বন কর্মকর্তা
বনরক্ষীদের ওপর হামলা বরদাশত করা হবে না: পরিবেশ সচিব
বন কর্মকর্তাদের ওপর হামলাকে ‘ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
শনিবার (১৭ মে) সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বন বিভাগের বিট অফিসার মহিদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
‘বনের জমি দখল করতে চাওয়া এক শ্রেণির দুর্বৃত্ত মাঠপর্যায়ের বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যারা দেশের পরিবেশ রক্ষায় কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকালের দায়িত্ব,’ যোগ করেন তিনি।
হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান সচিব। তিনি আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজ নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আরও পড়ুন: আগামী ডিসেম্বর-জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের সাভার সাব-বিটের জমি জবরদখলের চেষ্টা প্রতিহত করতে গেলে বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ ৫ জন বনকর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হন। মহিদুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।
২০২ দিন আগে
সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে: ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ধানসাগর ক্যাম্প এলাকায় লাগা আগুন তিন ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
১৭৬১ দিন আগে
বাউফলে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ
পটুয়াখালীর বাউফলের বন কর্মকর্তা আবুল কালামের বিরুদ্ধে রাতের অন্ধকারে সরকারি গাছ চুরির লিখিত অভিযোগ পাওয়া গেছে।
১৭৮৮ দিন আগে
কুমিল্লায় মেছো বাঘের ৩ শাবক উদ্ধার
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার চানগাঁও নোয়াপাড়া গ্রাম থেকে স্থানীয়ভাবে ‘মেছো বাঘ’ নামে পরিচিত বিরল প্রজাতির তিনটি ফিশিং ক্যাট শাবককে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
২০৩২ দিন আগে