বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আসন্ন নারী বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিতের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
২০২১ নারী বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কায় চলতি বছরের ৩ থেকে ১৯ জুলাই এ বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্বাগতিক নিউজিল্যান্ড ও চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সরাসরি আট দলের বিশ্বকাপের মূলপর্বে খেলবে।
পয়েন্ট তালিকায় শীর্ষ চার নিশ্চিত করা দলগুলো হলো- অস্ট্রেলিয়া (৩৭), ইংল্যান্ড (২৯), দক্ষিণ আফ্রিকার (২৫) এবং ভারত (২৩)।
পয়েন্ট তালিকায় পরের চারটি দলের মধ্যে রয়েছে- পাকিস্তান (১৯), নিউজিল্যান্ড (১৭), ওয়েস্ট ইন্ডিজ (১৩) ও শ্রীলঙ্কা (৫)। এদের মধ্যে নিউজিল্যান্ড স্বাগতিক হওয়ায় সরাসারি বিশ্বকাপ খেলবে।
অন্য তিন দলের (পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা) সাথে বাংলাদেশ ও আয়ারল্যান্ডসহ বাকিদের শ্রীলঙ্কায় ১০ দলের বাছাইপর্ব হওয়ার কথা ছিল।