যাতায়াত
বৃষ্টিতে ঢাকাবাসীর যাতায়াত ব্যাহত
ঢাকার বাতাসের মান কয়েকদিন ধরেই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। এর মূল্যে রয়েছে ধুলাবালি। এর থেকে পরিত্রাণের সহজ উপায় বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি বৃহস্পতিবার দেখা দিলেও ঢাকাবাসীর যাতায়াতে তৈরি করেছে সমস্যা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, আজ সারা দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং শুক্রবার আবহাওয়ার উন্নতি হতে পারে।
তিনি বলেন, আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার এবং যশোরে সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গণপরিবহনের স্বল্পতায় অনেককে হাঁটতে দেখা গেছে।
আরও পড়ুন: বৃষ্টি সত্ত্বেও ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর'
অফিসগামীরা, বিশেষ করে বেসরকারি খাতে কর্মরতদের নিজ নিজ কর্মস্থলে যেতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
এদিকে, সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ (৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকার বাতাস মঙ্গলবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত
ঘূর্ণিঝড় মিগজাউম: ভারতের দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে
১ বছর আগে
৪ পরিবারের যাতায়াতে আড়াই কোটি টাকার সেতু!
সিরাজগঞ্জের রায়গঞ্জের বেংনাই গ্রামে চার পরিবারের লোকজনের যাতায়াতে সুবিধার জন্য আড়াই কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এ সেতুটি নির্মাণ করছে।
স্থানীয়রা জানায়, কবরস্থানসহ ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সেতু নির্মাণের বরাদ্দ থাকলেও, বিশাল অংকের টাকা ব্যয়ে নির্মাণাধীন এ সেতুটি এলাকাবাসীর কোনো কাজেই আসবে না।
অবশ্য সংশ্লিষ্ট এলজিইডির দাবি, ওই এলাকার জনগণের যাতায়াতের স্বার্থেই দুই কোটি ৫১ লাখ ৪৯ হাজার ৫১২ টাকা ব্যয়ে ৩০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হচ্ছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
২ বছর আগে
অবশেষে ২ বছর পর হিলি দিয়ে ট্যুরিস্ট যাতায়াত শুরু
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের চলাচল শুরু হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে এই দুই দেশের ট্যুরিস্টসহ সকল ভিসাপ্রাপ্ত পাসপোর্টযাত্রীরা আসা-যাওয়া করতে পারবেন।
করোনার কারণে এতোদিন বন্ধ থাকলেও গত ১ বছর থেকে শুধুমাত্র ভারতে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাওয়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা হিলি দিয়ে দেশে ফিরতে পারতেন।
আরও পড়ুন: টানা ৩ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ
হিলি ইমিগ্রেশন কার্যালয় সূত্র জানায়, করোনার কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। পরে গত বছরের ১৬ মে থেকে শুধুমাত্র আটকাপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের দেশে ফেরার অনুমতি দেয় ভারত। এরপর থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে আটকাপড়ারা হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করেন। কিন্তু এই পথ ব্যবহার করে ভারতে যাওয়া বন্ধ ছিল। গত ২৬ মার্চ থেকে হিলি পথে ট্যুরিস্ট ভিসা দেয়ায় কাল থেকে শুরু হচ্ছে ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেসসহ সব ধরনের ভিসাপ্রাপ্তরা ভারতে যেতে পারবেন।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ভারতের হিলি ইমিগ্রেশন সুত্র থেকে জানতে পেরেছি আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে তারা বাংলাদেশ থেকে যাত্রী নেবে। এর আগে তারা এই পথে কোন যাত্রী গ্রহণ করেনি। ফাইনাল কিছু এখনো জানতে পারি নাই। গত মার্চ মাসের শেষের দিকে ভারতের হাইকমিশন হিলি রুট উল্লেখ করে ভিসা দেয়া শুরু করেছে। তবে বেনাপোলসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে যারা ভারতে যাচ্ছে, তারা হিলি দিয়ে দেশে ফিরতে পারছে বলে জানান তিনি।
আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
২ বছর আগে
২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুট
ঢাবি প্রতিনিধি, ১৮ ফেব্রুয়ারি, (ইউএনবি)- ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রুট ম্যাপ চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় সমন্বয় কমিটি।
শুক্রবার আব্দুল মতিন চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, নতুন রুট ম্যাপ আগামী ২০ ফেব্রুয়ারি (শনিবার) রাত ৮টা থেকে কার্যকর হবে।
যেসব রাস্তা দিয়ে আসা-যাওয়া করা যাবে:
মানচিত্র অনুযায়ী, আজিমপুর কবরস্থান সড়ক ও পুরাতন হাইকোর্ট সড়ক, দোয়েল ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি ক্রসিং, উপাচার্যের বাসার পাশের রাস্তা, নিউমার্কেট ক্রসিং ও কবরস্থানের উত্তর গেট দিয়ে মানুষ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে।
আরও পড়ুন: ঢাবিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরের ক্লাস বন্ধ
আজিমপুর ও পলাশী ক্রসিং হয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ইডেন কলেজের রাস্তা দিয়েও শহীদ মিনারে যাওয়া যাবে।
এছাড়া চানখারপুল এলাকা থেকে বকশীবাজার ক্রসিং হয়ে পলাশী মোড় হয়ে স্যার সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।
যে দুটি রাস্তা দিয়ে শুধু প্রস্থান করা যাবে:
পুষ্পস্তবক অর্পণের পর জনসাধারণ শহীদ মিনারের সামনে হয়ে চানখাঁর পুল দিয়ে বের হতে পারবেন। আবার শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সামনে হয়ে দোয়েল চত্বর দিয়েও বের হওয়া যাবে। তবে ওই পথে কেউ প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুন: ১৭ ও ২১ ফেব্রুয়ারি ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ
যেসব রাস্তা বন্ধ থাকবে:
টিএসসি থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। উপাচার্য ভবন গেট থেকে ফুলার রোড মোড় পর্যন্ত ও চাঁনখারপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তা ২০ ফেব্রুয়ারি রাত ৮ টা থেকে জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।
ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, স্বাস্থ্যঝুঁকি কমাতে রাস্তায় প্রতি তিন ফুট পর পর মার্ক করা হবে। প্রতিটি পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাবে।
তিনি আরও বলেন, এক ব্যানারে সর্বাধিক পাঁচজনকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের অনুমতি দেয়া হবে। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে।
আরও পড়ুন: শহীদ মিনারের মর্যাদা রক্ষা: রায় বাস্তবায়নের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট
২ বছর আগে
সদরঘাট ও কেরানীগঞ্জের মাঝে শিগগিরই ৪ ওয়াটার বাস চালু
ঢাকা, ১২ সেপ্টেম্বর (ইউএনবি)- বুড়িগঙ্গা নদী পাড়ি দেয়া যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে শিগগিরই সদরঘাট ও কেরানীগঞ্জের মধ্যে চারটি ওয়াটার বাস চলাচল শুরু করবে।
৫ বছর আগে