পুলিশের অভিযান
চবির চারুকলায় পুলিশের অভিযান, ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটকের দাবি
চট্টগ্রাম মহানগরীর বাদশা মিয়া সড়কে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা অনুষদের ছাত্র হোস্টেলের একটি কক্ষ থেকে মধ্যরাতে অভিযান চালিয়ে এক ছাত্রীকে আটকের দাবি করা হয়েছে। এছাড়া পাশের আরেকটি কক্ষ থেকে কয়েক গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশ সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
এ সময় শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে আটক করা হয়। পরে অবশ্য মুচলেকা নিয়ে ওই ছাত্রীকে ছেড়ে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নানা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী কোনো অনুমতি ছাড়াই ছাত্র হোস্টেলে অবস্থান করছিলেন। নিয়মানুযায়ী হোস্টেল ওয়ার্ডেনের অনুমতি ছাড়া রাতে কিংবা দিনে কোনো সময়ই ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে প্রবেশ করতে পারবেন না। আটকের পরে ওই ছাত্রী আর এভাবে অবস্থান করবেন না মর্মে মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: ফের আন্দোলনে চবির চারুকলার শিক্ষার্থীরা, মূলফটকে তালা
এদিকে, অভিযানের সময় হোস্টেলের ১০৪ নম্বর কক্ষ থেকে কয়েক গ্রাম গাঁজাও পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে অভিযান চলাকালে ভিডিও ধারণকালে বহিরাগত এক যুবকের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
দীর্ঘদিন থেকে চলমান অচলাবস্থার কারণে আন্দোলন নিয়ে চারুকলা শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
এক পক্ষ প্রশাসনের দাবি মেনে নিয়ে ক্লাস করতে চাইলেও অন্য পক্ষ মূল ক্যাম্পাসে তাদের স্থানান্তরের দাবি না মানলে আমরণ অনশনের হুমকি দেয়। এসময় উভয়পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় পুলিশ নিয়ে অভিযান চালানোর কথা জানিয়েছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ক্লাসে ফেরা নিয়ে চারুকলার শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা এবং বহিরাগতদের উচ্ছেদে এই অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযান চলাকালে রাত ১২টা ৪০ মিনিটের দিকে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এ ছাড়া অপর আরেকটি কক্ষ থেকে কিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চবি’র সাবেক শিক্ষকের মৃত্যু
তবে বিষয়টিকে সাজানো ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের ষড়যন্ত্র বলছেন শিক্ষার্থীদের একাংশ।
তাদের দাবি, ওই ছাত্রী ইনস্টিটিউটের সামনে অবস্থান করছিলেন। পুলিশের গাড়ি ইনস্টিটিউটে প্রবেশ করতে দেখলে ভয় পেয়ে তিনি ছাত্র হোস্টেলে ঢুকে পড়েন।
এ বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী সুসময় বড়ুয়া বলেন, আগে থেকে অবস্থান করছিলেন, এই অভিযোগ মিথ্যা। আমাদের এক জুনিয়র মেয়েকে রিসিভ করে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাদের বান্ধবী হোস্টেলের সামনে অবস্থান করছিলেন। এসময় হুট করেই পুলিশ ও প্রক্টরিয়াল বডি প্রবেশ করে সবাইকে যার যার রুমে চলে যেতে বলেন। এতে আমাদের বান্ধবী ভয় পেয়ে সামনে যে রুমটি পেয়েছে সে রুমেই ঢুকে পড়েন।
গত বছরের ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রশাসন দাবি মানতে ইতিবাচক সাড়া দিলেও পরে ২২ দফা দাবি পরিবর্তন করে হঠাৎ মূল ক্যাম্পাসে ফেরার এক দফা এক দাবিতে রূপ নেয় আন্দোলন। টানা ৮২ দিন ক্লাস-পরীক্ষা বর্জন করে ইনস্টিটিউট অবরুদ্ধ রাখার পর গত ২৩ জানুয়ারি শর্তসাপেক্ষে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন তারা।
কিন্তু শর্তপূরণে কোনো দৃশ্যমান কাজ চোখে না পড়ায় ৩১ জানুয়ারি থেকে ফের ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। অবস্থান কর্মসূচি থেকে ১ ফেব্রুয়ারি আমরণ অনশনের হুমকিও দেয়া হয়।
