উপকূলীয় জেলা
উপকূলীয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে
উপকূলীয় জেলার বেশ কয়েকটি নিচু এলাকা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চর জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার।
শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ু চাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে।
আরও পড়ুন: উপকূলীয় ১৫ জেলার নিম্নাঞ্চল বন্যার ঝুঁকিতে
সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
২ বছর আগে
আম্পানে সুরক্ষিত ভাসানচর: দাতা সংস্থাগুলোর বিরোধিতায় পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, ঘূর্ণিঝড় আম্পানে দেশের উপকূলীয় জেলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হলেও ভাসানচর দ্বীপটি সুরক্ষিত রয়েছে। যদিও এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছিল।
৪ বছর আগে
মঙ্গলবার আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় আম্পান
গতি ও দিক পরিবর্তন না করলে আগামী মঙ্গলবার রাতে বাংলাদেশের উপকূলীয় জেলা সমূহে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
৪ বছর আগে