ছুরিকাঘাতে খুন
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম মহানগরীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে পিন্টু (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য পিন্টুকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, গুরুতর আহত ১
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ছুরিকাঘাতে একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে জানতে পারি, ওই ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
৯৬ দিন আগে
চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
চট্টগ্রামের পটিয়াতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র খুন হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত ১০টার দিকে উপজেলা ছনহরা ইউনিয়নে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
তিনি জানান, টাকা-পয়সা পাওনা লেনদেনের বিষয়ে ১০-১২ জন একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছনহরা গ্রামের নানার বাড়ির সামনে শাহেদুল ইসলামকে উপর্যপুরি ছুরিকাঘাতে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, রাত ১২টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন
৯১৭ দিন আগে
২ বছর আগে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে খুন
কুমিল্লার হোমনায় দুই বছর আগে কথা কাটাকাটির জেরে একজনকে নিজ ঘরের দরজায় ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
২০২৬ দিন আগে