নাজমুল হোসেন শান্ত
হাসানের তিন শিকারে চেন্নাই টেস্টে টাইগারদের গর্জন
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ঘণ্টায় তিন উইকেট শিকার বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদের।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে এই সিদ্ধান্ত বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হাসানের প্রথম শিকার হন রোহিত শর্মা। বল ব্যাটের কোণায় লেগে বল গিয়ে পড়ে অধিনায়ক শান্তর হাতে। ছয় রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।
এরপর ফুল লেংথ ডেলিভারিতে শুভমান গিলকে আউট করেন হাসান। উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে শুন্য রানে মাঠ ছাড়েন ওয়ান ডাউন ব্যাটার।
দুই উইকেট পাওয়ার পর দুর্দান্ত বোলিংয়ে হাসান নিয়ে নেন বিরাট কোহলির মোস্ট ওয়ান্টেড উইকেট। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে বল তুলে দেন কোহলি। সাজঘরে ফেরার আগে ছয় রান করেন তিনি।
ম্যাচের প্রথম ঘণ্টায় তিন উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে লড়লেন যশস্বী ও ঋষভ। ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৮ রান।
বাংলাদেশের প্রথমে বোলিং করার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ক্রিকেট বোদ্ধারা। কেননা ১৯৮২ সালের পর এই প্রথম কোনো দল চেন্নাইয়ে টেস্টে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। তবে প্রথম ঘণ্টায় হাসানের দুর্দান্ত বোলিংই প্রমাণ করে দিলো টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভুল হয়নি।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
৩ মাস আগে
সৌম্যকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচেও টস জিতেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তবে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আগের দুই ম্যাচে রান তাড়া করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। স্লো এই উইকেটের আচরণও বেশ বুঝতে পেরেছে তারা। সে কথাই ঝরল মার্করামের কণ্ঠে।
‘শুরুতে ব্যাট করব। কারণ এটি পরিচিত উইকেট। যদি খুব বেশি পরিবর্তন না হয়ে থাকে, তাহলে আমরা (রানের) লক্ষ্য দিয়ে তা আটকে দিতেও পারব।’
আরও পড়ুন: প্রোটিয়াদের বিপক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ
তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রায় সব দলই শুরুতে ব্যাটিংয়ের দিকে ঝুঁকেছে। এ ধরনের উইকেটে বিশেষত শেষ ১০ ওভার গুরুত্বপূর্ণ। আর রান তাড়া করা নিঃসন্দেহে কঠিন হবে।’
ব্যাটারদের ফর্মহীনতার বিষয়টিও এসময় তুললেন তিনি। বলেন, ‘আমাদের অবশ্যই ফর্মে ফিরতে হবে। আমিও এই দলে পড়ি। মাথা ঠিকঠাকই আছে, সময়ের ব্যাপার মাত্র।’
নেদারল্যান্ডসের বিপক্ষে নামানো একাদশ নিয়েই দক্ষিণ আফ্রিকা মাঠে নামছে বলে জানান তিনি।
অপরদিকে, টস জিতলে শুরুতে বোলিংই করতেন বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা গুরুত্বপূর্ণ একটি জয় পেয়েছি। এই ম্যাচের আগেও ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে। আশা করছি, ভালো ফল আসবে।’
দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারকে বিশ্রাম দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সৌম্যর পরিবর্তে আজ জাকের আলী খেলছে।’
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্টকিয়া, ওটনিয়েল বার্টম্যান।
আরও পড়ুন: বোলিংয়ে ফিরেছেন শরিফুল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বিবেচনায়’
৬ মাস আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘গেম চেঞ্জার’ হতে পারেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায়। শিরোপার জন্য যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে লড়াই চলবে ২০টি দেশের। ক্রিকেটের এই ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও নিজেদের যোগ্যতার ছাপ রাখতে বদ্ধপরিকর টাইগাররা। বাংলাদেশ দলে এমন কয়েকজন তারকা খেলোয়াড় আছেন যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে নিজেদের পক্ষে নিতে পারেন।
এদিকে মূল আসরের ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দলের জন্য বিশ্বকাপের আগে এই হার এক প্রকার সতর্কবার্তাই বলা যায়।
যদিও তরুণ প্রতিভা এবং অভিজ্ঞ সঙ্গীদের নিয়ে গড়া শান্তর এই দল, যে খেলোয়াড়রা এরইমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে তাদের দক্ষতা প্রমাণ করেছে।
ব্যাটিংয়ে চোখ রাখলে, বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন তানজিদ হাসান তামিম, যিনি ইনিংসের শক্ত ও গতিময় শুরু দেওয়ার দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন: শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
৭টি টি-টোয়েন্টিতে ১২০-এর বেশি স্ট্রাইক রেটে ৩টি হাফ সেঞ্চুরি তার। এই অল্প সময় হয়তো তার সম্ভাবনাকে পুরোপুরি মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয়, কিন্তু বিশ্বমঞ্চে মূল্যবান সম্পদ হয়ে ওঠার প্রতিশ্রুতি দেখিয়েছেন তানজিদ। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
টপ অর্ডারে তানজিদের পর লিটন দাসও হয়ে উঠতে পারেন বিধ্বংসী শক্তি। বিগত কিছু খেলায় ফর্মের অবনতি দেখা গেলেও এই ডানহাতি ব্যাটার আত্মবিশ্বাসী যে একটি ভালো ইনিংস তাকে তার ছন্দে ফিরিয়ে নিয়ে আসবে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজেও ফর্মে ফিরতে লড়াই করেছেন লিটন। ছন্দে ফিরতে লড়াইয়ের পরও মনে রাখতে হবে, ৮২টি টি-টোয়েন্টিতে ১২৫ ওভার স্ট্রাইক রেটে ১৮০০-র বেশি রান করেছেন লিটন। শুরুটা ভালো করতে পারলে নিজের দিনটিতে যেকোনো বোলিং রক্ষণভাগ গুঁড়িয়ে দিতে পারেন তিনি।
ব্যাটিং অর্ডারে আরেক সম্ভাবনাময় তারকা তৌহিদ হৃদয়। ডানহাতি এই ব্যাটার এরই মধ্যে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে কিছু দুর্দান্ত খেলেছেন এবং সুযোগ পেলেই এগিয়ে যাওয়ার প্রত্যয় দেখিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দেওয়ার আশা শান্তর
টপ অর্ডার ব্যর্থ হলে বাংলাদেশের পরবর্তী ভরসা হয়ে উঠতে পারেন তৌহিদ। তিনি ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে আগামীতে অনেকবারই সুদিনের দেখা মিলতে পারে বাংলাদেশ দলের। ২২টি টি-টোয়েন্টিতে ১৩০-এর বেশি স্ট্রাইক রেট তৌহিদের, নামের পাশে রয়েছে দুটি হাফসেঞ্চুরি।
লোয়ার অর্ডারে ব্যাট ও বল দুই হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ হোসেন। জাতীয় পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা অল্প কয়েকজন লেগ স্পিনারের মধ্যে তিনি একজন এবং তার ভালো খেলার প্রমাণ অনেকবারই দিয়েছেন তিনি। তার সবচেয়ে বড় সম্পদ ক্লিন শট মারার ক্ষমতা।
১৭ ম্যাচে ৭ ইনিংসে ১৩৫-এর বেশি স্ট্রাইক রেটের ব্যাটিংয়ের পাশাপাশি বোলার হিসেবে ১৫ উইকেটও নিয়েছেন রিশাদ। লেট অর্ডারে প্রতিপক্ষ বোলারদের দুঃস্বপ্ন হতে পারেন তিনি। আবার বল হাতে যেকোনো সময় উইকেটে ধস নামাতে পারেন। কিছু খরুচে হলেও অনন্য প্রতিভা বলা যায় তাকে।
এবারের বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের ওপরও চোখ থাকবে সবার। কেন না সম্প্রতি চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিজ প্রমাণ করে দিয়েছেন যে এখনো ফুরিয়ে যাননি তিনি, এখনো দেওয়ার আছে অনেক কিছু। আইপিএলে প্রথমবারের মতো নিয়েছেন চার উইকেট।
এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েন। এই সফল পারফরম্যান্স বিশ্বকাপে তাকে অনুপ্রাণিত করবে।
বিশ্বকাপের ময়দানে পা রাখতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে দুজনই সতর্ক অবস্থানে থেকে নিজেদের নিয়ে আশা জানিয়েছিলেন। তবে এই তারকারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপ দারুণ একটি টুর্নামেন্ট হতে পারে।
