শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটে।
এদিকে ভুল চিকিৎসার মৃত্যুর বিষয়টি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটিও গঠন করেছেন। এছাড়া মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
মৃত দুই রোগী হলেন- কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার বাসিন্দা মল্লিক এবং নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা জহিরুল।
আরও পড়ুন: ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
জানা যায়, হার্নিয়ার চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মল্লিক। অপরদিকে পেটে ব্যথাজনিত কারণে ভর্তি হয়েছিলেন জহিরুল।
আজ সকালে দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের আগে সকালে নার্স নাদিরা বেগম ওয়ার্ডের সিটেই দুজনকে ইনজেকশন দেন। এর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তারা মারা যান।
পরে তাদের মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেন এবং সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
রোগীর স্বজনরা জানান, ‘নর কিউ’ নামক অ্যানেসথেশিয়ার ইনজেকশনটি অপারেশন থিয়েটারে দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি আগেই ওয়ার্ডের সিটেই পুশ করেন নার্স। এতেই মৃত্যু হয় দুজন তরতাজা যুবকের।’
আরও পড়ুন: ‘ভুল চিকিৎসায়’ শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতাল ও কলেজে ভাঙচুর
হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, এরইমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে তিনি নিজেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে জানান এই চিকিৎসক।
১০৬ দিন আগে
কিশোরগঞ্জে করোনা জয় করে একদিনে হাসপাতাল ছাড়লেন ৭ জন
কিশোরগঞ্জে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বৃহস্পতিবার একদিনে সাতজন হাসপাতাল ছেড়েছেন।
১৮২৬ দিন আগে