আটক
পটুয়াখালীতে ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে হত্যা: অভিযুক্ত স্বামী আটক
পটুয়াখালীর দুমকিতে ঘুমন্ত অবস্থায় সাবেক স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সামন্ত গ্রামের বাড়ি থেকে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে আটক করে পুলিশ।
আটক আবদুল জলিল একই এলাকার নূর আলীর ছেলে।
বাউফল-দুমকি সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহেদ চৌধুরী বলেন, আমাদের জেলা পুলিশ সুপার ( মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম)'র প্রচেষ্টায় এবং কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে আবদুল জলিলকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।
আরও পড়ুন: রাজধানীতে আটক ২, ফেনসিডিল জব্দ
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাসিয়া গ্রামের বাবার বাড়িতে ঘুমন্ত স্ত্রী ইতি বেগমের গায়ে পেট্রোল দিয়ে আগুন দিলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরে কৌশলে জলিল বাড়ি থেকে পালিয়ে যান। অগ্নিদগ্ধ অবস্থায় ইতিকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়। তবে বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে শুক্রবার (২৭মে) সকাল ৭ টার দিকে ইতির মৃত্যু হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গাঁজা জব্দ,আটক ২
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে দুটি পেট্রোলের বোতল জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর ইতির লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতির বাবা বাদি হয়ে জলিলকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
২ বছর আগে
স্বামীকে ছেড়ে দেবরকে বিয়ে: নারীকে গলাকেটে হত্যা, সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুরে ৩৫ বছরের সংসার ও স্বামীকে ছেড়ে দেবরকে বিয়ে করায় এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত শহরবানু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গ্রামের ফজর আলীর মেয়ে।
আটক খোকন আলী শেখ বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে।
আরও পড়ুন: সাভারে বাসচালককে গলাকেটে হত্যা, ভ্যানচালক আটক
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, প্রায় ৩৫ বছর আগে বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে খোকন শেখ ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা ফজর আলীর মেয়ে শহরবানুর বিয়ে হয়। খোকন ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় কাঁচামালের (সবজি) ব্যবসায়ী হিসেবে স্ত্রী নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাদের সংসারে তিন সন্তানও রয়েছে। এ সুবাধে ভাইয়ের বাসায় আসা যাওয়া করতেন তার ছোট ভাই ফকির আলী শেখ। এতে করে দেবর ভাবীর মধ্যে সখ্যতা গড়ে উঠে। এক পর্যায়ে তারা দু’জন পালিয়ে এসে লক্ষ্মীপুর শহরের সিরাজ মোল্লার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সাবেক স্বামীকে ডিভোর্স দিয়ে শহরবানু নতুন সংসার শুরু করেন।
এক পর্যায়ে ছোট ভাইয়ের কাজে যাওয়ার ফাঁকে বাসায় ঢুকে শহর বানুকে ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেন খোকন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শহরবানুকে গলাকেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খোকন। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রবাসীকে গলাকেটে হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, পুলিশ হত্যাকারীকে আটক করেছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
জলাশয় দখল: নাটোরে সহিংসতার ঘটনায় আটক ৬
নাটোরের লালপুরে সরকারি জলাশয় দখলকে কেন্দ্র করে সহিংসতা ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে র্যাব-পুলিশ। শনিবার এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উপজেলার করিমপুর রেলগেট থেকে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। তারা হলেন, এরশাদ, মন্টু, সিদ্দিক, সজিব,আব্দুর রহমান ও লুৎফর রহমান।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
শনিবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান খান জানান, শুক্রবার রাতে উপজেলার করিমপুর রেলগেট এলাকা থেকে এরশাদ, মন্টু ও সিদ্দিক নামে তিন জনকে আটক করে তারা। একই বিষয়ে অভিযান চালিয়ে সজিব, আব্দুর রহমান ও লুৎফর রহমান নামে আরও তিন জনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট: আটক ১
শুক্রবার (২৯ অক্টোবর) লালপুর উপজেলার ঈশ্বরপাড়া এলাকার একটি খাস জলাশয়ের দখল নিয়ে সহিংসতার ঘটনায় মোখলেছ নামে একজন নিহত হয়। ভাঙচুর, লুটপাট ও পুড়িয়ে দেয়া হয় বেশ কিছু বাড়ি।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে জামাইকে গাছে বেঁধে নির্যাতন, শাশুড়ি আটক
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া জামাইকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ভাংবাড়ি গ্রাম থেকে শাশুড়িকে আটক করা হয়।
