ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে মঙ্গলবার পরিচালিত অভিযানে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুসারে বেঙ্গল গ্রুপের নেশনওয়াইড মিডিয়া লিমিটেড ও মোহাম্মদী গ্রুপের জাদু ভিশন লিমিটেডকে নিয়ম ভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সাথে আলোচনাক্রমে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাবল নেটওয়ার্কে প্রথমে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এবং এরপর বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে তাদের সম্প্রচার শুরুর তারিখের ক্রমানুসারে সম্প্রচারের নিয়ম রয়েছে।
পূর্বে নেটওয়ার্ক অপারেটররা তাদের মর্জি মাফিক চ্যানেলগুলোর ক্রম ঠিক করত এবং প্রথম দিকে স্থান পাওয়ার জন্য, এমনকি কোনো কোনো এলাকায় টিভি চ্যানেল যাতে দেখা যায় সে জন্য অসুস্থ প্রতিযোগিতারও নানা অভিযোগ ছিল।
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে প্রত্যেক জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এটিকে নিয়মের মধ্যে আনা হয়। এ বিষয়টি তদারকির জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে।