ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ (৭০) মারা গেছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: শাহরাস্তিতে ১০ মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, রবিবার এলাকায় ইন্টারনেট লাইলের ভাড়া নিয়ে শামসুল হকের সঙ্গে রিপনের কথা কাটাকাটি হয়। এই দ্বন্দ্বে এলাকায় শালিস বসে। নিহত মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ শালিসে বিচারক ছিলেন। এ ঘটনায় রিপন বিচারকের ওপর ক্ষিপ্ত হয়। পরে ওই দিন বিকালে শহিদুল্লাহকে পথে একা পেয়ে রিপন, শামীম ও মমিনসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। এসময় চিৎকার শুনে আবিদ, আসাদুলসহ চার ব্যক্তি বাঁচাতে গেলে তাদেরকেও জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে এলাকার স্বদেশ হাসপাতালে ভর্তি করে। সেখানে শহিদুল্লাহর অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
আরও পড়ুন: গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষ মুক্তিযোদ্ধা নিহত
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত মুক্তিযোদ্ধার হত্যার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।