সাইফুল ইসলাম
রিং আইডির পরিচালক গ্রেপ্তার
পনজি স্কিমে জালিয়াতির অভিযোগে বেসরকারি ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে শনিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর আগে ৩০ সেপ্টেম্বর ভাটারা থানায় ১০ জনের নাম উল্লেখসহ মোট ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সিআইডি মামলাটি তদন্ত করছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল তার সংগঠন রিং আইডি ব্যবহারকারীদের কাছ থেকে আমানত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমোদন পায়নি বলে স্বীকার করেছেন।
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ এবং জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে রিং আইডি।
গ্রাহকদের থেকে নেয়া অর্থ অবৈধভাবে যাতে দেশের বাইরে পাচার করতে না পারে সেজন্য রিং আইডির সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্যে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে সিআইডি।
আরও পড়ুন: ধামাকা শপিংয়ের কোন লাইসেন্স ও একাউন্ট ছিল না: র্যাব
ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা
ই-কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চেয়ে হাইকোর্টে রিট
১২৯৫ দিন আগে
কুষ্টিয়ায় মালবাহী ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, বরখাস্ত ১
কুষ্টিয়ায় মালবাহী ট্রেন ও রেলওয়ে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দায়িত্ব এবং কর্তব্যে অবহেলার অভিযোগে রেলওয়ের পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বারখাস্ত করা হয়েছে। সেই সাথে সংঘর্ষের ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যেই দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১৫০৫ দিন আগে
সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মারা গেছেন
নাটোরের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা এড. সাইফুল ইসলাম (৭৬) রবিবার বিকেলে মারা গেছেন।
১৮০৫ দিন আগে