তাসকিন আহমেদ
বিদেশি ক্রিকেট লিগগুলোতে যেমন খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর আসন্ন ভবিষ্যতে কোনো খেলার সময়সূচি নির্ধারিত না হওয়ায় লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও মেজর লিগ ক্রিকেটসহ (এমএলসি) কিছু বিদেশি লিগের খেলায় দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের।
শ্রীলঙ্কায় এলপিএলে খেলছেন ব্যাটার তৌহিদ হৃদয় ও পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এমএলসিতে খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
ডাম্বুলা সিক্সার্সের হয়ে দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তৌহিদ। তবে প্রথম ম্যাচে মাত্র ১ রান করলেও দ্বিতীয় ম্যাচে আর ব্যাট করার সুযোগ পাননি। এর আর একাদশে জায়গা হয়নি তার।
কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলা তাসকিন তার প্রথম দুই ম্যাচে তিন উইকেট পেলেও বেশ খরুচে বোলিং করেন তিনি।
অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলা মুস্তাফিজ ৪ ম্যাচে ৫ উইকেট নিলেও ৭ জুলাই নিজের শেষ ম্যাচে দিয়েছেন ৫৩ রান।
এমএলসিতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। দুই ম্যাচে ৫৩ রান করার পাশাপাশি নিয়েছেন ১টি উইকেট। এমএলসিতে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি খেলোয়াড় তিনি।
এমএলসির পর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টিতে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে যোগ দেবেন সাকিব।
৫ মাস আগে
যেসব তথ্য ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই গুজব: তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম বাস মিস করার কথা স্বীকার করেছেন বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ। তবে এই ঘটনার সঙ্গে তাকে ম্যাচে না খেলানোর বিষয়টি জড়িত নয় বলে জানিয়েছেন তিনি।
সেই ম্যাচে তাসকিনের বদলি হিসেবে জাকের আলীকে দলে নেওয়া হয়। জাকের তাসকিনের মতো পেস বোলার নয় কিন্তু ব্যাটিং লাইনকে শক্তিশালী করতে দলের আরও একজন ব্যাটার নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
তবে এই সপ্তাহের শুরুতে একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাসকিন টিম বাস মিস করেছেন। এই কারণেই তাকে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে বাদ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে বুধবার (৩ জুলাই) দুপুরে ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিয়ে লেখেন তাসকিন আহমেদ।
তিনি লিখেছেন (মূল পোস্টের ভাষা অপরিবর্তিত), ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে।
প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন।
দ্বিতীয়ত, ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা আমি পরিষ্কার করতে চাই।
আমি স্বীকার করি যে, আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।
আমি সকাল ৮টা ৩৭-এ উঠেছিলাম এবং ৮টা ৪৩-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯টায় হোটেল ছেড়েছি। আমি সকাল ৯টা ৪০-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০টায়। আমরা সকাল ১০টা ১৫-তে জাতীয় সংগীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০টা ৩০-এ শুরু হয়েছিল।
এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে।
যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সঙ্গে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত ছিল না।
তাই, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি।
ভবিষ্যতে, আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে।
আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।’
তবে এর আগে সাকিব আল হাসানের একটি বক্তব্য জানাচ্ছে ভিন্ন কথা। তিনি জানান, ম্যাচের মাত্র ১০ মিনিট আগে ভেন্যুতে পৌঁছানোই তাসকিনকে একাদশের বাইরে রাখার কারণ বলে সাকিবের কথায় ইঙ্গিত পাওয়া যায়।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, যা তাদের এখন পর্যন্ত সর্বোচ্চ। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো সেমিফাইনালে পা রাখতে পারত টাইগাররা। সেই পরাজয়ই আড়াল করে দিয়েছে এবারের বিশ্বকাপের অন্যসব অর্জন।
