স্কয়ার হাসপাতাল
হাসপাতালে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করলেন জোবাইদা রহমান
অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। লন্ডন থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টা পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ডা. জুবাইদা সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে তার শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে বের হন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে জোবাইদার উপস্থিতি মা-মেয়ের মধ্যে এক আবেগঘন পুনর্মিলনের সৃষ্টি করে।
জোবাইদার মা সম্প্রতি বয়সজনিত বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, লন্ডনে ১৭ বছরের নির্বাসন শেষে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন জোবাইদা।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়া, জোবাইদা, তারেকের প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সকাল ১০টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের স্বাগত জানান।
আরও পড়ুন: ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া, সঙ্গে দুই পুত্রবধূ
পরিকল্পনা অনুযায়ী ডা. জোবাইদা বেশিরভাগ সময় ধানমন্ডিতে তার বাবার বাসভবনে থাকবেন। তবে দেশে ফিরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়ার বাসভবনে যান।
ধানমন্ডির ৫ নম্বর রোডের ‘মাহবুব ভবন’ নামে পরিচিত তার বাবার বাড়িতে জোবাইদাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত করা হয়েছে।
তারেক রহমান, ডা. জোবাইদা এবং তাদের মেয়ে জাইমা রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন।
২৫৪ দিন আগে
করোনা আক্রান্ত রিজভী হাসপাতালে ভর্তি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৭৬৪ দিন আগে
সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭৮৭ দিন আগে
ঢাকা-৫ আসনের এমপি হাবীবুর রহমান মোল্লা মারা গেছেন
ঢাকা-৫ আসনের এমপি হাবীবুর রহমান মোল্লা বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।
২০৮০ দিন আগে