সিরাজগঞ্জের রায়গঞ্জের বেংনাই গ্রামে চার পরিবারের লোকজনের যাতায়াতে সুবিধার জন্য আড়াই কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এ সেতুটি নির্মাণ করছে।
স্থানীয়রা জানায়, কবরস্থানসহ ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সেতু নির্মাণের বরাদ্দ থাকলেও, বিশাল অংকের টাকা ব্যয়ে নির্মাণাধীন এ সেতুটি এলাকাবাসীর কোনো কাজেই আসবে না।
অবশ্য সংশ্লিষ্ট এলজিইডির দাবি, ওই এলাকার জনগণের যাতায়াতের স্বার্থেই দুই কোটি ৫১ লাখ ৪৯ হাজার ৫১২ টাকা ব্যয়ে ৩০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হচ্ছে।