৫ মাস আগে
লিটনকে ছাড়াই এশিয়া কাপে যোগ দিতে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল এই বছরের এশিয়া কাপে অংশ নিতে রবিবার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করেছে।
তবে, ডানহাতি টপ অর্ডার ব্যাটার লিটন দাসের গত দুই দিন ধরে জ্বর থাকায় দলের অন্য সদস্যদের সঙ্গে তিনি যেতে পারেননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল উইং নিশ্চিত করেছে, লিটন সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
তারা আরও আশ্বস্ত করেছেন, লিটনের পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্টে ডেঙ্গু বা অন্য কোনো গুরুতর অসুস্থতার কথা জানা যায়নি।
এ ছাড়া, আরেক ক্রিকেটার তানজিম হাসান সাকিবও একাই শ্রীলঙ্কা গেছেন।
তাকে পরে টিম লাইনআপে অন্তর্ভুক্ত করায় তার জন্য আলাদা ফ্লাইট নির্ধারণ করা হয়েছিল। পায়ের চোটের কারণে এবাদত হোসেন বাদ পড়ার পর তাকে অন্তর্ভুক্ত করা হয়।
শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডানহাতি পেসার তাসকিন আহমেদ এই বছরের এশিয়া কাপে বাংলাদেশের জয়ের বিষয়ে তার বিশ্বাসের কথা জানিয়েছেন।
আরও পড়ুন: এশিয়া কাপে সুপার ফোরে খেলার লক্ষ্য বাংলাদেশের
তাসকিন বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য এই বছরের এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘ফাইনালে পৌঁছানোটা একটা গুরুত্বপূর্ণ অর্জন হবে।’
তাসকিন বলেছেন, ‘ভালো ক্রিকেট খেলে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি। মাঠে আমাদের সেরা পারফর্ম করাই সাফল্যের চাবিকাঠি।’
৩১ আগস্ট এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে টাইগাররা পাকিস্তানে যাবে। সেখানে তারা ৫০ ওভারের দুটি ম্যাচ খেলবে।
বাংলাদেশের হেডকোচ এই ভ্রমণের সময়সূচি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন।
তামিম ইকবাল সম্প্রতি ফিটনেস অনিশ্চয়তার কারণে পদত্যাগ করার পর অধিনায়ক নির্ধারণ হওয়ায় এশিয়া কাপের এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
সাকিব ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে উভয়েই এশিয়া কাপে ইতিবাচক ফলাফল অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শাকিব আহমেদ, মাহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন: এশিয়া কাপ-২০২৩: এবাদতের বদলি খেলবেন তানজিম সাকিব
ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল
১ বছর আগে
শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন তাসকিন
জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩ পেয়েছেন।
এ বছর তাসকিনসহ মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাসকিন সম্প্রতি জিম্বাবুয়েতে জিম আফ্রো টি১০ ইভেন্টে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি অসাধারণ পারফর্ম করেছেন।
তাকে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) একটি দলও আমন্ত্রণ জানিয়েছিল।
কিন্তু আগামী মাসগুলোতে জাতীয় দলে তার কাজের চাপ বিবেচনা করে বোর্ড তাকে খেলার অনুমতি দেয়নি।
তাসকিন বলেন, ‘এই পুরস্কার পাওয়া খুবই সম্মানের।’
তিনি বলেন, ‘এটি আমার প্রথম জাতীয় পুরস্কার এবং প্রধানমন্ত্রীর হাত থেকে এটি গ্রহণ করেছি বলে এটি আরও বিশেষ। এটি আমার জন্য একটি গর্বের মুহূর্ত।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনের কথা উল্লেখ করেন তাসকিন।
আরও পড়ুন: এলপিএলে অংশ নিতে তাসকিনের এনওসি দিতে দেরি করছে বিসিবি
তাসকিন বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের সৌভাগ্য কামনা করেছেন।’
তাসকিনকে এলপিএলের জন্য অনাপত্তি সনদ (এনওসি) না দেওয়া হলেও; সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও শরিফুল ইসলামসহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ওই লিগে অংশ নিচ্ছেন।
