বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে টাইগাররা। শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। এর আগে স্বাগতিক দলের অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান করেছে। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক তামিম ইকবাল এবং লিটন কুমার দাস।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, প্রোটিয়াদের ঘরের মাটিতে তাদের বিপক্ষে ভালো খেলে ইতিহাস পরিবর্তনে মুখিয়ে রয়েছেন তারা।
আরও পড়ুন: দ. আফ্রিকায় ইতিহাস পরিবর্তনে মুখিয়ে বাংলাদেশ: তামিম
বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে তামিম বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের সব সফরই কঠিন ছিল। আমরা সেই ভাগ্য পরিবর্তন করতে চাইছি এবং তা করার জন্য আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং সাহসী হতে হবে।’
এই সিরিজের আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৯ ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে চারটিতে জিতেছে টাইগাররা।
সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। দ্বিতীয়টি জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়াম এবং তৃতীয়টি সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২ সরাসরি দেখুন অনলাইনে
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভেরেইনা, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি।