বুথ
সিলেটে এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট
সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় শনিবার ভোররাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাইবার হামলার আশঙ্কায় এটিএম বুথের কার্যক্রম সীমিত
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, উপজেলার শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি শাখা রয়েছে। একই ভবনের নিচতলায় সায়রা কমিউনিটি সেন্টারের পাশে রয়েছে ব্যাংকটির একটি এটিএম বুথ। শনিবার রাত ৪টার দিকে ডাকাত দলের সদস্যরা বুথের সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা নিয়ে যায়। ভোরে স্থানীয়রা গার্ডকে এ অবস্থায় দেখে থানায় খবর দেন।
আরও পড়ুন: এটিএম বুথে কার্ড দিলেই পাওয়া যাবে বিশুদ্ধ পানি
তবে এই ব্যাপারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক আশরাফুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুন: কুমিল্লায় এটিএম বুথ থেকে টাকা লুট, মামলা
১৫৬১ দিন আগে
পুলিশের উদ্যাগে নাটোরে করোনা পরীক্ষার বিশেষ বুথ স্থাপন
নাটোর, ০৫ মে (ইউএনবি)- করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দ্রুত এবং অধিক পরিমাণে নমুনা পরীক্ষার লক্ষ্যে নাটোরে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে পুরাতন সদর হাসপাতালে দু'টি বুথের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ আগের দিনের চেয়ে বেড়ে প্রায় ৪৫ ভাগে উঠেছে। আগের দিনে যা ছিল ২৯ ভাগ।
আরও পড়ুন: বাগেরহাটে প্রথম পর্যায়ে ৩৩ বুথে দেয়া হবে করোনার টিকা
আপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে চার জন এবং উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন।
শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর
তিনি জানান, মৃতদের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও রাজশাহীর তিনজন রয়েছেন।
১৬৬০ দিন আগে
বাগেরহাটে প্রথম পর্যায়ে ৩৩ বুথে দেয়া হবে করোনার টিকা
করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাগেরহাটে ১১১টি বুথ প্রস্তুত করা হলেও, প্রথম পর্যায়ে ৩৩ বুথে কোভিড-১৯ টিকা দেয়া হবে বলে জানিয়েছে কৃর্তপক্ষ।
১৭৭৯ দিন আগে
করোনার নমুনা সংগ্রহে প্রেস ক্লাবে বুথ চালু
করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্যে ব্র্যাকের সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাবে নমুনা সংগ্রহের বুথ চালু করা হয়েছে।
২০৪২ দিন আগে