আরও পড়ুন: সীমিত প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছে টাইগাররা
৬ মাস আগে
বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দেওয়ার আশা শান্তর
বিশ্বকাপের জন্য টাইগারদের স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ নাম সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু টাইগার শিবিরে কেন, বিশ্বকাপ ক্রিকেটের ক্ষুদ্রতম এ সংস্করণে সবচেয়ে অভিজ্ঞদের তালিকায় রয়েছেন এ দুজন।
এমন দুই অভিজ্ঞ অলরাউন্ডার দলে থাকায় তাই কিছুটা বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবার আসন্ন বিশ্বকাপই এ দুজনের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না টাইগার অধিনায়ক। তাই বিশ্বকাপে ভালো পারফর্ম করে সাকিব ও মাহমুদউল্লাহর জন্য তা স্মরণীয় করে রাখতে চান শান্ত। এ জন্য দলের তরুণ খেলোয়াড়দের তাগিদ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮টি আসরের সবগুলো খেলেছেন সাকিব। এবার নবম আসর খেলতে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। সাকিব ছাড়া এখন পর্যন্ত হওয়া সবকটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ক্রিকেটার আছেন কেবল রোহিত শর্মা। এদের পাশে আছেন মাহমুদউল্লাহও। ২০২২ বিশ্বকাপ ছাড়া ৭টি আসরেই অংশ নিয়েছেন তিনি।
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে এই দুজনের সম্ভাব্য শেষ বিশ্বকাপের কথা উঠতেই শান্ত বললেন, ‘আমি জানি না এটা তাদের (মাহমুদউল্লাহ ও সাকিব) শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে কি না, এটা কেবলই অনুমান।
‘তারা এত লম্বা সময় ধরে খেলছেন, তরুণ ক্রিকেটার আমরা যারা আছি, তারা অবশ্যই চেষ্টা করব তাদের ভালো স্মৃতি উপহার দিতে। ভালো একটি বিশ্বকাপ শেষ করে আমরা তাদের উপহার দিলাম…. আমাদের (তরুণদের) জন্য এটি অবশ্যই দায়িত্ব।’
আরও পড়ুন: সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক
সাকিব-মাহমুদউল্লাহর কাছ থেকে প্রত্যাশা জানতে চাইলে শান্ত বলেন, ‘আমরা সাকিব ভাই ও রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি কিছু চাই না। তারা যদি তাদের ভূমিকা অনুযায়ী পারফর্ম করতে পারেন, দল অবশ্যই সুবিধা পাবে। আমরা চাই, তারা তাদের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের মাঝে বিলিয়ে দিক, যেন দলের উন্নতি হয়।’
দলের ভারসাম্য রক্ষায় সাকিব এখনও মহাগুরুত্বপূর্ণ। ব্যাট হাতে সেরা সময় এখন আর না থাকলেও বল হাতে তাকে এখনও বলা যায় দেশের সেরা। মাহমুদউল্লাহও গত কয়েক মাসে নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেছেন দারুণভাবে। তাই শান্তর মতো দেশের ক্রিকেটপ্রেমীরাও বিশ্বকাপে তাদের দিকে অনেকটাই চেয়ে থাকবে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে: বাংলাদেশ অধিনায়ক
৭ মাস আগে
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেটে সোমবারের এই ম্যাচ দিয়েই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন নাজমুল হোসেন শান্ত।
এই দুই দলের শেষ পাঁচ ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা জিতেছিল তিনটি আর বাংলাদেশ দুটি। ঐতিহাসিকভাবে, শ্রীলঙ্কা বাংলাদেশের জন্য একটি কঠিন প্রতিপক্ষ ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে লঙ্কার সিংহদের সামনে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবেই হাজির হচ্ছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের আগে, শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড বলেছিলেন, তারা মনে করেন এই সিরিজে দল হিসেবে তারা ভালো পজিশনে আছে। তবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
