কন্যা শিশুর জন্ম
কুড়িগ্রামে দু’টি মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে এক দম্পতির ঘরে দু’টি মাথা বিশিষ্ট নবজাতকের জন্ম হয়েছে।
সেকান্দার আলী (৩২) ও আফরোজা বেগম (২২) নামে এই দম্পতি মোগলবাসা ইউনিয়নের ৬নং ওর্য়াডের ব্যাপারি পাড়া গ্রামের বাসিন্দা। সেকান্দার আলী পেশায় একজন মুদির দোকানি।
আরও পড়ুন: কন্যা শিশু জন্ম দেয়ায় তাড়িয়ে দিল স্বামীর পরিবার
জানা গেছে, গত শনিবার ওই দম্পতি কুড়িগ্রামে একটি ডায়গনিস্টিক সেন্টারে পরীক্ষা করে জানতে পারেন তার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত শনিবারেই সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সিজারের মাধ্যমে ওই দম্পতি দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম দেয়। তাদের এটাই প্রথম সন্তান।
আরও পড়ুন: মাকে হত্যা করে বাবা জেলে: ২ শিশুর পাশে কুমিল্লা পুলিশ
সদরের মোগলবাসা বাসা ইউনিয়নের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য (মেম্বার) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার ওর্য়াডের মুদি ব্যবসায়ী সেকেন্দার আলীর স্ত্রী দু’টি মাথা বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম নেয়। সন্তান ও মা সুস্থ আছেন বলে জানতে পেরেছি।’
৩ বছর আগে
মা হলেন পাগলি, বাবা হলেন না কেউ!
‘পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ/পাগলি বলে যায়নি ছেড়ে প্রসব ব্যথার ঢেউ’ জনপ্রিয় একটি কবিতার কয়েকটি চরণের করুণ বাস্তবায়ন হয়েছে শরীয়তপুরে।
৪ বছর আগে