চলচ্চিত্র নির্মাতা
ছন্দে ফেরার অপেক্ষায় চলচ্চিত্র শিল্প
গত কয়েক মাস ধরে বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টরে নানা পরিবর্তন হচ্ছে এবং অস্থিরতা বিরাজ করছে। বাদ যায়নি চলচ্চিত্র অঙ্গনও। তবে এখানে পরিস্থিতি এখনও অস্থির থাকায় অংশীদাররা অনিশ্চয়তার মুখোমুখি।
এই শিল্পের ব্যবসায়িক দিক কখন স্বাভাবিক হবে-এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় সিনেমাপ্রেমী, প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, সংগীত শিল্পী, কারিগরী সদস্য, হল মালিক, পরিবেশক এবং এমনকি সাংবাদিকরাও।
দুয়েকটি ব্যতিক্রম ঘটনা ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বরাবরই ঈদ ও উৎসবকেন্দ্রিক। তবে চলতি বছর এ শিল্পের জন্য সবচেয়ে কঠিন বছরগুলোর মধ্যে একটি।
ঢালিউডের মেগাস্টার শাকিব খান অভিনীত 'তুফান' কোরবানির ঈদে বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। তবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে শেখ হাসিনার শাসনের পতন ঘটার পর অস্থিরতার কারণে থমকে যায় ঢাকার সিনেমা পাড়া।
রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের এই সময়ে চলচ্চিত্রের শুটিং ও প্রদর্শনী বন্ধ হয়ে যায়। ৫ আগস্ট দেশের বেশ কয়েকটি সিনেপ্লেক্স ও সিনেমা হল ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা
এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দীর্ঘদিনের সেন্সর বোর্ড ভেঙে দিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়। এছাড়া দেশের চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা শুরু হয় এবং এর পরপরই আরও কয়েকটি কমিটিও গঠন করা হয়।
এর মধ্যে সাতটি নতুন ঘোষিত কমিটি হলো-পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র অনুদান কমিটি, শর্ট-ফিল্ম অনুদান কমিটি, পূর্ণ-দৈর্ঘ্য এবং স্বল্প-দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য স্ক্রিপ্ট নির্বাচন কমিটি, পূর্ণ-দৈর্ঘ্য এবং স্বল্প-দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য উপকমিটি এবং ফিল্ম সার্টিফিকেশন আপিল কমিটি।
তবে দেশের রাজনৈতিক পালাবদলের পর চলচ্চিত্র সেক্টর কার্যত স্থবির হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে অর্থ বিনিয়োগে সাহস পাচ্ছেন না নির্মাতারা। এ কারণে অনেক শিল্পী ও কলাকুশলী বর্তমানে বেকার এবং অসহনীয় অর্থনৈতিক সংকটে রয়েছেন।
মানসম্পন্ন বাংলা চলচ্চিত্র এবং দর্শকের অভাবে সিনেমা হল মালিক ও মাল্টিপ্লেক্সগুলোও ভুগছে।
গত কয়েক বছরে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, 'পরাণ', 'হাওয়া', 'সুরঙ্গ', 'প্রিয়তমা', 'রাজকুমার'সহ বিভিন্ন ছবির টিকিটের লম্বা লাইন দেখা গেছে। এসব সিনেমা ব্যবসায়িকভাবে সফল ছিল বলেও জানিয়েছেন প্রেক্ষাগৃহ ও হল মালিকরা।
তবে গত কয়েক মাস ধরে মানসম্মত বাংলাদেশি ছবি না থাকায় মাল্টিপ্লেক্সগুলোতে চলছে বিদেশি সিনেমা। সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবের মতো কয়েকটি হল ও প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পরিবর্তিত প্রেক্ষাপটে এক ধরনের হুমকি তৈরি হয়েছে। এটি হলগুলোতে দর্শকের পর্যাপ্ত উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এ প্রসঙ্গে চলচ্চিত্র সমালোচক, চিত্রনাট্যকার ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি ইউএনবিকে বলেন, ‘দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের পরিবেশের উন্নতির জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার। অকার্যকর বিধিবিধান এবং দুর্নীতির মতো অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। তবে আমরা আশাবাদী যে সংস্কারের জন্য এটিই সঠিক সময়।’
তিনি আরও বলেন, ‘জাতীয় চলচ্চিত্র অনুদান কোন সিনেমাগুলো পাবে তা আরও নির্দিষ্টভাবে নির্বাচন থেকে শুরু করে, একটি কেন্দ্রীয় ই-টিটিটিং সিস্টেম প্রতিষ্ঠা করা, যাতে সব অংশীদার তাদের ন্যায্য পাওনা পায়; আমাদের এই শিল্পের পূর্ণাঙ্গ রূপান্তরের প্রয়োজন।’
খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান-ইন্ডিয়া সিনেমা 'দরোদ' (হিন্দিতে 'দর্দ')। এটি হলে সিনেমাপ্রেমীদের ভিড় জমাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
অনন্ত মামুন পরিচালিত সিনেমাটি ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাবে এবং একইসঙ্গে বিশ্বব্যাপী ২০টি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
২ সপ্তাহ আগে
সরকারি আমলাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার চলচ্চিত্র নির্মাতার প্রতিবাদ
কথা সাহিত্যিক জাকির তালুকদারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দেওয়া নিয়ে সরগরম গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম । এরই মধ্যে একজন সরকারি আমলা কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় ক্ষোভ ও হতাশ হয়ে প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার মনজুরুল ইসলাম মেঘ।
রবিবার (২৮ জানুয়ারি) বাংলা একাডেমি ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ই-মেইলে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
গত ২৪ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে বাংলা একাডেমি।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বাংলা একাডেমি পুরস্কার-২০২৩ এ কথাসাহিত্যে পুরস্কারের জন্য নূরুদ্দিন জাহাঙ্গীরের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ড. জাহাঙ্গীর আলম নামে একজন সরকারি কর্মকর্তা (অতিরিক্ত সচিব পদমর্যাদা) হিসেবে কর্মরত।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র
ই-মেইলে তিনি আরও বলেন, ‘২০১৯-২০২০ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্র অনুদান দেয়। গেজেট নম্বর ১৫.০০.০০০০.০৪১.২৪.০০১.২০.১৩৮ ওই গেজেটের সিরিয়াল নম্বর ১৬ বিলডাকিনি চলচ্চিত্রের পরিচালক হিসেবে গেজেট ঘোষণার আগে তৎকালীন তথ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি আমার সাক্ষাৎকার নিয়ে আমার নাম মনজুরুল ইসলাম পরিচালক হিসেবে উল্লেখ করেছেন। অথচ জাল-জালিয়াতির মাধ্যম ড. জাহাঙ্গীর আলম তার ক্ষমতার অপব্যবহার করে পরিচালকের পদ থেকে আমাকে বঞ্চিত করে উক্ত গেজেটের সিরিয়াল নম্বর ৩ এ উল্লেখিত ফজলুল কবীর তুহিনকে দিয়ে বিলডাকিনি ও গাংকুমারী নামে দুটি সিনেমা নির্মাণ করেছেন, যা চলচ্চিত্র অনুদান আইনবিরোধী। বিলডাকিনি চিত্রনাট্য আমার রচিত এবং আমার নামে কপিরাইট অধিদপ্তরে নিবন্ধিত হয়েছে। কপিরাইট নিবন্ধন নম্বর ঈজখ-২৩৪৫৮। অথচ নূরুদ্দিন জাহাঙ্গীর আমার সৃজনশীল কর্ম অবৈধ ভাবে আংশিক পরিবর্তন করে সিনেমা নির্মাণ করে কপিরাইট আইন লঙ্ঘন ও সৃজনশীল কর্ম চুরির অপরাধ করেছেন। সরকারী অর্থ আত্মসাতের জন্য নূরুদ্দিন জাহাঙ্গীর নিজের স্ত্রী খাতিজা বেগম মিতাকে বিলডাকিনি চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক এবং ঘনিষ্ঠবন্ধু আব্দুল মমিন খানকে প্রযোজক বানিয়ে সরকারি অর্থ উত্তোলন করেছেন। আব্দুল মমিন, তথ্য গোপন করে অসাধু পন্থা অবলম্বন করে যোগ্যতা ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে চলচ্চিত্র অনুদান হস্তগত করেছেন, এই বিষয়ে বিগত ২০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সময় টিভির একটি সংবাদ প্রচারিত হয়েছে। এছাড়াও জাতীয় গণমাধ্যম সমূহে বিলডাকিনি চলচ্চিত্রের অনিয়ম নিয়ে একাধিক সংবাদ প্রচারিত হয়েছে।’
আরও পড়ুন: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছে ৭৪ দেশের ২৫২ সিনেমা
এ ঘটনার পর ন্যায় বিচার ও সৃজনশীল কাজের স্বীকৃতি ও প্রাপ্য সম্মান-অধিকার চেয়ে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একাধিক চিঠি দিয়েছেন বলে জানান। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছিলেন উল্লেখ করে মনজুরুল ইসলাম বলেন, ‘সেটির একটি রিসিভ কপি আমার কাছে আছে, বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। আমার অপর একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য পুলিশ প্রশাসন আমার বক্তব্য নিয়েছেন, সেটির চূড়ান্ত ফলাফল এখনো আমি পাইনি।’