এই ম্যাচে জাকের আলীর হাতে টি-টোয়েন্টি ক্যাপ তুলে দেয় বাংলাদেশ। আলিস ইসলাম ইনজুরিতে আক্রান্ত হয়ে স্কোয়াড থেকে বাদ পড়ার পর তাকে দলে যোগ করা হয়। জাকের মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলবেন, এমনটা আগেই ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল।
বাংলাদেশ তিন পেসার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম ও লেগ-স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়ে মাঠে নেমেছে। একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, কামিন্দু মেন্ডিস, চরিথ আশালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
৯ মাস আগে
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: সাকিবহীন একাদশে সৌম্যকে গুরুত্বপূর্ণ বিবেচনা শান্তর
নিউ জিল্যান্ডের ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ ডিসেম্বর থেকে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
তিন ম্যাচের এই সিরিজে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সৌম্য সরকারকে একাদশে অন্তর্ভুক্ত করার জোর দাবি করেছিলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ঘরের মাঠে বাংলাদেশ কিউইদের সঙ্গে ওয়ানডেতে জয়ী হলেও, নিউ জিল্যান্ডের মাটিতে সিরিজ জয় এখনও অধরাই রয়ে গেছে।
সিরিজটি বাংলাদেশকে তাদের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় লেখার নতুন এনে দিয়েছে।
তবে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
ইনজুরিতে ভুগছেন সাকিব, একইসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আসন্ন সাধারণ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এছাড়া বিভিন্ন কারণে তামিম ও মাহমুদউল্লাহও বাদ পড়েছেন।
নিউ জিল্যান্ড দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি, বাংলাদেশকে তাদের নিজ দেশের তুলনায় দেশটির ঠান্ডা আবহাওয়ার সঙ্গেও লড়াই করতে হবে।
শান্ত অবশ্য অনাকাঙ্ক্ষিত আবহাওয়া নিয়ে তেমন কোনো উদ্বেগ আছে বলে মনে করছেন না।
তিনি জোর দিয়ে বলেছেন, এটি কারো নিয়ন্ত্রণে নেই। এই চ্যালেঞ্জগুলো থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ নিউ জিল্যান্ডে সিরিজ জিততে বদ্ধপরিকর হবে বলে দৃঢ় বিশ্বাস তার।
নিউ জিল্যান্ডে আগের সফরগুলোর কথা স্মরণ করে, শান্ত সাদা বলে সিরিজ জয় করতে না পারার আক্ষেপের কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত
তবে বর্তমান দলের সক্ষমতা নিয়ে আশাবাদী তিনি।
শান্ত বলেন, ‘আমি বিশ্বাস করি এই দলের কাছে নিউ জিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারানোর প্রয়োজনীয় সামর্থ্য আছে। আমরা সবাই বিশ্বাস করি এবার আমাদের ভিন্ন ফলাফল হবে।’
সিরিজে সৌম্যকে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের কৌশলে একটি উল্লেখযোগ্য মাত্রা যোগ করেছে।শান্ত সৌম্যের ভূমিকার কথা, বিশেষ করে সাকিবের অনুপস্থিতিতে তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শান্ত ব্যাখ্যা করেছেন, ‘যেহেতু সাকিব এই সিরিজে নেই, তাই সৌম্যর বোলিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। টিম ম্যানেজমেন্ট এই বিষয় বিবেচনা করে তাকে অন্তর্ভুক্ত করেছেন।’
এই সিরিজের আগে নিউ জিল্যান্ডে বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ ২০১৫ তে ১৭টি ওয়ানডেতে ম্যাচে স্বাগতিক ও স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল। এর মধ্যে স্কটল্যান্ডের বিরুদ্ধে শুধু একটি জয় পেয়েছিল।
আশা করা হচ্ছে আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য নিউ জিল্যান্ডের মাটিতে তাদের আখ্যান নতুন করে লেখার সুযোগ করে দেবে।
আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা
১ বছর আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত
চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবি মিডিয়া লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে জালাল বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন শান্ত।
বিশ্বকাপে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়লে শান্ত দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
আঙুলের চোটের কারণে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অনুপস্থিত সাকিব আসন্ন টেস্ট সিরিজেও থাকবেন না।
ওপেনার লিটন দাসকেও এক মাসের ছুটি দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি একটি শিশুকন্যার বাবা হয়েছেন।
জালাল বলেন, ‘লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছিল, আমরা এক মাস মঞ্জুর করেছি।’
অন্যদিকে, বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যালান ডোনাল্ড।
শিগগিরই নতুন পেস বোলিং কোচ নিয়োগ দেবে বিসিবি।
আরও পড়ুন: বিসিবিকে বিদায় জানালেন বাংলাদেশ দলের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস
বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালান ডোনাল্ড
১ বছর আগে
লিটন বিশ্রামে, নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শান্ত
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস না থাকায়, নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে।
ম্যাচটি ২৬শে সেপ্টেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের সিনিয়র দলকে নেতৃত্ব দেবেন শান্ত।
তিনি এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ এ দল এবং অন্যান্য বয়সভিত্তিক দলগুলোর নেতৃত্ব দিয়েছেন।
লিটনের পাশাপাশি তামিম ইকবালকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ইনজুরির কারণে নেওয়া বিরতি থেকে ফিরে শেষ ম্যাচে বাঁ-হাতি ওপেনার একটি উল্লেখযোগ্য ৪৪ রান করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ: ফাইনাল ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকতে পারেন
এই ম্যাচের জন্য বাংলাদেশ বেশ কিছু পরিবর্তন এনেছে। কিছুটা বিরতির পর দলে ফিরছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
তাদের জন্য পথ সুগম করতে গত ম্যাচের স্কোয়াডে থাকা কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।
তারা হলেন-সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও খালেদ আহমেদ।
নিউ জিল্যান্ড বনাম তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, আনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মাহমুদ।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে কমান্ডিং জয় পেল নিউ জিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ে বাংলাদেশ
১ বছর আগে
হ্যামস্ট্রিং ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন শান্ত
এশিয়া কাপ-২০২৩ অভিযানে একের পর এক বাধা আসছে বাংলাদেশ দলের ওপর। এবারে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হঠাৎ যাত্রা থেমে গেল টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তর।
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে আলোচনায় ছিলেন তরুণ এই ব্যাটার। দুঃখজনকভাবে টুর্নামেন্টে থাকতে পারবেন না তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে শান্ত তার দক্ষতার পরিচয় দিয়েছিলেন দুর্দান্তভাবে ৮৯ রান সংগ্রহ করে।
দ্বিতীয় ম্যাচে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যদিয়ে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি অর্জন করেন।
শান্ত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে ভাঙ্গা হৃদয়ের একটি ইমোজি দিয়ে লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশীর ব্যথায় ভুগছি এবং এই টুর্নামেন্টে আর খেলব না। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।'
