সার্কুলার
৪৫তম বিসিএসের সার্কুলার প্রকাশ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) বুধবার ৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে দুই হাজার ৩০৯টি ক্যাডার পদ এবং এক হাজার ২২ নন-ক্যাডার পদের জন্য আবেদন চাওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান, চলতি বছরের ১০ ডিসেম্বর সকাল ১০টায়, আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় আবেদনের সময় শেষ হবে। সার্কুলারটি পিএসসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রথমবারের মতো প্রার্থীরা নন-ক্যাডার পদের জন্য ক্যাডার পদের মতো পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন।
আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পিএসসি’র ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: পিএসসির সামনে ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মানববন্ধন
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
সিলেটে ৮ কেন্দ্রে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
২ বছর আগে
ব্যাংকারদের বেতন কাঠামো নির্ধারণে বিবি’র সার্কুলার কেন অবৈধ নয়: হাইকোর্ট
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম বেতন ভাতা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের (বিবি) জারি করা সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একজন বিনিয়োগকারী ও আইনজীবী ফরহাদ বিন হোসেনের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। এক সপ্তাহের মধ্যে অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া এ রুলের বিষয়ে শুনানির জন্য চারজন অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহয়তাকারী) নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। চার অ্যামিকাস কিউরি হলেন-অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, রোকন উদ্দিন মাহমুদ ও প্রবীর নিয়োগী। আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাসুম ও সাইফুর রহমান রাহী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আরও পড়ুন: ব্যাংক কর্মকর্তা, কর্মচারীদের টিকা সনদ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
গত ২০ জানুয়ারি একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেখানে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম বেতন ভাতা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন নির্ধারিত বেতন চলতি বছরের ১ মার্চ থেকে কার্যকর করতে বলা হয়। পরে ১ ফেব্রুয়ারি সংশোধন করে আরও একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
পরে আইনজীবী সাইফুর রহমান রাহী জানান, গত ২০ জানুয়ারি এবং পরবর্তীতে সংশোধন করে ১ ফেব্রুয়ারি জারি করা বাংলাদেশ ব্যাংকের দেয়া সার্কুলার চ্যালেঞ্জ করে গত ৩ ফেব্রুয়ারি রিট দায়ের করা হয়। সোমবার শুনানি নিয়ে ওই সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে মতামত নেয়ার জন্য চারজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন। তিনি আরও জানান, রেগুলেটরি অথরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রাইভেট ব্যাংকের ম্যানেজমেন্ট পলিসিতে হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু বেতন তো তারা নির্ধারণ করে দিতে পারে না। একেকটা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন বেতন কাঠামো।
আরও পড়ুন: ব্যাংক অর্ধেক জনবল নিয়ে কাজ করবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত
২ বছর আগে
ব্যাংকে লেনদেনের সময় আরও বাড়ল
ব্যাংকে লেনদেনের সময় আরও ৯০ মিনিট বাড়ানো হয়েছে এবং তা ১০ মে থেকে কার্যকর হবে বলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে।
৪ বছর আগে