নারী ক্রিকেট
নারী ক্রিকেট: অস্ট্রেলিয়ার কাছে আরেকটি বড় পরাজয় বাংলাদেশের
নারী ক্রিকেট সিরিজে এটি স্পষ্ট হয়ে গেছে যে, অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল সব দিকেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের চেয়ে অনেক এগিয়ে। এ কারণে সিরিজ শেষে কঠিন বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ দল। ছয়টি ম্যাচের কোনোটিতেই তারা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সবকটিতেই হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যালিসা হিলি ৪৫ ও তাহলিয়া ম্যাকগ্রা ৪৩ রান করেন। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন নাহিদা আক্তার। তবে, অস্ট্রেলিয়ার রান নিয়ন্ত্রণে রাখতে দলকে সহায়তা করতে পারেননি তিনি।
আরও পড়ুন: নারী ক্রিকেট: সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে সামান্যতম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো অবস্থানে কখনোই ছিল না বাংলাদেশ দল। ১৮ ওভার ১ বল খেলে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় তারা। অধিনায়ক নিগার সুলতানা দলের হয়ে সর্বোচ্চব ৩২ রান করেন।এরপর বাংলাদেশ ধারাবাহিকভাবেই উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত বড় পরাজয়ের মুখোমুখি হয়।
চলতি মাসের শেষ দিকে নিজ দেশের মাঠে ভারতের বিপক্ষে আরেকটি সিরিজ খেলবে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সেই বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: শ্রীলঙ্কার বড় সংগ্রহ, ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
৮ মাস আগে
করোনা: নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আসন্ন নারী বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিতের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৪ বছর আগে