প্রসেনজিৎ
জিৎ-এর প্রযোজনায় প্রসেনজিৎ-মিথিলা জুটির প্রথম ছবি 'আয় খুকু আয়'
টলিউড ইন্ডাস্ট্রির দিকপাল প্রসেনজিৎ চট্টপাধ্যায়ের নামটি শুনলেই দৃষ্টিপটে ভেসে উঠে হাজারো চরিত্রকথা। নিজের নামটির সুবিচার করে ৩৮ বছর ধরে বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিনয় করে আসছেন এই প্রথিতযশা অভিনেতা। এবার তাঁরই সাথে কলকাতার বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে। চলচ্চিত্রের নামটিও স্বয়ং প্রসেনজিৎ-এরই দেয়া- ‘আয় খুকু আয়’। গত সেপ্টেম্বরে নাম ঘোষণার পর বেশ ঘটা করে ১৫ নভেম্বর শুরু হলো ছবির শ্যূটিং। প্রযোজনায় থাকছেন টলিউড হিরো জিৎ। চলুন, নতুন এই চলচ্চিত্রটির ব্যাপারে কিছু জেনে নেয়া যাক।
‘আয় খুকু আয়’ সিনেমার গল্প
হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবণী মজুমদারের কণ্ঠে গাওয়া ‘আয় খুকু আয়’ গানটি বাংলা ভাষাভাষি মানুষের আবেগের এক বিরাট জায়গা দখল করে আছে। গানটির ভেতর সরবে বিরাজ করা বাবা-মেয়ের চিরন্তন মধুর সম্পর্কটি নতুন করে ফুটিয়ে তোলা হবে ‘আয় খুকু আয়’ সিনেমায়।
এখানে বলা হবে গ্রাম্য বাবা-মেয়ের গল্প। শত বিপদ-আপদ মাথায় নিয়ে তিলে তিলে ছোট্ট মেয়েকে বড় করে অবশেষে বিয়ের সময় কান্না চেপে বিদায় দেয়ার বেদনাবিধুর মুহুর্তগুলোর দৃশ্যায়ন ঘটবে ছবিটিতে। পুরো চিত্রনাট্য অকুণ্ঠচিত্তে হৃদয়ঙ্গমের জন্য নতুন আঙ্গিকে সংযোজন করা হবে ‘আয় খুকু আয়’ গানটি।
তাছাড়া বাবা-মেয়ের মিষ্টি সম্পর্ক কেন্দ্রিক কাহিনীকে জুড়ে দেয়া হবে চরিত্র বহুল নাটকীয়তা দিয়ে।
আরও পড়ুন: সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় নায়িকা দীঘি
‘আয় খুকু আয়’ চলচ্চিত্রের কারিগরেরা
ছবিটির নির্দেশনা দিচ্ছেন টলিউডের নতুন পরিচালক শৌভিক কুন্ডু। এর আগে তিনি তার ‘সুইজারল্যান্ড’ মুভির মাধ্যমে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। পূর্বে তিনি শঙ্কর দেবনাথের ‘পাকারাম’(২০১৫) ও ‘কাট-ইট’ (২০১৪), এবং শুভ্র রয়ের ‘ঘূণ’(২০১৯) মুভিতে সম্পাদনার কাজ করেছিলেন।
প্রসেনজিৎকে ভেবেই ‘আয় খুকু আয়’ মুল চরিত্র পরিকল্পনা করেছিলেন শৌভিক। আর সে অনুসারেই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন সুগত সিংহ। কাহিনীর প্রয়োজনেই ছবিতে বিভিন্ন ভাবে আবির্ভাব ঘটবে প্রসেনজিৎ-এর। সেজন্যে মেক-আপ আর্টিস্ট হিসেবে আছেন সোমনাথ কুন্ডু। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রসেনজিৎ-এর অদ্ভূত লুক ভক্তদেরকে চমকে দিচ্ছে। শ্যূটিং-এর আগেই একদম দারুণ ভাবে চরিত্রের সাথে মানিয়ে গেছেন বুম্বা দা। প্রযোজক জিৎ-ও দ্বিধাহীন চিত্ত্বেই নিশ্চয়তা দিয়েছেন যে, এই মুভিতে বাবা চরিত্রের জন্য প্রসেনজিৎ-এর কোন বিকল্প নেই।
আরও পড়ুন: মাধবন ও সুর্ভিন চাওলা অভিনীত নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘ডিকাপল্ড’
কলকাতা ও বোলপুরকে কেন্দ্র করেই চলতে থাকবে পুরো মুভির শ্যূটিং।‘আয় খুকু আয়’ গানটির নতুন ভাবে চিত্রায়নের দায়িত্বে থাকছেন রণজয় ভট্টাচার্য। চলচ্চিত্রে গানটিতে কন্ঠ দিবেন বর্ষিয়ান কন্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য।
আর দুই মাসের মধ্যেই আসতে যাচ্ছে সিনেমাটির টিজার ও ট্রেলার। সেখানেই ছবিটির চূড়ান্ত আয়োজনের আঁচ পাবেন দর্শকরা।
৩ বছর আগে
এবার প্রসেনজিতের সাথে জুটি বাঁধলেন জয়া আহসান
ঢাকা, ১৩ সেপ্টেম্বর (ইউএনবি)- পরিচালক অতনু ঘোষ ‘ময়ূরাক্ষী’ ও ‘বিনিসুতোয়’ ছবির পর এবার নিয়ে এসেছেন ‘রবিবার’।
৫ বছর আগে