চট্টগ্রামের বোয়ালখালীতে মিয়ানমারের ৩১ জন নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা, আমুচিয়া ও কড়লডেঙ্গা পাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা ৩১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসব রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়েরের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: সহায়তা অব্যাহত রাখার আশ্বাস বেইজিংয়ের
কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে বোয়ালখালী উপজেলার পাহাড়ে লেবু বাগানে গোপনে শ্রমিক হিসেবে কাজ করছিল। সেখানে অস্থায়ী শেড বানিয়ে বসবাস করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিপুল স্বর্ণেসহ মুদ্রা উদ্ধার, দম্পতি আটক