ভুক্তভোগী নাসিরুল ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্র জানায়, একই এলাকার করিমুল ইসলামের মেয়ে কেয়ামনির (১৮) সাথে নাসিরুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্ক চলাকালে গত ৯ সেপ্টেম্বর দু’জন গোপনে বিয়ে করে ও নারায়ণগঞ্জে অবস্থান করে।
আরও পড়ুন: গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সিআইডি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার
এদিকে, বিয়ের পর ছেলের পরিবারকে মেয়েকে ফিরিয়ে দিতে চাপ দেয় মেয়ের পরিবার বিয়ে মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে ছেলের বাবা, চাচা এবং মেয়ের বাবা ও ফুপা মিলে ছেলে ও মেয়েকে বাসায় নিয়ে আসে। ছেলে ও মেয়ে নিজ নিজ বাসায় অবস্থান করে। এ অবস্থায় গত ২০ সেপ্টেম্বর নাসিরুল শশুর বাড়িতে বেড়াতে গেলে তাকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নাসিরুলকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর বুধবার (২২ সেপ্টেম্বর ) রোগীকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: দেবিদ্বারে কিশোরীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪
এ ঘটনায় নাসিরুলের বাবা খলিলুর রহমান বাদী হয়ে রাণীশংকৈল থানায় চার জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে শুক্রবার মেয়ের মাকে আটক করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, নাসিরুলের বাবার লিখিত এজাহারের প্রেক্ষিতে মেয়ের মাকে বাড়ি থেকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে শিশু নির্যাতন: কারখানা মালিকসহ আটক ৪
৩ বছর আগে
বেনাপোলে আন্তর্জাতিক কিডনি পাচারকারী চক্রের সদস্য আটক
কিডনি বিক্রির উদ্দেশে বেনাপোল দিয়ে ভারতে পাচারের জন্য আনা এক পাসপোর্ট যাত্রীকে (ভিকটিম) উদ্ধার ও পাচারে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি।
আটক আনিছুর রহমান (২৭) গাজিপুর জেলার মোল্লাবাড়ি রোড, হাউজপাড়া, ১৭/১১ গাজীপুর সিটি করপোরেশন এলাকার ফজলুল হকের ছেলে।
উদ্ধার হওয়া যাত্রী- মো. ইউনুছ আলী (৩৬) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ঢুকুরিয়াবেড়া গ্রামের ইদ্রিস আলী মন্ডলের ছেলে। তার (পাসপোর্ট নং-ইএম-০৭৪৮৫৮৫)।
আরও পড়ুন: করোনা: ঠাকুরগাঁও সীমান্তে সংক্রমণ বৃদ্ধি, বিজিবি টহল জোরদার
বৃহস্পতিবার রাতে বিজিবি সংবাদ বিজ্ঞপতিতে কিডনি পাচারকারী আটকের বিষয় নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনুছের ল্যাগেজ থেকে কুমিল্লা জেলার বল্লভপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে রুনা বেগম (পাসপোর্ট নং-এ-০০৫৪৭৮৮৮) নামে এক নারীর পাসপোর্ট উদ্ধার করা হয়। কাজের প্রলোভন দেখিয়ে ইউনুছ আলী নামে ওই যাত্রীকে আনিছুর রহমান ভারতে পাচার করছিল চুরি করে কিডনি বিক্রির জন্য।
ভুক্তভোগী ইউনুছ আলী বলেন, আমাকে এক বছরে ৩ লাখ ৭০ হাজার টাকার কাজের চুক্তিতে ভারত পাঠাবে বলে আনিছুর আমাকে নিয়ে এসেছে । এরপর বিজিবির হাতে আটক হওয়ার পর জানতে পারি আমার শরীর থেকে চুরি করে কিডনি বিক্রি করার জন্য আনিছুর আমাকে ভারতে পাঠাচ্ছে। ভারতে যেতে রাজী না হলে গত বুধবার ঢাকায় একটি হোটেলে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে ঢাকা থেকে বিমানে করে যশোর আনে। যশোর থেকে প্রাইভেট কারে করে বেনাপোল নিয়ে আসলে আমি বিজিবিকে দেখে ঘটনা খুলে বলি। আর ওই নারীর পাসপোর্ট আনিছুর আমার কাছে দিয়েছে ভারতে যেখানে যাব তাদের কাছে দিতে। ভারতে আমাকে যেখানে পাঠাবে সেখানে নিয়ে যাওয়ার জন্য ভারতের পেট্রাপোল চেকপোষ্টে লোক অপেক্ষা করছে। আমি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করি।
আরও পড়ুন: শিমুলিয়া ঘাটে শৃঙ্খলা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন
পাচারকারী আনিছুর রহমান জানান, তার সাথে তার কোম্পানির লোকের কিডনি দেয়া বাবদ চুক্তি হয় উক্ত টাকায়। সে মোতাবেক তাকে আমি বেনাপোল এগিয়ে দেয়ার জন্য নিয়ে এসেছি। এছাড়া আমার কিছু জানা নেই।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, পাচারকৃত যাত্রীর কথা শুনে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা পাচারকারীকে আটক করেছে। ভিকটিমসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল পুটখালী সীমান্তে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, একজন কিডনি পাচারকারীকে শুক্রবার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
৩ বছর আগে
গাজীপুরে হেরোইনসহ দুই ‘মাদক ব্যবসায়ী’ আটক
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে বুধবার সন্ধ্যায় বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ বছর আগে
যশোরের ফেনসিডিলসহ সাংবাদিক পরিচয় দেয়া যুবক আটক
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে সোমবার রাতে ফেনসিডিলসহ সাংবাদিক পরিচয় দেয়া এক যুবককে আটকের কথা জানিয়েছে পুলিশ।
৪ বছর আগে