ছুরিকাঘাতে
যশোরে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে নিহত ২
যশোরে পৃথক ঘটনায় এক যুবক ও এক কিশোর ছুরিকাঘাতে খুন হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই নিহত হয়েছেন।
নিহত যুবক ইউনুস (২২) যশোর সদরের ওই গ্রামের সাদ্দামের মোড় এলাকার আব্দুল লতিফের ছেলে।
অপরদিকে শহরের বারান্দি নাথপাড়ায় এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে।
নিহত নাহিদ হাসান (১৭) শহরতলী শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার মোহাম্মদ বাচ্চু মোল্লার ছেলে।
তাদের লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে ছুরিকাঘাতে প্রবাসী খুন, গ্রেপ্তার ২
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউসুফের সঙ্গে বড় ভাবী সুরাইয়ার ঝগড়া হয়। এই ঝগড়ার এক পর্যায়ে ইউসুফ বড়ভাই ইউনুসের বুকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্বজনরা ইউনুসকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, হামলাকারী ইউসুফ মাদকসেবন করতেন। তার বিরুদ্ধে এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে সুরাইয়াকে উত্ত্যক্ত করে আসছিল। এর জের ধরে ঝগড়া ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অপরদিকে, কিশোর গ্যাংয়ের বিরোধে যশোর শহরের বারান্দি নাথপাড়ায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাহিদ হাসান।
স্থানীয় সূত্র জানায়, নাহিদ তার বড়ভাই বোরহানের সঙ্গে শহরের আরএন রোডে মোটরপার্টসের দোকানে ব্যবসা করতো। শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে পূর্ব পরিচিত হাসানকে নিয়ে বারান্দি নাথপাড়া এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় সিনিয়র-জুনিয়র নিয়ে অজ্ঞাত কিশোর গ্যাং গ্রুপের সঙ্গে তাদের বিবাদের সৃষ্টি হয়। আর এই বিবাদের জের ধরে ওই কিশোররা নাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় ছুরিকাঘাতে হাসানও আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। আহত হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক বিরোধে ঘুরুলিয়ায় ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
তিনি আরও বলেন যে অন্যদিকে বারান্দি নাথপাড়ায় কিশোর গ্রুপের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত হয়েছে। দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনা অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে বলে জানান ওসি।
আরও পড়ুন: তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ মাদক ‘ব্যবসায়ী’ গ্রেপ্তার
৭৪০ দিন আগে
বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জহুরুল শাজাহানপুর উপজেলার ফুলতলা চককান পাড়া এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি অ্যাম্বুলেন্স ভাড়ার কাজ করতেন।
আরও পড়ুন:ছুরিকাঘাতে কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান আহত
এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় হোটেল নাজ গার্ডেনের পেছনে চককান পাড়ায় গাড়ির ইন্ডিকেটর ভাঙাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জহুরুল। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে রাত দেড়টার দিকে তিনি মারা যান।
শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:পছন্দের পাত্রীকে বিয়ে করাতে রাজি না হওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা!
মাগুরায় ছুরিকাঘাতে বিজিবি সদস্য নিহত
৯৪৩ দিন আগে
কেরানীগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত মুক্তিযোদ্ধার মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ (৭০) মারা গেছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: শাহরাস্তিতে ১০ মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, রবিবার এলাকায় ইন্টারনেট লাইলের ভাড়া নিয়ে শামসুল হকের সঙ্গে রিপনের কথা কাটাকাটি হয়। এই দ্বন্দ্বে এলাকায় শালিস বসে। নিহত মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ শালিসে বিচারক ছিলেন। এ ঘটনায় রিপন বিচারকের ওপর ক্ষিপ্ত হয়। পরে ওই দিন বিকালে শহিদুল্লাহকে পথে একা পেয়ে রিপন, শামীম ও মমিনসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। এসময় চিৎকার শুনে আবিদ, আসাদুলসহ চার ব্যক্তি বাঁচাতে গেলে তাদেরকেও জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে এলাকার স্বদেশ হাসপাতালে ভর্তি করে। সেখানে শহিদুল্লাহর অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
আরও পড়ুন: গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষ মুক্তিযোদ্ধা নিহত
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত মুক্তিযোদ্ধার হত্যার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১২০৬ দিন আগে
বগুড়ায় যৌতুক নিয়ে বিরোধে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন
জেলার শেরপুরে যৌতুক নিয়ে বিরোধের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের পারভবানীপুর গ্রামে খুনের ঘটনা ঘটে।
মৃত আসাদুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
আরও পড়ুন: সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ ব্যক্তি নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির নিহত আসাদুলের মেয়ে শিমুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক বছর আগে আসাদুলের মেয়ে শিমু বাড়ি থেকে পালিয়ে সাব্বিরকে বিয়ে করে। কিন্তু আসাদুল মেয়ে-জামাইকে মেনে না নিলে বেশ কয়েক দফা শালিস দরবার শেষে ৪-৫ মাস পূর্বে আসাদুল জামাই মেয়েকে মেনে নেন। এরপর জামাই সাব্বির শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে জামাই ও শ্বশুরের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে যৌতুকের টাকা নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসাদুলের বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই সাব্বির পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়েছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: পাবনায় প্রতিবন্ধী ভিক্ষুককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
১৩৭১ দিন আগে
কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
কক্সবাজার সদর উপজেলার মুহুরীপাড়ায় শনিবার সকালে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রকে খুনের অভিযোগ উঠেছে।
১৬০১ দিন আগে
কুমিল্লায় ছুরিকাঘাতে গরু ব্যবসায়ী গুরুতর আহত
জেলার চান্দিনা উপজেলা সদরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. হৃদয় (২৪) নামের এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে।
১৬৫০ দিন আগে
চকবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর চকবাজার এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৬৮৪ দিন আগে
নওগাঁয় ছুরিকাঘাতে যুবক নিহত
নওগাঁ সদর উপজেলার মাদার মোল্লাহাটে ছুরিকাঘাতে মঙ্গলবার রাতে এক যুবক নিহত হয়েছেন।
১৭০৯ দিন আগে
যশোরে ‘তুচ্ছ’ ঘটনায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে যুবক খুন
যশোরের বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় রবিবার দুপুরে ‘তুচ্ছ’ ঘটনায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।
১৭৪৭ দিন আগে
বরিশালে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু, আটক ৭
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ছোট পুইয়াউটা গ্রামে রবিবার সকালে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে।
১৯৩৬ দিন আগে