করোনা রিপোর্ট
চট্টগ্রামে করোনায় নির্বাচনী কর্মকর্তার মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান (৪৫) মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ এলাকা ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৬৪৬৯ শনাক্ত, মৃত্যু ৫৯
তিনি জানান, করোনায় সংক্রমিত হয়ে আতাউর রহমান প্রথমে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।
আরও পড়ুন: করোনা: সিলেটে ১১টি বিধি-নিষেধ জারি করল জেলা প্রশাসন
জানা গেছে, ২৫ মার্চ সর্দি-জ্বর নিয়ে আতাউর রহমান চট্টগ্রাম থেকে ঢাকায় যান। পরে ২৯ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। শুরু থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
দুই সন্তানের জনক আতাউর রহমানের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তার কর্মস্থল চট্টগ্রামে হলেও তার পরিবার ঢাকায় থাকেন। আতাউর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র ছিলেন।
আরও পড়ুন: করোনা: অনির্দিষ্টকালের জন্য মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ
এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন একজন। করোনা শনাক্তের হার ২০ শতাংশ। চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ৩৮৯ জন।
১৪৫০ দিন আগে
ফরিদগঞ্জ থানার ওসি সস্ত্রীক করোনা আক্রান্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও তার সহধর্মিনীর করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে আসা তিনটি প্রতিবেদনের মধ্যে দু’জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এনিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার পাওয়া তিনটি রিপোর্টের মধ্যে দুটি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত ১ হাজার ৮১টি রিপোর্টের মধ্যে ৩১০ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ২৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
১৪৫২ দিন আগে
ওসমানীর করোনা আক্রান্ত ১৫ ইন্টার্নের দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ
করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ শিক্ষানবিশের (ইন্টার্ন) ১৫ জনেরই রিপোর্ট এবার নেগেটিভ এসেছে।
১৭৭৯ দিন আগে