নন্দীগ্রাম
নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি, মূলহোতা গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি চক্রের মূলহোতা আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কাস আলী কাহালু উপজেলার মৃত আজিম উদ্দিন শেখের ছেলে।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ফসলের মাঠে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে একটি মোবাইল নম্বর লিখে চিরকুট ফেলে আসে সংঘবদ্ধ চক্র।
তিনি আরও বলেন, যোগাযোগ করলে মিটার ফেরত দেওয়ার শর্তে টাকা চাওয়া হয়। বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠানোর পরপরই মিটার কোথায় আছে বলে দেন তারা।
আরও পড়ুন: চমেকে চুরি যাওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, আটক ২
এসআই বলেন, মিটার চুরির পর কথা বলা এবং আর্থিক লেনদেন করা মোবাইল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) আদালতে হাজির করা হলে চুরির বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন তিনি। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, ২ নারী আটক
শনিবার নন্দীগ্রাম থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চামটা মৌজার পুনাইল পূর্বমাঠে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইউপি সদস্য ইব্রাহিম আলী মণ্ডলের গভীর নলকূপের মিটার ও ইউসুফ আলী কাজীর মিটার চুরি হয়।
সংঘবদ্ধ চক্র নলকূপের দরজার সঙ্গে মোবাইল নম্বর লিখে চিরকুট রেখে যায়। ওই নম্বরে যোগাযোগের পর নগদের মাধ্যমে সাত হাজার টাকা পাঠানোর পর চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার সরিষা খেতে লুকানো আছে বলে জানায় চক্রের সদস্য।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
সেখানে দুটি মিটার পাওয়া যায়। এই ঘটনায় ইউপি সদস্য ইব্রাহিম আলী থানায় মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে পুলিশ আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়।
তারা আরও বলেন, ‘আপনার মিটার চুরি হয়েছে, মিটার পেতে কল করুন’ এমন বার্তাসহ চিরকুট ফেলে যাওয়ার ঘটনা এ উপজেলায় বেশ আলোচিত।
আরও পড়ুন: চমেকে দুই পরিচ্ছন্নতাকর্মীর মারামারি, ১ জনের মৃত্যু
১০ মাস আগে
নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ভরত চন্দ্র বর্মন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী আলামিন হোসেন (২৫)।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পৌর এলাকার সেলিনা পেট্রোল পাম্পসংলগ্ন ফরিদ ভোলকানাইজিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মন্দির তৈরির কথা বলে কৃষকের বাড়ি ভাঙচুর, মারধরে আহত ৮
নিহত ভরত চন্দ্র বর্মন জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার নওটিকা গ্রামের শীতল চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার নাটোর থেকে ভরত চন্দ্র মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নন্দীগ্রাম ফরিদ ভোলকানাইজিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভরত চন্দ্র বর্মন মারা যান। মোটরসাইকেলে পেছনে থাকা আলামিন হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, ঘটনাস্থল থেকে ভরত চন্দ্রের লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞ: সজীব ওয়াজেদ
করোনা টিকার নিয়ে ৩২ মাস ধরে অসুস্থ সাংবাদিক বিষ্ণু প্রসাদ
১ বছর আগে
নন্দীগ্রামে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক সিএনজিচালক নিহত হয়েছেন।
শনিবার (১০ জুন) ভোর ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: জামালপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩
নিহত সিএনজিচালক শাহাবুল ইসলাম (২৪) রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, একটি মাছ বোঝাই সিএনজিচালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালক মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। অটোরিকশা ও পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষে নিহত ১
টেকনাফে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত ৩
১ বছর আগে
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে রাতের বেলা একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর জানান, ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার) বিকালে দলীয় কার্যালয়ে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এজন্য পুলিশের অনুমতি নেওয়ার জন্য আমরা থানাতে ছিলাম।
তিনি আরও জানান যে ইফতারের পোলাও রান্নার জন্য অফিসে তিনজন আদা, রসুন ও পেঁয়াজ কাটছিল। এমন সময় মুখ বাধা কয়েকজন অফিসে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ও চেয়ার ভাঙচুর করে। আগুনে অফিসের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের গুদাম পরিদর্শক তানভীর হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগেই আগুন নেভানো হয়।’
বগুড়া-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'ঘটনা শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: ২০১৩-১৫ সালের বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ ও সহিংসতার কথা ভুলে যাবেন না: প্রধানমন্ত্রী
১ বছর আগে
