ট্রাক্টরচাপা
কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় দুই বন্ধু নিহত
কুড়িগ্রামের তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার সৌরভ আলী ও প্লাবন মিয়া। তারা দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
স্থানীয়রা জানায়, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা গেলেও গুরুত্বর আহত অবস্থায় প্লাবনকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
১৪ দিন আগে
নরসিংদীতে ট্রাক্টরচাপায় প্রকৌশলী নিহত
নরসিংদীর বেলাবতেতে ট্রাক্টরচাপায় মো. ফয়সাল মোল্লা নামে উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর দিকে উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। তিনি বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে তিনি এ পদে যোগদান করেছিলেন।
স্থানীয়রা জানায়, ফয়সাল মোটরসাইকেল করে যাওয়ার সময় চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের (ইছারমাথা) চাপায় রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, ‘তাকে মৃত অবস্থায় আনা হয়। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।’
আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
বেলাব উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, অফিসের কাজে সকালে বের হন ফয়সাল। ২টা ৫ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’
৮৪ দিন আগে
পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
পঞ্চগড়ে জমি চাষ করার সময় ট্রাক্টরের চাপায় সাদমান হোসেন সাফিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর দিকে পঞ্চগড় জেলা সদরের পঞ্চগড় ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাফিন ওই গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। এ সময় সাফিন গিয়ে ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় পা পিছলে হালের নিচে পড়ে যায়। ট্রাক্টরের চালক পিছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শিশুটির লাশ উদ্ধার করে আনা হয়েছে।
সুরতহাল করার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
১০৭ দিন আগে
গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের বৈঠাখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার গলায় ও হাতে পায়ে শেকল পড়া ছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবল ইসলাম জানান, বুধবার ভোরে গোবিন্দগঞ্জের ঢাকা রংপুর মহাসড়কের বৈঠাখালী নামক স্থানে অজ্ঞাত এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
১২৩ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় সাধন মিয়া (৪০) ও হিমেল (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত সাধন বিকাশের সুপারভাইজার ও হিমেল সেলস অফিসার পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, সোমবার অফিসের কাজের জন্য মোটরসাইকেল নিয়ে বের হন সাধন ও হিমেল। সোমবার বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় পৌঁছালে ট্রাক্টরচাপায় নিহত হন তারা।
ব্রাহ্মণবাড়িয়া বিকাশের পরিবেশক মেসার্স খান সন্সের চেয়ারম্যান মাইনুদ্দিন খান পাশা বলেন, ‘তারা দুজন সুহিলপুর ও খাঁটিহাতা মোড় এলাকায় দায়িত্ব পালনের উদ্দেশে বের হয়েছিলেন। পথে ট্রাক্টরচাপায় নিহত হন।’
আরও পড়ুন: নাটোরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলের আরোহী নিহত
২২৩ দিন আগে
পাবনায় ট্রাক্টরচাপায় শিক্ষার্থীর মৃত্যু
পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ফলার চাপায় মোস্তফা কামাল (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের ঢেপার বিল নামক স্থানে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে চিনিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত মোস্তফা কামাল চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং ডিবিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, হাফিজুর রহমান ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় ট্রাক্টরে বসে থাকা মোস্তফা পড়ে গিয়ে ট্রাক্টরের ফলার চাপায় ঘটনাস্থলেই মারা যায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মোস্তফা ট্রাক্টরের হেল্পার ছিলেন। ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। এটি একটি দুর্ঘটনা।
আরও পড়ুন: বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
সুনামগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
২৭১ দিন আগে
বগুড়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বগুড়ার আদমদীঘি উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরচাপায় আব্দুস সালাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (০৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত আব্দুস সালাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চাঁপাপুর বাজারে যাচ্ছিলেন আব্দুস সালাম। এ সময় মটপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার ও ট্রাক্টরটি আটক করে থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
৩২২ দিন আগে
পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় স্কুল শিক্ষিকা নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন দেয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যশোদা রানী (৩৫) জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নন্দগছ গ্রামের রাজিব চন্দ্র রায়ের স্ত্রী এবং বোদা উপজেলার ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় যুবক নিহত
পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোদা রানী মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুটকি বাড়ি বাজারের সামনে মোটরসাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে যশোদা রানী পাকা সড়কে ছিটকে পড়েন, সঙ্গে সঙ্গে একটি ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয়রা তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাক্টরের চাপায় শিক্ষিকার মৃত্যুর পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তিনি বলেন, লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মাটিবাহী ট্রাক্টরচাপায় যুবক নিহত
চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় যুবক নিহত
৭৬২ দিন আগে
সিরাজগঞ্জে মাটিবাহী ট্রাক্টরচাপায় যুবক নিহত
সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাসপাতাল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত হোসেন (২২) একই উপজেলার পৌর এলাকার ভাদাস পূর্বপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক্টরের চালককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
আরও পড়ুন: হিলি সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকায় মাটিবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময় রাহাতকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা চালকসহ টাক্টরটি আটক করে এবং গুরুতর আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রাশিদুল আজম জানান, আশঙ্কাজনক অবস্থায় রাহাতকে হাসপাতালে নিয়ে আসার পর তার দুই কান ও মুখ দিয়ে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে চালককে উদ্ধার করে আটক ও টাক্টরটি জব্দ করে। সেই সঙ্গে লাশ থানায় আনা হয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে প্রাক্তন স্ত্রীসহ নিহত ৬: শেরিফ
৭৬৪ দিন আগে
রাজশাহীতে ট্রাক্টরচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৪
রাজশাহীর পবা উপজেলার নওহাটায় দুই মোটর সাইকেলের সঙ্গে মাটিবাহী ট্রাক্টরের ত্রিমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন মারা যান। এর আগে তার স্ত্রী ও চার বছরের শিশু কন্যা মারা যান। এ ঘটনায় আব্দুল মান্নান নামের আরেকজন মারা গিয়েছেন।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৮), একই জেলার নিয়ামতপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আক্তার হোসেন (৩৫), তার স্ত্রী বিথি খাতুন (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নাত (৪)।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরেজের সামনে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চার যাত্রী রাস্তার ওপর ছিটকে পড়ে। এরপর মাটিবাহী ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলেই প্রাণ হারায়। মান্নান রাজশাহী থেকে মান্দার দিকে যাচ্ছিলেন। আর আক্তার হোসেনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে তিনিও মারা যান।
ওসি বলেন, আরেকটি মোটরসাইকেলে আক্তার হোসেন ও তার স্ত্রী বিথি খাতুন এবং কন্যা সন্তান মরিয়ম ছিলেন। এদের মধ্যে মরিয়ম ঘটনাস্থলে এবং বিথিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর আক্তার হোসেন চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। তারা তিনজন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিয়ামতপুর থেকে রাজশাহী যাচ্ছিলেন।
ওসি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা যুবক নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১০৪৩ দিন আগে