এটুআই
এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিন: উপদেষ্টা নাহিদ
অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিতে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আইসিটি টাওয়ারে এটুআইয়ের প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এই নির্দেশনা দেন।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে। এটুআইয়ের কাজের ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন: বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থাগুলো পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে: ত্রাণ উপদেষ্টা
নাহিদ ইসলাম আরও বলেন, এটুআইয়ের নেওয়া উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে।
বাংলাদেশের যুবসমাজকে তথ্য প্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যে সকল বাংলাদেশি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে তাদের সমন্বয়ে অ্যাডভাইজারি টিম করা হবে। তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে।
দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কার প্রয়োজন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের রাষ্ট্র কাঠামো একব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। তাই রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। আমরা সকলের সঙ্গে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে শহীদের রক্তের প্রতি সম্মান রেখে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, এ আন্দোলনে সাধারণ মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তাদের এ আত্মত্যাগের কথা মাথায় রেখেই কাজ করে যেতে হবে।
অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপ ভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে তারা পরামর্শ দিলে সেটাও আমাদের কাজে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
নাহিদ ইসলাম বলেন, এটুআইয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ ও স্বচ্ছ হয়।
আলোচনাকালে তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলোচনায় এটুআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী
শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ায় ‘বহিরাগতদের’ সতর্ক করেছেন উপদেষ্টা হাসান আরিফ
২২৬ দিন আগে
প্রকিউরমেন্ট ব্যবস্থাপনায় সফলতার জন্য এটুআই পেল ‘আইএসও সনদ’
প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রমে অসাধারণ প্রাতিষ্ঠানিক সাফল্যের জন্য আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) সনদ অর্জন করেছে এসপায়ার টু ইনোভেট-এটুআই এর প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের কাছে এই সনদ হস্তান্তর করেন আইওটিএ বিডি’র চিফ অপারেটিং অফিসার অ্যান্ড প্রিন্সিপাল কনসালটেন্ট কায়সার মাহমুদ।
এসপায়ার টু ইনোভেট-এটুআই-এর উদ্যোগে ‘সাপ্লায়ার রিলেশনশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৩’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বেসরকারি খাতের প্রায় ৫০টি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো সামসুল আরেফিন। এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) আওতাধীন সিপিটিইউ’র (বর্তমান বাংলাদেশের পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটি) মহাপরিচালক (গ্রেড- ১) মো. শোহেলের রহমান চৌধুরী।
সরকারি ক্রয়কারী এবং বেসরকারি সরবরাহকারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি, পারস্পারিক সহযাগিতার মনোভাব, প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান স্থানান্তরসহ দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরি, সাপ্লাই চেইন ও লজিস্টিক ব্যয় কমানো এবং সরকারি সেবার সর্বোচ্চ মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা সহজিকরণে কাজ করে যাচ্ছে। এটুআই সরকারি ক্রয়ের মূলনীতি অনুসরণ করে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করছে। বর্তমানে কিউসিবিএস পদ্ধতিতে গড় অংশগ্রহণকারীর সংখ্যা ১৫টি এবং প্রতিযোগিতার এ হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথাগত প্রকিউরমেন্টের স্থলে এখন উদ্ভাবনী প্রকিউরমেন্ট পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। বিদ্যমান আইন ও বিধি-বিধানের সঙ্গে সংগতি রেখে প্রকিউরমেন্ট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এটুআই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এটুআই এর কনসালটেন্ট প্রকিউরমেন্ট মোহাম্মদ সালাহ উদ্দিনস,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সিপিটিইউ এবং এটুআইসহ বেসরকারি খাতের বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
৫১৯ দিন আগে
করোনা বিষয়ে সচেতনতা ও টিকাদানে সহায়তা করবে ফেসবুক
কোভিড-১৯ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং টিকা নিতে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশের এটুআই, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে ফেসবুক।
১৪৬৬ দিন আগে
ডিজিটাল সচেতনতা অর্জনে চালু হলো ‘উই থ্যিংক ডিজিটাল’
ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক তৈরিতে দেশে চালু হয়েছে ‘উই থ্যিংক ডিজিটাল’ প্রোগ্রাম।
১৫৭৬ দিন আগে
কোভিড-১৯: ডব্লিউআইটিএসএ গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এটুআই
কোভিড-১৯ সংকট মোকাবিলায় নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম ‘কোভিড-১৯ টেলিহেলথ সার্ভিস’-এর জন্য তথ্যপ্রযুক্তি শিল্পের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন ডব্লিউআইটিএসএয়ের স্বীকৃতি পেয়েছে এটুআই।
১৬০৯ দিন আগে
৮ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে অনলাইন প্রর্দশনী
আন্তদেশীয় সাংস্কৃতিক বৈচিত্র্য বিনিময়ের লক্ষ্যে আট দেশের শিক্ষকদের অংশগ্রহণে সোমবার অনলাইনে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ শীর্ষক এক প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।
১৬৪৯ দিন আগে
ইউনিয়ন পর্যায়ের অফিসও ই-নথি ব্যবহারের অধীনে আসছে: পলক
ডিজিটাল সেবা জনগণের হাতের মুঠোয় এনে দিতে এবার ১৮ হাজার উপজেলা অফিস এবং ইউনিয়ন পর্যায়ের ৪০ হাজার অফিসকেও উচ্চগতির ইন্টারনেটের অধীনে এনে সেখানেও ই-নথি ব্যবহারের অধীনে আনতে কাজ করছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
১৭০০ দিন আগে
কোভিড-১৯: চাকরি হারানোদের জন্য সরকারের ৯ কোটি ডলারের বিশেষ ত্রাণ পরিকল্পনা
করোনাভাইরাস সংকটের কারণে চাকরি হারিয়ে যারা নতুন করে অসহায় হয়েছেন তাদের জন্য সরকার প্রায় ৯ কোটি ডলারের বিশেষ ত্রাণের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী
১৮০৬ দিন আগে