জিহাদুজ্জামান জিকু পেয়েছে। এরপর থেকে সন্ত্রাসীরা আমাদের দুজনকে মুঠো ফোনে হুমকি দিয়ে আসছিল। আজকে গুলি করে গেল।
তিন বলেন, সপ্তাহখানেক আগেও মোবাইল ফোনে হুমকি দিয়েছে।
কি কারণে এমন ঘটনা ঘটতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আইলচাড়া হাট নিয়ন্ত্রণ করি। আমার বড় ভাই চেয়ারম্যান, ভাতিজা জিহাদুজ্জামান জিকু এই হাটের জন্য টেন্ডার ড্রপ করেছে। টেন্ডারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে তিনি জানান।
তিনি দাবি করেন তারা টেন্ডার ড্রপ না করলে অল্প টাকায় নেওয়ার জন্য কিছু ব্যক্তি পাঁয়তারা চালাচ্ছিল। ভাতিজা জিকু টেন্ডার ড্রপ করার পর থেকেই বিভিন্নভাবে জিকুকে এবং তাকে হুমকি-ধামকি দিয়ে আসছে কিছু ব্যক্তি। সপ্তাহখানেক আগেও তাকে মুঠো ফোনে হুমকি দিয়েছে বলে জানান তিনি।
রশিদ অভিযোগ করে বলেন, কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব ও মুন্না এই হাট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা।
আরও পড়ুন: মাথায় গুলি নিয়েই জুলাই যোদ্ধা হৃদয় মারা গেলেন
তবে কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব রশিদের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা তো দূরে থাক, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, দুজন ব্যক্তি হেলমেট পড়ে এসে বাইক থামিয়ে কোমর থেকে অস্ত্র বের করে রশিদের বাড়িতে এলোপাতাড়ি গুলি করে তাৎক্ষণাৎ মোটরসাইকেলে করে পালিয়ে যান।
ঘটনাটি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে আব্দুর রশিদ সাহেবের নির্মাণাধীন বাড়িতে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গিয়েছে। আমরা আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি এবং মোটরসাইকেলটির নাম্বার শনাক্ত করার চেষ্টা করছি। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৭ দিন আগে
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মেয়র চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আইনজীবী সুজন মিয়া শহরতলীর পূর্ব হেলালপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে এবং ব্রাক্ষণবাড়িয়া পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ধুবলাপাড়া এলাকায় বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সুজনসহ চার বন্ধু মিলে ফুসকা খাচ্ছিলেন। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত সুজনের পাশে দাঁড়ায়। তাদের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে একত্রে সবাই পালিয়ে যায়।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত
পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, ‘হত্যার কারণ এখনও জানা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
৯ দিন আগে
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, নারী আহত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের প্রসীত খীসা গ্রুপের একজন সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) সকাল ৭টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত অস্তিন ত্রিপুরা স্থানীয় বাসনা ত্রিপুরার ছেলে। এছাড়াও তার বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলাকায় ঢুকে এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই অস্তিন ত্রিপুরা নিহত ও তারাপতি ত্রিপুরা আহত হন।
ইউপিডিএফ প্রসীত খীসা গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (সন্তু গ্রুপ) দায়ী করেছেন। তিনি বলেন, ‘ওই এলাকায় ইউপিডিএফয়ের একটি সাংগঠনিক দল অবস্থান করছিল। আগে থেকে সুযোগের সন্ধানে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের ওপর গুলি করে পালিয়ে যান। এ সময় গুলিতে অস্তিন ত্রিপুরা নামে তাদের এক কর্মী নিহত হয়েছেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে লুণ্ঠিত মালামালসহ ডাকাত আটক
অবশ্য এ ব্যাপারে জনসংহতি সমিতির কারও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় পুলিশ এ বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা বলেন, ‘এমন ঘটনার খবর শুনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’
২৯ দিন আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত
খুলনা, ১৬ মার্চ (ইউএনবি)— খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) রাত সোয় ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদরাসার পেছনে ঘটনাটি ঘটে।
নিহত শাহীন (৫০) দৌলতপুর কাত্তিককুল এলাকার জনৈক আ. রশিদের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে থাকতেন।
আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত
ওসি আরও বলেন, শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদরাসার পেছনে এক ব্যক্তির লাশ পড়ে আছে—এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের লাশ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশটির সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে রাতে বাগমারা ও তার আশপাশের এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
৩২ দিন আগে
নাটোরে শ্মশান মন্দিরে চুরি, হাত-পা বাঁধা ধোপার লাশ উদ্ধার
নাটোর শহরের কাশিমপুর কেন্দ্রীয় শশ্মানের মন্দিরের তালা ভেঙে চুরি করেছে দুর্বৃত্তরা।
এ সময় ঘটনাস্থল থেকে কুমার দাস নামে এক প্রতিবন্ধী ধোপার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি সুবল দাস বলেন, ‘শনিবার সকালে শশ্মানের গার্ড দুলাল চন্দ্র প্রামাণিক সেখানে গিয়ে মন্দিরের চুরি ও ধোপার লাশের বিষয়টি দেখে এসে আমাকে জানায়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসে।’ প্রায় ৪ বছর ধরে কুমার দাস মন্দিরে থাকতো বলে জানান সভাপতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, মন্দিরের গ্রিল কেটে বেশ কিছু কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। দেখে ফেলায় ধোপাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের আটক করা হবে বলে জানান ওসি।
