যান চলাচল বন্ধ
পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ
মূল বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের নাওজোড় এলাকায় পুলিশ ও পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেয়।
এক পর্যায়ে তারা গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে ব্যারিকেড বসানোর চেষ্টা করেন।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নারী পোশাক শ্রমিক নিহত
পরে র্যাবসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
বিক্ষোভ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে অস্থিরতা ও বুধবার এক নারী পোশাক কর্মীর মৃত্যুর পর আজ বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
পোশাক কারখানার শ্রমিকরা তাদের মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে ২৩ অক্টোবর থেকে আন্দোলন করছেন।
তাদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ
১ বছর আগে
কুমিল্লায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলায় সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিকে কেন্দ্র করে সোমবার সকালে একই সময়ে বিক্ষোভ মিছিল ও সভা করতে গেলে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আরও পড়ুন: ভারতে দুই ট্রেনের সংঘর্ষে ২৩৩ জন নিহত, ৯ শতাধিক মানুষ আহত
ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১
চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ কমিটি
১ বছর আগে
বিশ্ব ইজতেমা: রবিবার সকালে আবদুল্লাহপুর-ভোগড়া-কামারপাড়ায় যান চলাচল বন্ধ থাকবে
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো এবারও মুসল্লিদের জামাতে আসা-যাওয়া সহজ করতে কিছু ট্রাফিক নির্দেশনা জারি করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, কামারপাড়া রোড, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া সড়কের বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল রবিবার সকাল ৬টা থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
জিএমপি কমিশনার যানজট এড়াতে যাত্রীদের বাইপাস সড়ক ব্যবহার করার অনুরোধ করেছেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার সকালে শুরু হয়ে রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
আরও পড়ুন: দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা: ধর্মীয় ভাবগাম্ভীর্যে অতিবাহিত হচ্ছে দ্বিতীয় দিন
দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা: স্কাউটস ইভেন্ট স্থগিত করলেন প্রধানমন্ত্রী
১ বছর আগে
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে যান চলাচল বন্ধ
ঢাকার নয়াপল্টনে সংঘর্ষ ও পুলিশের অভিযানের পর বুধবার রাত থেকে যান চলাচল ব্যাহত হওয়ায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিজয়নগর ও ফকিরাপুল সংযোগ লাইটিঙ্গেল মোড়ে পুলিশ ব্যারিকেড বসিয়ে পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। বিএনপি কার্যালয়ের সামনে কোনো যানবাহন দেখা যায়নি।
এলাকায় সাঁজোয়া ও পুলিশের গাড়িসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বুধবারের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে দেখা যায়নি।
আরও পড়ুন: নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে বলেন, তবে সকালে ঢাকার আদালতে হাজির হয়ে নয়াপল্টন কার্যালয় পরিদর্শন করার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
আজ সকাল ১০টা পর্যন্ত ওই এলাকার অধিকাংশ অফিস, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়ায় তারা আতঙ্কিত। তাদের নিজ নিজ গন্তব্যে যেতেও অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলেও জানান তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দাবি করেন যে তাদের দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের হামলায় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা নিহত ও শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
এছাড়া দলের কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও উত্তর মহানগর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিএনপির প্রায় ছয় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে ডিএমপি কমিশনার বলেন, বিএনপির লোকজন তাদের দলীয় কার্যালয় থেকে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার জন্যই অভিযান চালানো হয়।
তিনি বলেন, ‘আমরা পুলিশের সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা জোরদার করেছি। তারা (বিএনপি) সমাবেশ করার পূর্বানুমতি নেয়নি।’
আরও পড়ুন: ১০ ডিসেম্বরের সমাবেশ বানচালে নয়াপল্টনে সংঘর্ষ করেছে সরকার: মির্জা ফখরুল
এটা পুলিশের অযৌক্তিক পদক্ষেপ: নয়াপল্টনে সংঘর্ষ নিয়ে ফখরুল
২ বছর আগে
সাভারের আমিনবাজারে ব্রিজে ফাটল: ৩য় দিনের মতো এক পাশে যান চলাচল বন্ধ
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সালেহপুর ব্রিজে ফাটল দেখা দেয়ায় তৃতীয়দিনের মতো সেতুটির এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। যা এ মহাসড়কটিতে তীব্র যানজট তৈরি করেছে।
৩ বছর আগে
ফরিদপুর শহরের কুমার নদের বেড়ি বাঁধে ৩০০ মিটার ধস
ফরিদপুরের পৌর এলাকা গুহলক্ষ্মীপুর ১৭ নং ওয়ার্ডের কুমার নদের বেড়ি বাঁধের তিনশ মিটার অংশ ধসে গেছে।
৪ বছর আগে
ঢাকা-সিলেট মহাসড়কে ৩ জুলাই থেকে ৪দিন যান চলাচল বন্ধ
জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু দিয়ে যান চলাচল চারদিন বন্ধ থাকবে।
৪ বছর আগে
নড়াইলে লোহাগড়া-লাহুড়িয়া সড়কে যান চলাচল বন্ধ
নড়াইল, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- জেলার লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই নামক স্থানে দুটি মালবাহী ট্রাক গর্তে আটকে গত দুদিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে চরম দুর্ভোগ পড়েছে সড়কের সাধারণ যাত্রীরা।
৫ বছর আগে