আরও পড়ুন: চবিতে বিভিন্ন ঘটনায় ১৮ শিক্ষার্থী বহিষ্কার
১ বছর আগে
নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তাদের দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে তাদের দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
পুলিশের অভিযানের সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও উত্তর মহানগর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিএনপির প্রায় ৬০০ নেতাকর্মীকে দলীয় কার্যালয় ও নয়াপল্টন এলাকা থেকে ‘নৃশংসভাবে’ গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশের অভিযানে কার্যালয়ে প্রবেশ করতে ব্যর্থ হয়ে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে বিএনপি কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নেয়া ফখরুল রাত ৮টার দিকে এলাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপি কার্যালয়ের সামনে ফুটপাতে বসে থাকা বিএনপি নেতাকে দেখা গেছে অফিসের ভেতর থেকে দলের অন্য নেতাদের কীভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা অসহায়ভাবে দেখছেন।
আরও পড়ুন: ১০ ডিসেম্বরের সমাবেশ বানচালে নয়াপল্টনে সংঘর্ষ করেছে সরকার: মির্জা ফখরুল
এটা পুলিশের অযৌক্তিক পদক্ষেপ: নয়াপল্টনে সংঘর্ষ নিয়ে ফখরুল
ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে কোনো বিভ্রান্তি নেই: ফখরুল
২ বছর আগে
ঈদযাত্রা: ভোগান্তি কমাতে সরাইলে মহাসড়কে পুলিশের অভিযান
মহাসড়কে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো মানুষদের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিশেষ অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।
বুধবার থেকে চলা এই অভিযানে অংশ নেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, এসআই আরিফ হোসেন খান, কনস্টেবল মোমেন মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: শিগগিরই কমবে যানজট: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিন দুপুরে খাটিহাতা হাইওয়ে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ স্পিডগান দিয়ে যানবাহনের গতি পরীক্ষা করে। ওই সময় মহাসড়কে নিষিদ্ধ যানবাহন সিএনজিচালিত অটোরিকশা, হেলমেড বিহীন মোটরসাইকেল চালকসহ নিয়ম অমান্য করা যানবাহনের চালকদের বিভিন্ন জরিমানা করা হয়।
আরও পড়ুন: ঈদে যানজট এড়াতে সিরাজগঞ্জে নলকা সেতু খুলে দেয়া হবে
এ বিষয়ে ওসি সুখেন্দু বসু বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ নিরাপদে যাতায়াতের জন্য পুলিশ সব সময় মহাসড়কে দায়িত্ব পালন করছে। মহাসড়ক যানজট, ভোগান্তি ও চাঁদাবাজিমুক্ত রাখতে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ সব সময় সঠিক দায়িত্ব পালন করবেন।
২ বছর আগে
বোয়ালখালীতে ৩১ রোহিঙ্গা আটক
চট্টগ্রামের বোয়ালখালীতে মিয়ানমারের ৩১ জন নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা, আমুচিয়া ও কড়লডেঙ্গা পাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা ৩১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসব রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়েরের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: সহায়তা অব্যাহত রাখার আশ্বাস বেইজিংয়ের
কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে বোয়ালখালী উপজেলার পাহাড়ে লেবু বাগানে গোপনে শ্রমিক হিসেবে কাজ করছিল। সেখানে অস্থায়ী শেড বানিয়ে বসবাস করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিপুল স্বর্ণেসহ মুদ্রা উদ্ধার, দম্পতি আটক
৩ বছর আগে
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নাটোরের মার্কেটগুলোতে পুলিশের অভিযান
সামজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নাটোরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়েছে পুলিশ।
৪ বছর আগে