১১৭ দিন আগে
বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা ভাঙচুর
বগুড়ায় দৈনিক প্রথম আলোর অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় ঘটনাটি ঘটে।
এ বিষয়ে প্রথম আলোর বগুড়া অফিস প্রধান আনোয়ার পারভেজ বলেন, হামলার আশঙ্কায় রাত পৌনে ৯টার দিকে অফিস বন্ধ করি। পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা আমাকে ফোন করে জানান, অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
আরও পড়ুন: ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাটের অভিযোগ
তিনি বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা ইটপাটকেল ছুড়ে দেওয়ালের কাচ ভাঙচুরসহ অফিসের ডিজিটাল সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করে। তারা ৭-৮ জন ছিল এবং সবার মুখেই মুখোশ পরা ছিল। ফলে এ কাজ কারা করল তা জানা যায়নি।
বগুড়া সদর থানার সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে।
১৪১ দিন আগে
পদ্মায় দুর্বৃত্তের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে ২ এএসআই নিখোঁজ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে পুলিশ ও স্থানীয় দুই ইউপি মেম্বারের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত দুই পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) উপজেলার বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
আহতরা হলেন- কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ছানোয়ার হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন।
তাদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় দুই ইউপি মেম্বার ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার চারজন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যান। এসময় নদীতে অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এসময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীতে প্রতিনিয়ত অবৈধভাবে মাছ শিকার করছেন জেলেরা। ওই এলাকায় জেলেদের প্রধান ইয়ারুল। পদ্মায় তার একটি বাহিনীও আছে। সোমবার ভোরে স্থানীয় ইউপি মেম্বারদের সহযোগিতায় কয়েকজন পুলিশ নৌকা নিয়ে পদ্মায় যান। এসময় তারা অভিযানের নামে জেলেদের মাছ লুটে নেওয়ার চেষ্টা করলে জেলেরা তাদের ওপর হামলা চালান। হামলাকারীরা হেলমেট পরা ছিল।
কুমারখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, রাতে মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, কুমারখালী থানার দুজন এএসআই নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশের একাধিক টিম নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালাচ্ছে।
তিনি আরও বলেন, তবে তারা কী কারণে এখানে এসেছিলেন সেটা এখনও পর্যন্ত জানতে পারেননি। পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
১৭০ দিন আগে
৩ কৃষকের ২ বিঘার পানের বরজ কাটল দুর্বৃত্তরা
ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামে ৩ কৃষকের ২ বিঘা জমির পানের বরজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে সদর উপজেলার বারইখালী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ক্ষতিগ্রস্থ কৃষক আরাফাত শাহ বলেন, তিনি ও তার দুই ভাই আলহাজ শাহ ও আয়াতুল্লাহ শাহ মিলে পানের আবাদ করেছিলেন। এছাড়া কিছু কিছু জমি থেকে পান সংগ্রহ করেছেন তারা। জমিতে সারও দিয়েছেন তারা।
তিনি আরও বলেন, এখন জমি থেকে পান সংগ্রহ করবেন তারা। কিন্তু রাতে কারা যেন আমাদের ৩ ভাইয়ের ২ বিঘা জমির পানের বরজ কেটে দিয়েছে। সর্বস্বান্ত হয়ে গেছি। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে পানিবন্দি ৫০ হাজার পরিবার
১৮৬ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলি মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
অলি মিয়া পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকার মৃত মতি মিয়ার ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানায়, অলি হকার্স মার্কেট এলাকায় পৌরসভার একটি শৌচাগার পরিচালনা করতেন। সেখানে দায়িত্বরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে আহত করে দুর্বৃত্তরা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচার মৃত্যু
১৯৯ দিন আগে
দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২ নিরাপত্তা কর্মী নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইনচার্জসহ ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে বাঁশখালী থানার গন্ডামারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ২৫
নিহতরা হলেন— ফরিদপুরের নগরকান্দা উপজেলার আব্দুর রহমানের ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং রাজবাড়ী জেলার পাংশা থানার আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ জাওয়ারদার (২২)। তাদের মধ্যে সারওয়ার সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তিনি পাওয়ার প্ল্যান্টের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
এ ছাড়া রাশেদ পাওয়ার প্ল্যান্টের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বলেন, ‘রাতে চুরি করে পালানোর চেষ্টার সময় দুজনকে বাঁধা দেন নিরাপত্তাকর্মী সারওয়ার আলম ও রাশেদ জাওয়ারদার। এ সময় চোররা তাদের ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বঙ্গোপসাগরের তীরে গণ্ডামারায় ৬০৬ একর জমিতে আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট গড়ে ওঠে। ২০১৬ সালে বেসরকারি খাতের সবচেয়ে বড় এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তি সই হয়। পাশাপাশি বিদ্যুৎ কেনা-বেচা সংক্রান্ত চুক্তিও সই হয়। ওই বছরই বিদ্যুৎ কেন্দ্রের কাজ যৌথভাবে উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আরও পড়ুন: নড়াইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫, আহত ৩
২২৬ দিন আগে