বেসরকারি টেলিভিশন চ্যানেল
সময় ও একাত্তর টিভির টকশোতে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভির টকশোতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতারা।
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টকশোতে অংশ নেওয়া দলীয় ও কেন্দ্রীয় নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এই দুটি টিভি চ্যানেলের টকশোতে অংশ নেব না।’
আরও পড়ুন: আ.লীগ চাপে বিনয়ী হওয়ার ভান করছে: ফখরুল
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করতে বিভিন্ন ভিডিও দেখাচ্ছে সময় টিভি। চ্যানেলটি শত্রুর মতো আচরণ করছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে।’
এ্যানি বলেন, ‘একাত্তর টিভির টকশো উপস্থাপকরা নিজেদের মতো ঘটনা বর্ণনা করেন। অনেক সময় তারা চতুরতার সঙ্গে আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে অনুষ্ঠান আয়োজন করে।’
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিএনপির
৮৯০ দিন আগে
করোনায় ৭১ টিভির সাংবাদিকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা শুক্রবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
৩২ বছর বয়সী এই সাংবাদিক গর্ভাবস্থা সম্পর্কিত জটিলতায় ভুগছিলেন।
৭১ টেলিভিশন চ্যানেলের বিশেষ সংবাদদাতা পারভেজ রেজা ইউএনবিকে বলেন, ‘রিফাতের স্বামী এবং শাশুড়িও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার সিজারের মাধ্যমে তার সন্তানের জন্ম হয়েছে এবং নবজাতককে নগরীর অন্য একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।
৭১ টেলিভিশন চ্যানেলও তাদের ফেরিফায়েড ফেসবুক পেজে রিফাতের মৃত্যুর সংবাদ শেয়ার করেছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০১ জন মারা গেছেন বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটি ছিল একদিনে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
এর আগে গত বৃহস্পতিবার ৯৪ জন এবং বুধবার ৯৬ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ভাবে ৪ হাজার ৪১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে। নতুন সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭০৭টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৩৬ শতাংশ এবং এ পর্যন্ত ১৩.৮৬ শতাংশ। মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। সুস্থতার হার ৮৪.৭০ শতাংশ।
১৭৩৪ দিন আগে
টিভিক্রম অনুসরণে ব্যর্থ ২ ডিস্ট্রিবিউটরকে জরিমানা
বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার শুরুর তারিখের ক্রমানুসারে প্রচারের সরকারি নির্দেশনা অনুসরণে ব্যর্থ হওয়ায় দুটি ক্যাবল নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানকে পৃথক দুই মামলায় জরিমানা করা হয়েছে।
২০১৬ দিন আগে
রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
২০৬২ দিন আগে
করোনা সংক্রমণ থেকে সাংবাদিক অপুর সেরে ওঠার গল্প
চীনে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৪০ লাখ মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। মানুষের মধ্যে এ ভাইরাসের আক্রমণে জীবনের অনিশ্চয়তা ও মৃত্যুর বোধ ছড়িয়ে পড়লেও বেশির ভাগ আক্রান্ত রোগীই সুস্থ হয়ে উঠছেন। বাংলাদেশে এ রোগে আক্রান্ত হয়ে সেরে ওঠা ও সাধারণ জীবনে ফিরে আসার হার এখন পর্যন্ত প্রায় ১৯ দশমিক ১০ শতাংশ।
২০৭০ দিন আগে