প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা নূরুদ্দিন জাহাঙ্গীর, যার বিরুদ্ধে সৃজনশীল জালিয়াতির বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি, তাকে বাংলা একাডেমি কর্তৃক পুরস্কার দেওয়া হলে বাংলা একাডেমির সুনাম ক্ষুণ্ন ও সরকারের ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করেন এ চলচ্চিত্র পরিচালক। একই সঙ্গে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন।
মনজুরুল ই-মেইলে পাঠানো প্রতিবাদে বলেন, ‘অতএব বিষয়টি আমলে নিয়ে বিলডাকিনি চলচ্চিত্র অনুদানে আমার অধিকার ও ন্যায় বিচার না হওয়া পর্যন্ত এবং নূরুদ্দিন জাহাঙ্গীরের বিরুদ্ধে আনিত অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নূরুদ্দিন জাহাঙ্গীরের বাংলা একাডেমি পুরষ্কার প্রদান স্থগিত করে এবং কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীরের পুরস্কার পাওয়ার বিষয়ে তার কথাসাহিত্যের মান বিচারের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
আরও পড়ুন: ভারতের চলচ্চিত্র উৎসবে ‘মেঘের কপাট’ পেল ৩ পুরস্কার
৯ মাস আগে
চলচ্চিত্র নির্মাতা জাকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, খ্যাতিমান এই শিল্পীর মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি বলেন, তার সৃজনশীল কাজের মাধ্যমে দেশবাসী তাকে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: জিনাত বরকতউল্লাহ’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের ধ্বংসযজ্ঞ: বাংলাদেশের প্রধানমন্ত্রীর গভীর শোকপ্রকাশ
১ বছর আগে
ভাঙ্গায় তারেক মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার পৌরসদরের নুরপুর গ্রামে তারেক মাসুদ ও বাংলাদেশ ফিল্ম সোসাইটির আয়োজনে গুণী এই নির্মাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধায় জানায় বিভিন্ন সামাজিক সংগঠন।
এর আগে তারেক মাসুদের সমাধিতে তার মা নুরুন্নাহার মাসুদ, স্ত্রী ক্যাথিরিন মাসুদসহ ঢাকা চলচ্চিত্র সভা, এশীয় শিল্প ও সংস্কৃতি সভা, বাংলাদেশ শর্ট ফ্লিম ফোরাম, ভাঙ্গা উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এ উপলক্ষে আয়োজিক এক আলোচনা সভায় বক্তব্য দেন প্রখ্যাত নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন বাচ্চু, জহিরুল ইসলাম কচি, রাশেদ চৌধুরী, জাহিদুর রহিম অঞ্জন, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রমুখ।
প্রয়াত এ নির্মাতা সস্পর্কে স্মৃতিচারণ করেন তারেক মাসুদের ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শিল্প নির্দেশক ঢালী আল মামুন, তারেকের সহধর্মিণী ক্যাথিরিন মাসুদ, শর্ট ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, লেখক মফিজ ইমাম মিলন।
কবি চঞ্চল আশরাফের সঞ্চালনায় এ সময় তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী,বাবুল আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, সাইদ মাসুদ প্রমুখ আরও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জুকা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
পড়ুন: তাজউদ্দীন আহমদ দেশের সবচেয়ে অন্ধকার সময়ে পাশে দাঁড়িয়েছিলেন: সিআরআই
নিউইয়র্কে প্রথম ইংরেজি মঞ্চ নাটকে তাসনুভা আনান
২ বছর আগে
ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার
ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দেশটির একাধিক সংবাদপত্রে এ তথ্য জানানো হয়েছে।
এই নিয়ে গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় পরিচালক হিসেবে পুলিশ পানাহিকে গ্রেপ্তার করেছে।
পানাহির আগে গ্রেপ্তার হওয়া অন্য দুই ইরানি চলচ্চিত্র নির্মাতা হলেন মোহাম্মদ রাসউলফ ও মোস্তফা আল-আহমাদ।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্রোহীদের ওপর সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ায়, দেশের নিরাপত্তা ভঙ্গ করার অভিযোগে কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করেছে।
ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা পানাহি সোমবার সন্ধ্যায় তেহরানে প্রসিকিউটর অফিসে গিয়েছিলেন গত সপ্তাহে আটক হওয়া তার দুই সহকর্মীর মামলার তথ্য যাচাইয়ের জন্য। তখন নিরাপত্তা বাহিনী তাকেও গ্রেপ্তার করে।
নাম প্রকাশ না করার শর্তে পানাহির একজন সহকর্মী দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি)বলেন, কর্তৃপক্ষ পানাহিকে ইরানের কুখ্যাত এভিন কারাগারে পাঠিয়েছে কয়েক বছর আগে শাস্তির মেয়াদ সম্পন্ন করার জন্য।
২০১১ সালে পানাহিকে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল এবং তাকে ২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তাকে দেশ ত্যাগ করতেও নিষেধ করা হয়েছিল।
যদিও এরপরও পানাহি চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছিলেন।
পানাহি একাধিক উৎসব পুরষ্কার জিতেছেন। ২০১৫ সালে তিনি ‘ট্যাক্সি’ সিনেমার জন্য ‘বার্লিন গোল্ডেন বিয়ার’ উৎসবে পুরস্কৃত হন এবং ২০০০ সালে ‘দ্য সার্কেল’ সিনেমার জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন’ পুরস্কার জেতেন।
বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালকরা জানান, পানাহির গ্রেপ্তারের কথা শুনে তারা ‘হতাশ ও ক্ষুব্ধ’।
তারা আরও বলেন, ‘জাফর পানাহিকে গ্রেপ্তার করা বাকস্বাধীনতা ও শিল্পের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।’
আরও পড়ুন: শিনজো আবের শেষকৃত্য আজ
স্পেনে ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় ৩ জন নিহত
২ বছর আগে
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা তরুণ মজুমদার আর নেই
বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা তরুণ মজুমদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
সোমবার কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান তিনি।
তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানায়, গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার জন্য তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন।
১৯৩১ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণকারী তরুণ মজুমদার ছয় দশকেরও বেশি কর্মজীবনে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
তার সিনেমাগুলোতে বাংলার মধ্যবিত্ত পরিবারের গল্পকে কেন্দ্র করে নির্মিত।
আরও পড়ুন: বলিউড গায়ক কে কে’র চির বিদায়
তিনি ১৯৯০ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পদকে ভূষিত হন।
তরুণ মজুমদার ১৯৫৯ সালে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সুপারহিট চলচ্চিত্র ‘চাওয়া পাওয়া’ পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
তিনি ‘বালিকা বধূ’, ‘কাঁচের স্বর্গ’, ‘কুহেলি’, 'নিমন্ত্রণ', ‘গণদেবতা’, ‘অরণ্য আমার’ এবং ‘দাদার কীর্তি’-এর মতো ব্লকবাস্টার সিনেমা পরিচালনা করেন।
তার স্ত্রী সন্ধ্যা রায় তার নির্মিত ২০টি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল এবং বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা প্রবীণ এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
তৃণমূল কংগ্রেস এক টুইটে লিখেছেন, অপ্রতিরোধ্য কাহিনীর ভিত্তি করে নির্মিত তার উল্লেখযোগ্য কাজগুলো বাংলা সিনেমায় ব্যাপক অবদান রেখেছে।
বাঙালি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইট করেছেন, ‘জেঠুর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা।’
চলচ্চিত্র নির্মাতা সুজয় ঘোষ লিখেছেন, ‘তরুন মজুমদার এগিয়ে যান। আমাদের সেরা গল্পকারদের একজন এবং যাদের চলচ্চিত্র থেকে আমি শিখেছি।’
আরও পড়ুন: আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই
২ বছর আগে
শেষ হলো দশম লিবারেশন ডকফেস্ট
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দশম লিবারেশন ডকফেস্ট আয়োজন শেষ হলো। মঙ্গলবার (১৫ মার্চ) মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে উৎসবের সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতারা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যম উপস্থিত ছিলেন।
