সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার ইউএনবিকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘বুধবার স্যারের করোনাভাইরাসের ফলাফল পজিটিভ আসে। তারপর থেকে তিনি মোহাম্মদপুরের বাসার একটি কক্ষে ‘আইসোলেশনে’ছিলেন।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভাষণ কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়: রিজভী
তুষার জানান, রিজভী গত কয়েকদিন ধরে জ্বর এবং কাশির সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিজভীর পরিবার তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: ২০২০: রাজনীতির মাঠে সাফল্যহীন বিএনপি
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যথাক্রমে ইউনাইটেড হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: বাংলাদেশ ২০২১ সালে ‘স্বৈরাচার’ থেকে মুক্তি পাবে: বিএনপি