প্রেস ব্রিফিং
পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার
এ বছর পহেলা বৈশাখ উদযাপনের কর্মসূচি দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে এবং রমজানের কারণে রমনা মেলা প্রাঙ্গণে খাবারের স্টল স্থাপনের অনুমতি দেয়া হবে না।
মঙ্গলবার বাংলা নববর্ষকে সামনে রেখে রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা মহামারির কারণে গত দুই বছর স্থগিত থাকার পর, নববর্ষকে স্বাগত জানানো ঐতিহ্যবাহী এ উৎসব এই বছর সীমিত পরিসরে উদযাপন করা হবে। রমজানের কারণে এবারের নববর্ষ উদযাপন ভিন্ন হবে। কারণ ‘পান্তা ভাত’সহ কোনো খাবারের স্টলের অনুমতি দেয়া হবে না।
আরও পড়ুন: বড়দিন, নতুন বছর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হবে: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার বলেন, বেলা ১১টার মধ্যে ছায়ানটের আয়োজন শেষ করতে বলা হয়েছে। আর দুপুর ২টার মধ্যে রমনা এলাকায় মেলা শেষ করতে বলা হয়েছে যাতে মানুষ এখান থেকে বের হয়ে সহজেই তাদের ইফতার করতে পারে। দুপুর ১টার পরে রমনা এলাকার প্রবেশের সব গেট বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রায় যোগদানের জন্য লোকজনকে চেকিং করতে হবে। মাঝ রাস্তায় চাইলেই কেউ প্রবেশ করতে পারবে না। আর কেউ চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে।
রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকবে। তিনি বলেন, এলাকায় কর্মসূচি চলাকালীন কোনো যানবাহন চলাচল করতে দেয়া হবে না।
তিনি বলেন, মঙ্গলবার ও বুধবার পর্যন্ত পুরো এলাকা সার্চ করা হবে। পাশাপাশি পুরো চত্বর সিসিটিভি ক্যামেরার আওতা ও বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার থাকবে। এছাড়া বোম ডিস্পোজাল ইউনিট ও সোয়াত মোতায়েন করা হবে।
২০০১ সালের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আমরা এ ধরনের হামলার কথা মাথায় রেখে পরিকল্পনা নিয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজনকে উদ্ধারে একটি পৃথক দল প্রস্তুত থাকবে।
আরও পড়ুন: জঙ্গিদের বড় ঘটনা ঘটানোর সক্ষমতা নেই: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার বলেন, ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকের পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।
এলাকায় কোনো খাবারের দোকান থাকবে না বলে মেলা প্রাঙ্গণে ছোট বাচ্চাদের না আনতে তিনি লোকজনকে অনুরোধ করেন।
মুখোশ পরা এবং উচ্চ শব্দ করে এমন বাদ্যযন্ত্র বহন করার অনুমতি দেয়া হবে না, বলেছেন তিনি।
২ বছর আগে
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর: টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে টাইগাররা। শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। এর আগে স্বাগতিক দলের অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান করেছে। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক তামিম ইকবাল এবং লিটন কুমার দাস।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, প্রোটিয়াদের ঘরের মাটিতে তাদের বিপক্ষে ভালো খেলে ইতিহাস পরিবর্তনে মুখিয়ে রয়েছেন তারা।
আরও পড়ুন: দ. আফ্রিকায় ইতিহাস পরিবর্তনে মুখিয়ে বাংলাদেশ: তামিম
বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে তামিম বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের সব সফরই কঠিন ছিল। আমরা সেই ভাগ্য পরিবর্তন করতে চাইছি এবং তা করার জন্য আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং সাহসী হতে হবে।’
এই সিরিজের আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৯ ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে চারটিতে জিতেছে টাইগাররা।
সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। দ্বিতীয়টি জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়াম এবং তৃতীয়টি সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২ সরাসরি দেখুন অনলাইনে
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভেরেইনা, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি।
২ বছর আগে
২,০৭,৫৫০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করেছে এনইসি
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) বুধবার চলতি অর্থবছরের জন্য দুই লাখ সাত হাজার ৫৫০ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে। মূল এডিপির দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা থেকে কমিয়ে এই অনুদান ঘোষণা করা হয়।
এনইসি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ এবং বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী ও সচিবসহ অন্যান্য এনইসি সদস্যরা বৈঠকে অংশ নেন।
এনইসি সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘এনইসি মূল এডিপির আকার ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমিয়ে অনুমোদন করেছে।’
আরও পড়ুন: বীমার সুবিধা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী
নতুন প্রজন্মকে ত্যাগ ও সংগ্রামের কথা জানতে হবে: প্রধানমন্ত্রী
২ বছর আগে
সুন্দরবনে দস্যু দমনে চিরুনি অভিযান চলবে: সাতক্ষীরা পুলিশ সুপার
সুন্দরবনে দস্যু দমনে পুলিশের চিরুনি অভিযান চলবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
৪ বছর আগে
বিএনপি নেতারা আইসোলেশনে থেকে প্রেস ব্রিফিং করে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার বলেছেন, ‘বিএনপির অনেক নেতা আছেন, যারা ঘরের মধ্যে আইসোলেশনে থেকে শুধু প্রেস ব্রিফিং করে, আর সরকারের দোষ ধরে।’
৪ বছর আগে
জীবন-জীবিকা রক্ষায় সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে এগুচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত নিয়ে এগুচ্ছে সরকার।
৪ বছর আগে