নিউ মার্কেট
নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ, জরিমানা আদায়
রাজধানীর নিউ মার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।এ সময় অবৈধভাবে দোকান নির্মাণ করার দায়ে ১০টি দোকানকে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এর যৌথ নেতৃত্বে সোমবার ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: সড়ক ও ফুটপাত থেকে ডিএনসিসির ৪০০ দোকান উচ্ছেদ
অভিযানে মার্কেটের ভেতরে হাঁটা-চলার রাস্তা, বিদ্যমান বৈধ দোকানের সামনে অবৈধভাবে নির্মিত দোকান-পাট ও কমন স্পেসে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান প্রসঙ্গে ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, ‘মার্কেটে আসা ক্রেতারা সাধারণ যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে মেয়রের নির্দেশনা অনুযায়ী নিউমার্কেটের ভেতরের ফুটপাত, বারান্দা ও কমন প্লেসে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়াও এ সময় নতুন করে অবৈধ আর কোনও দোকান-পাট নির্মাণ না করতে মাইকিং করা হয় এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা করার বিষয়ে সতর্ক করা হয়।’
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকশ দোকান উচ্ছেদ
২ বছর আগে
মেয়র তাপসকে নিয়ে অবমাননাকর ফেসবুক পোস্ট: ২ জনের বিরুদ্ধে মামলা
নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দুই ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।
এর আগে ১৮এপ্রিল মধ্যরাতে এবং পরবর্তী সময়ে, নিউমার্কেট এলাকায় নিউমার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে একজন ডেলিভারি ম্যান এবং একজন ব্যবসায়ী নিহত এবং সাংবাদিকসহ প্রায় ৪০ জন আহত হয়।
সংঘর্ষের ঘটনায় ১৩০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
২ বছর আগে
রাজধানীর চাঁদনী চক মার্কেটে আগুন
রাজধানীর নীলখেত এলাকায় নিউমার্কেটের বিপরীতে চাঁদনী চক মার্কেটে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৪ বছর আগে
কোভিড-১৯: নিউ মার্কেটে জীবাণুনাশক টানেল স্থাপন, পুনরায় ব্যবসা শুরু
মুসলমানদের বৃহত্তম উৎসব ঈদুল ফিতরের আগে ব্যবসা পুনরায় চালু করার জন্য চারটি জীবাণুনাশক টানেল স্থাপন করেছেন নিউ মার্কেট মালিক সমিতি।
৪ বছর আগে