ধর্ষণের শিকার
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি আর নেই
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি না ফেরার দেশে চলে গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।
এতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুন: মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন, দোয়া প্রার্থনা
‘সিএমএইচ সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।’
গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে তারা। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
২৫ দিন আগে
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৯ মার্চ) সকালে হাসপাতালে গিয়ে উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এসময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ঘটনার দিন (০৬ মার্চ) দুপুরে বিষয়টি জানতে পেরে উপদেষ্টা শিশুটির মাকে ফোন দিয়ে শিশুটির খোঁজখবর নেন ও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন।
গতকাল শিশুটিকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় আট বছরের শিশুটিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
তিনি বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় -এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।
উপদেষ্টা বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি। এ যাবত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।
আরও পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪
তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।
‘নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে; তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না,’ বলেন উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে।
২৯ দিন আগে
মাগুরায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
মাগুরার শালিখা উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
১৫০০ দিন আগে
ধর্ষণের শিকার নারী-শিশুকে পুনর্বাসনসহ ক্ষতিপূরণ দিতে রুল
সারা দেশে ধর্ষণের শিকার নারী-শিশুদের প্রযোজ্য ক্ষেত্রে (প্রমাণিত হোক বা না হোক) পুনর্বাসনসহ ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
১৫০৩ দিন আগে
চাকরির প্রলোভন দেখিয়ে যশোরে নারীকে ডেকে নিয়ে ‘ধর্ষণ’
যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে এক নারী (২৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
১৫১৪ দিন আগে
২০২০ সালে ধর্ষণের শিকার ১২ গৃহকর্মী: বিলস্
সদ্য সমাপ্ত হওয়া বছরে সারাদেশে ১২ জন গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে রবিবার জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস্)।
১৫২৭ দিন আগে
ধর্ষণের শিকার গর্ভবতী তরুণীকে হাসপাতালে ভর্তি করলো ৯৯৯
ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে গুরুতর অসুস্থ এক তরুণীকে (১৯) অ্যাম্বুল্যান্সে করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
১৫৩৩ দিন আগে
ও লেবেলের শিক্ষার্থী ‘ধর্ষণ’: আটক তিনজন মুক্ত
রাজধানীতে ছেলে বন্ধুর দ্বারা ধর্ষণের শিকার হয়ে মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাতে ছেড়ে দেয়া হয়েছে।
১৫৪৯ দিন আগে
গত বছর ধর্ষণের শিকার ৭১৬ শিশু: এমজেএফ
করোনাকালে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও শিশুদের জনসমাগমের অনুপস্থিতি সত্ত্বেও ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ৭১৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে।
১৫৪৯ দিন আগে
কোম্পানীগঞ্জে ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী, গ্রেপ্তার ১
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী ও ৬ষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।
১৬৩০ দিন আগে