এবারের উৎসবে ১৯৬টি দেশ থেকে প্রায় ২২০০টি প্রামাণ্যচিত্র সংগ্রহ করা হয়, যার মধ্য থেকে ৪০টি দেশের ১৪০টি প্রামাণ্যচিত্র এই উৎসবে প্রদর্শিত হয়। অনলাইনে রেজিস্ট্রেশনের পাশাপাশি চলচ্চিত্রপ্রেমিরা মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে সশরীরে চলচ্চিত্র উপভোগ করতে পেরেছেন।
চলচ্চিত্র নির্মাতা ছাড়াও উৎসবে ঢাকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়। শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্যই ছিল তরুণ প্রজন্মের কাছে এই মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্রগুলো তুলে ধরা।
এবারের প্রামাণ্যচিত্র উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনূর্ধ্ব একঘন্টার প্রামাণ্যচিত্রের প্রতিযোগিতা হয় যা তিনটি বিভাগে নির্মাতাদের পুরস্কৃত করা হয়। আন্তর্জাতিক বিভাগে সেরা প্রামাণ্যচিত্র হচ্ছে 'রুম উইদাউট ভিউ' পরিচালক রোজার কোরেলা। এ বিভাগে বিজয়ী চলচ্চিত্র নির্মাতাকে ১০০০ ডলার পুরস্কার দেয়া হয়।
এরপর জাতীয় পর্যায়ের দুটি বিভাগে পুরস্কার দেয়া হয়। এ পুরস্কার বিজয়ী নির্মাতাদের হাতে তুলে দেন লিবারেশন ডকফেস্টের এবছরের বিচারক অভিনয় শিল্পী বন্যা মির্জা এবং শিল্প সমালোচক মোস্তফা জামান। জাতীয় পর্যায়ের সেরা প্রামণ্যচিত্র 'বিচ্ছেদ'। এটির পরিচালক জগন্ময় পাল।
গত দুবছর অনলাইনে এই উৎসব পালনের পর এবারই অফলাইনে ডকফেস্টের আয়োজন করা হয়।
পড়ুন: ৪০ দেশের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী ‘লিবারেশন ডকফেস্ট’ শুরু
২ বছর আগে
ফরিদপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্যে দিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) এ উপলক্ষে তার নিজ জেলা ফরিদপুরের ভাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন সংগঠন ও পারিবারিক আয়োজনে কর্মসূচি পালিত হয়েছে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে বিপরীতমুখী চুয়াডাঙ্গা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।
তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে র গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার নূরপুরে সকাল সাড়ে ১০টায় তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে, উপজেলা প্রশাসন, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, তারেক মাসুদ স্মৃতি কেন্দ্র। এরপর তারেক মাসুদের বাড়ির আঙ্গিনায় ‘তারেক মাসুদের জীবন ও কর্ম’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা রুহুল আসলাম, উদীচী শিল্পগোষ্ঠীর মিয়া বেনজীর আহমেদ, শহীদুল ইসলাম, শারমিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: তারেক মাসুদ-মিশুক মুনিরের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
৩ বছর আগে
করোনা আক্রান্ত ফারুকী, তিশা’র নেগেটিভ
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার (৩১ জুলাই) ফারুকী তার অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করেছেন।
ফারুকী লিখেন, ‘সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ! তাই সবাই দয়া করে নিজের যত্ন নিন এবং আপনার মনোবল দৃঢ় রাখুন।’
পড়ুন: বাঁধাধরা নিয়ম ভেঙে নতুন উচ্চতায় তাসনুভা আনান শিশির
ফারুকীর কোভিড পজিটিভ আসলেও তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নেগেটিভ এসেছে।
তিশা জানান, ফারুকী বর্তমানে বাসায় অবস্থান করছেন এবং তিনি সুস্থ আছেন।
শুক্রবার এই দম্পতির কোভিড পরীক্ষা করা হয়েছিল।
এর আগে, ২৬ জুলাই ফারুকী টিকার প্রথম ডোজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
পড়ুন: সমালোচনার মুখে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ সরিয়ে নিলো সিএমভি
পর্নোগ্রাফি সিনেমা তৈরির অভিযোগে শিল্পা শেঠির স্বামী গ্রেপ্তার
৩ বছর আগে
চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রানা হামিদ মারা গেছেন
চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক রানা হামিদ শনিবার রাতে মারা গেছেন।
৪ বছর আগে