তাসকিন বলেন, ‘যে কোনো ইভেন্টে ভালো পারফর্ম করলে তা আপনার আত্মবিশ্বাস বাড়ায়। টি-১০ একটি কঠিন ফরম্যাট। তাই এই লিগের ভালো স্মৃতি আমাকে ভবিষ্যতে অন্যান্য ফরম্যাটে আরও ভালো করতে সাহায্য করবে।’
তার অনেক সতীর্থ এখন বিদেশি বিভিন্ন লিগে খেলছেন বলে ডানহাতি এই পেসার আনন্দিত।
তিনি বিশ্বাস করেন, এটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটি ইতিবাচক লক্ষণ।
আরও পড়ুন: লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ডাক পেয়েছেন তাসকিন ও তৌহিদ
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্টেও অনিশ্চিত তাসকিন
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলিন অ্যাকারম্যানের ৬২ রান স্বত্ত্বেও ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে ডাচরা।
বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ২৫ রানে চারটি, হাসান মাহমুদ ১৫ রানে দুটি উইকেট নেন।
এর আগে আট উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
শেষে দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে তাসকিন আহমেদের প্রথম ওভারেই দুই উইকেট হারায় নেদারল্যান্ডস। পরে ডাচদের দুই ব্যাটারকে রান আউট করে চেপে ধরে টাইগাররা।
পঞ্চম উইকেটে স্কট এডওয়ার্ডস ও অ্যাকারম্যান ৪৪ রানের জুটি গড়েন, তবে এটি ডাচদের জয়ের জন্য যথেষ্ট ছিল না।
১৯তম ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র আট রান দিয়ে নেদারল্যান্ডসের জন্য জয় কঠিন করে তোলেন। শেষ ওভারে নেদারল্যান্ডসের ২৪ রান প্রয়োজন ছিল। সৌম্য সরকার সেই ওভারে ওভারে ১৪ রান দিয়ে একটি উইকেট নেন।
শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে।
২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসকে চেপে ধরেছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: প্রথম ২ বলে ২ উইকেট তাসকিনের
টি-২০ বিশ্বকাপ ২০২২: ডাচদের ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
২ বছর আগে
টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসকে চেপে ধরেছে বাংলাদেশ
বাংলাদেশের দেয়া ১৪৪ রানের জবাবে তাসকিন আহমেদের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। পরে ডাচদের দুই ব্যাটারকে রান আউট করে চেপে ধরেছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৫ ওভারে ৬৬ রানে ছয় উইকেট হারিয়েছে ডাচরা। জিততে হলে তাদের ৪৩ বলে আরও ৭৯ রান করতে হবে। আর বাংলাদেশের প্রয়োজন মাত্র চারটি উইকেট।
এর আগে আট উইকেটে ১৪৪ রান করেছে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
ওপেনারদের ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪৩ রান করে। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে পল ভ্যান মিকেরেন বোল্ড হয়ে ১৪ বলে ১৪ রান করা সৌম্যকে হারায় বাংলাদেশ।এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারের প্রথম বলে ভালো খেলতে থাকা শান্তকেও (২০ বলে ২৫) হারায় বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন লিটন। ভ্যান বিনের একটি শর্ট বলে অফে ক্লিয়ার করতে গিয়ে ধরা পড়েন লিটন।
শারিজ আহমেদের শিকার হয়েছেন সাকিব। বাঁ-হাতি ব্যাটার বড় শট খেলার চেষ্টা করলেও ডি লিড ডিপ মিডউইকেটে বাউন্ডারিতে অসামান্য ক্যাচ নেন।
শেষ দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।
২ বছর আগে
টি-টোয়েন্টি দলে মেহেদী-তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডমিনিকাতে ২ ও ৩ জুলাই সিরিজের প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন শহিদুল ইসলাম। এছাড়া পিঠে চোট পাওয়ায় অ্যান্টিগা থেকে দেশে ফিরেছেন ইয়াসির আলি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি ফিট না হওয়ায় দলের বাইরে রাখা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
টেস্টে ক্যারিবীয়দের কাছে ১০ উইকেটে হার বাংলাদেশের
২ বছর আগে
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে আগ্রহী তাসকিন
ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত বাংলাদেশের অন্যতম পেস বোলার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজে সীমিত ওভারের সিরিজে ভালো করতে আগ্রহী বলে জানিয়েছেন এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে ২৪ জুন দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
এরপর তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: এমন ব্যাটিং সাকিবের কাছে গ্রহণযোগ্য নয়
ওই দুটি সিরিজেই অংশ নেবেন তাসকিন। এর আগে চোটের কারণে টেস্টে খেলতে পারেননি তিনি।
বুধবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষায় অংশ নেন তাসকিন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সবকিছু ঠিকঠাক আছে- আমি সুস্থ হয়েছি বলে ডাক্তার সন্তুষ্ট, আমি ফিটনেস পরীক্ষা নিয়েও সন্তুষ্ট।এখন আমাকে মাঠে ভালো খেলতে হবে। আমি সত্যিই ভালো করতে আগ্রহী।’
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই পেসার।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘দলীয় পারফরম্যান্স’ দেখতে চান সাকিব
২ বছর আগে
দ.আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না তাসকিন ও শরিফুল
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে থাকছেন না পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
ডান কাঁধে চোট পাওয়ায় বিশ্রাম দেয়া হচ্ছে তাসকিনকে। অন্যদিকে বাম গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় প্রথম টেস্ট থেকে দলের বাইরে আছেন শরিফুল।
আরও পড়ুন: ডারবান টেস্ট: দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট দ. আফ্রিকা
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, তাসকিন প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার সময় ডান কাঁধে ব্যথা পেয়েছেন। তার সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, ২৯ মার্চ অনুশীলন চলাকালে বাম পায়ের গোড়ালিতে ব্যথা পান শরিফুল। তার চিকিৎসা চলছে এবং এই মাসের শেষের দিকে সে অনুশীলন এ যোগ দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
২ বছর আগে
তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ১৫৪ রানে অলআউট দ. আফ্রিকা
তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ভর করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। বুধবার সেঞ্চুরিয়নে ৩৭ ওভার খেলে সব ক’টি উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করতে সক্ষম হয় প্রোটিয়ারা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এটিই শেষ ম্যাচ। এর আগে প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দলই। এর ফলে এ ম্যাচটিই সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।
বাংলাদেশ এর আগে দক্ষিণ আফ্রিকায় কোনো সিরিজ জিততে পারেনি। এটা জিততে পারলে তা হবে টাইগারদের জন্য ঐতিহাসিক সিরিজ জয়।
আরও পড়ুন: দ. আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এর আগে টসে জিতে সফরকারীদের ফিল্ডিংয়ে পাঠায় প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে প্রথম উইকেটে মাত্র ৬ ওভার ৫ বল খেলে স্কোরবোর্ডে ৪৬ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। এরপরই তাসকিন বোলিং এ এসে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
কাইল ভেরেনের উইকেটের মাধ্যমে শুরু করেন তাসকিন। তিনি ১৬ বলে ৯ রান করে তাসকিনের বলে ফেরেন। এরপর একে একে জ্যানেমান মালান, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদার উইকেট নেন তাসকিন।
আরও পড়ুন: দেশের স্বার্থে আইপিএলের ডাক উপেক্ষা তাসকিনের
এছাড়া এর মাধ্যমে ডানহাতি এ পেসার তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় পাঁচ উইকেট নেন। এর আগে ২০১৪ সালে অভিষেক ম্যাচে মিরপুরে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
তাসকিন এ ম্যাচে ৯ ওভার বল করে ৩৫ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন। এছাড়া বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান দুটি উইকেট নিয়েছেন।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মালান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন কেশব মহারাজ।
২ বছর আগে