আর 'ময়ূরাক্ষী'র পর ফের একবার পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতে বাংলাদেশের জয়া আহসানের সঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় এই অভিনেতা।
'বিনিসুতোয়' শেষ হতে না হতেই পরের ছবিতে হাত দিলেন অতনু। এমনকি শুটিংও শুরু হয়েছে গত সোমবার থেকে।
এনডিটিভি বাংলাকে পরিচালক অতনু ঘোষ বলেন, কালের নিয়মে বদলেছে বাবা-ছেলের আন্তরিক টান। ছেলে নিজের মতো বিদেশে সেটেল। বাবা একাকী তাকে দেখাশোনার জন্য রাখা হলো অপরিচিত একজনকে। এটা ছিল ময়ূরাক্ষীর বিষয়।
দ্বিতীয় ছবিতে দুজন একে অন্যের অপরিচিত। তারা আজকের দিনে মুখোমুখি হলে কী ধরনের সম্পর্কে বাঁধা পড়েন বা সেই সম্পর্ক কেমন দাঁড়ায়, সেই নিয়ে ‘বিনিসুতোয়’। যার ডাবিং গত মাসে শেষ হয়েছে। সেই ছবি করতে করতেই মনে হয়েছে, হারিয়ে যাওয়া সম্পর্ক ফের সামনে এলে কী ঘটতে পারে সেটাও বলা দরকার দর্শককে। সেই তাগিদ থেকে আগামী ছবি ‘রবিবার’। যেখানে জুটি হিসেবে এই প্রথম দেখা যাবে জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তিনটি ছবিতেই দু-জন করে মানুষ একে অন্যের মুখোমুখি হচ্ছেন। এবং এই পরিবর্তিত সময়কে বাঁধতে গিয়েই এই ট্রিলজি তৈরির ভাবনা।
অতনু ঘোষ বলেন, ‘রবিবার’ নির্মাণ করতে যাচ্ছি। এই ইচ্ছাটা আমার অনেক দিনের ছিল। বিশেষ করে জয়া আহসানকে নিয়ে যখন ‘বিনিসুতোয়’ ছবিটির শুটিং করছিলাম তখন এই ইচ্ছাটা আরও মাথাচাড়া দিয়ে ওঠে।
মঙ্গলবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, জয়া আহসান ও অতনু ঘোষ। সেখানেই ছবিটি নিয়ে নানা ভাবনার কথা তুলে ধরেন তারা।
প্রসঙ্গত, এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'ময়ূরাক্ষী' সেরা বাংলা ছবি হিসাবে ৬৫তম জাতীয় পুরস্কার জিতে নেয়। যেখানে উঠে এসেছিল বাবা ও ছেলের গল্প। অন্যদিকে অতনু ঘোষ পরিচালিত 'বিনিসুতোয়' ছবিতে ইতিমধ্যেই কাজ করছেন জয়া আহসান। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। সম্পর্কের গল্প বলবে এই ছবি।