বগুড়ায় শিশু হত্যা, কূপ থেকে লাশ উদ্ধার
বগুড়ার নন্দীগ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আব্দুল মুমিন নামের ওই শিশুর লাশ গ্রামের টয়লেটের কূপ থেকে উদ্ধার করা হয়েছে। লাশ এখন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আব্দুল মুমিন নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামের স্কুল শিক্ষক ইদ্রিস আলীর ছেলে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় নিজের ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পরিবারের সদস্যরা জানায়, আব্দুল মুমিন বুধবার সকাল ১০টার দিকে খেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে তার মা। বেলা ১২টার দিকে গ্রামের জাহিদুল ইসলামের টয়লেটের কুয়ার ঢাকনা সরানো দেখতে পেয়ে লোকজন সেখানে যায়।
তারা দেখতে পান কুয়ার মধ্যে একটি শিশুর লাশের মাথা নিচে এবং পা ওপরের দিকে।
খবর পেয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশ হেফাজতে নেন।
কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে হত্যার পর লাশ টয়লেটের কূপে গুম করার উদ্দেশে রাখা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
সোনারগাঁয়ে বাসচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
১ বছর আগে
নন্দীগ্রামে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এ সময় তিন থেকে চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মাঝগ্রাম এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকাল ৩টায় নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে সমাবেশ আহবান করে নন্দীগ্রাম উপজেলা বিএনপি।
আরও পড়ুন: সোনাগাজীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ আহত ৭
অপরদিকে বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে একই সময়ে উপজেলা ও পৌর শ্রমিকলীগ শোকাবহ আগস্ট উপলক্ষে শোকসভার আয়োজন করে। দুই দলের সমাবেশকে ঘিরে বুধবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
দুপুরের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ স্থলে অবস্থান নেয়। দুপুর ২টার পর ছাত্রলীগের একটি মিছিল মাঝগ্রাম দিয়ে আসার পথে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী ও বুড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মন্টু এবং এক ছাত্রলীগ নেতা আহত হয়।
এসময় ৩-৪ টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমাদের আহত দুই নেতার আবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ বলেন, শ্রমিকলীগের শোক সভায় আসার সময় ছাত্রলীগের এক নেতাকে জখম করেছে বিএনপি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই দলের কর্মসূচির কারণে সকাল থেকেই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুপুরের পর উত্তেজনা বাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ এড়াতে রামগড়ে ১৪৪ ধারা জারি
২ বছর আগে
পূজায় নতুন কাপড় না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা!
দুর্গা পুজায় নতুন শার্ট প্যান্ট না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে কলেজছাত্র কনক চন্দ্র (১৮)। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, ছোট কঞ্চি গ্রামের খগেন চন্দ্র দিন মজুরের কাজ করে সংসার চালানোর পাশাপাশি ছেলে- মেয়ের লেখাপড়ার খরচ জোগান। বড় মেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্রী এবং একমাত্র ছেলে কনক স্থানীয় হাটকড়ই ডিগ্রী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী। আর্থিক অনটনের কারণে সোমবার থেকে শুরু হওয়া শারদীয় দুর্গা পূজায় ছেলে কনককে নতুন শার্ট প্যান্ট কেনার টাকা দিতে পারেন নি। সেই অভিমানে মঙ্গলবার ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয় কনক। বাড়ির লোকজন দড়ি কেটে কনককে নামালেও ততক্ষণে মারা যায় সে।
নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল বারী ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: কোলের শিশুসহ ট্রেনের নিচে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
প্রেমিকাকে বাড়িতে ডেকে হত্যার পর প্রেমিকের ‘আত্মহত্যা’
রৌমারীতে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’
৩ বছর আগে
সরকারি চাল চুরির মামলায় নন্দীগ্রামে আ’লীগ নেতা গ্রেপ্তার
সরকারি চাল চুরির কেলেঙ্কারির মামলায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আনিছুর উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা গ্রামের মৃত মনসুর রহমান মাস্টারের ছেলে। তিনি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কেলেঙ্কারি মামলার আসামি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার ফোর্স নিয়ে বুধবার দুপুরে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে পাঠায়।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কেলেঙ্কারি মামলার আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও ৭ জন গ্রেপ্তার
৩ বছর আগে
বগুড়ায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ বছর আগে
বগুড়ায় পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে শুক্রবার বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৪ বছর আগে