তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ভর করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। বুধবার সেঞ্চুরিয়নে ৩৭ ওভার খেলে সব ক’টি উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করতে সক্ষম হয় প্রোটিয়ারা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এটিই শেষ ম্যাচ। এর আগে প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দলই। এর ফলে এ ম্যাচটিই সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।
বাংলাদেশ এর আগে দক্ষিণ আফ্রিকায় কোনো সিরিজ জিততে পারেনি। এটা জিততে পারলে তা হবে টাইগারদের জন্য ঐতিহাসিক সিরিজ জয়।
আরও পড়ুন: দ. আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এর আগে টসে জিতে সফরকারীদের ফিল্ডিংয়ে পাঠায় প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে প্রথম উইকেটে মাত্র ৬ ওভার ৫ বল খেলে স্কোরবোর্ডে ৪৬ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। এরপরই তাসকিন বোলিং এ এসে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
কাইল ভেরেনের উইকেটের মাধ্যমে শুরু করেন তাসকিন। তিনি ১৬ বলে ৯ রান করে তাসকিনের বলে ফেরেন। এরপর একে একে জ্যানেমান মালান, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদার উইকেট নেন তাসকিন।
আরও পড়ুন: দেশের স্বার্থে আইপিএলের ডাক উপেক্ষা তাসকিনের
এছাড়া এর মাধ্যমে ডানহাতি এ পেসার তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় পাঁচ উইকেট নেন। এর আগে ২০১৪ সালে অভিষেক ম্যাচে মিরপুরে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
তাসকিন এ ম্যাচে ৯ ওভার বল করে ৩৫ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন। এছাড়া বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান দুটি উইকেট নিয়েছেন।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মালান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন কেশব মহারাজ।