আরও পড়ুন: এশিয়া কাপে লিটন দাসের যোগ দেওয়ার বিষয়ে কিছু জানেন না বিসিবি সভাপতি
জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজেদুল ইসলাম খান এ বিষয়ে বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় শান্ত হ্যামস্ট্রিং ব্যথা অনুভব করেছিলেন এবং ফিল্ডিং করতে পারেননি। তার পেশি ছিঁড়ে যাওয়া নিশ্চিত করতে আমারা একটি এমআরআই স্ক্যান করেছিলাম।’
তিনি আরও বলেন, শান্তর সুস্থতা নিশ্চিত করতে তাকে এশিয়া কাপ থেকে প্রত্যাহার করা হয়েছে এবং পুনর্বাসন শুরু করতে ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, আরেক টপ-অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাস লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এর আগে জ্বরের কারণে তিনি স্কোয়াডে যোগ দিতে পারেননি। কিন্তু তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: এশিয়া কাপ: মেহেদি-শান্তর সেঞ্চুরি, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড রান
এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ
১ বছর আগে
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ
রানের বড় ব্যবধানে বড় টেস্ট জয়ের জন্য যেন মঞ্চ তৈরি করাই ছিল এবং বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেনি।
দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে স্বাগতিকদের জয় নিশ্চিত করতে আট উইকেটের প্রয়োজন ছিল, আর অবশিষ্ট দুই দিনে ৬০০-র বেশি রান করার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান।
আফগানিস্তান পিছিয়ে পড়তে থাকায় বাংলাদেশ ৫৪৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে, যা ১৯৩৪ সালের পর টেস্ট ইতিহাসে একটি রেকর্ড ভাঙা জয়। কারণ সেসময় অস্ট্রেলিয়া ওভালে ইংল্যান্ডকে ৫৬২ রানে পরাজিত করেছিল। ফলে, এই শতাব্দীর রানের দিক থেকে এটিই হচ্ছে সবচেয়ে বড় জয়।
আট উইকেট হাতে রেখে দিন শুরু করলেও সকালের সেশনেই সবকটি হারায় আফগানিস্তান।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে বড় জয়ের আশা বাংলাদেশের
আফগানিস্তানের পক্ষে রহমত শাহ সর্বোচ্চ ৩০ রান করেন, অন্য কোনো আফগান ব্যাটসম্যান ২০ রান স্পর্শ করতে পারেনি।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩৭ রান দিয়ে ৪টি এবং শরীফুল ইসলাম ৩টি উইকেট নেন।
নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮২ রান তোলে বাংলাদেশ।
অভিষেকম্যাচে নিজাত মাসুদ আফগানিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন। দ্বিতীয় আফগান বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
জবাবে আফগানিস্তান ১৪৬ রানে অলআউট হয়ে যায় এবং পেসারদের অনুকূলে থাকা পিচে ইবাদত হোসেন বাংলাদেশের পক্ষে চারটি উইকেট নেন। ফলস্বরূপ, প্রথম ইনিংসে ২৩৪ রানের লিড পায় বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: ৩৭০ রানে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ
শান্ত দ্বিতীয় ইনিংসে তার শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখে আরও একটি সেঞ্চুরি করেন। মুমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৪২৫ রান করে আফগানিস্তানকে ৬৬১ রানের বিশাল লক্ষ্য দেয়।
এই কঠিন লড়াইয়ের মুখোমুখি আফগান ব্যাটসম্যানরা যথাযথ মনোবলের সঙ্গে তাদের ব্যাটিংয়ের দিকে এগিয়ে যেতে ব্যর্থ হয় এবং তৃতীয় দিনের শেষ সেশনে দুটি উইকেট হারায়।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে গোল্ডেন ডাকে আউট করেন শরীফুল ইসলাম। পরের ওভারে আবদুল মালিকের উইকেট নেন তাসকিন আহমেদ।
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী জুলাইয়ে বাংলাদেশে আসবে আফগানিস্তান।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: নিজাতের পাঁচ উইকেটে প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট বাংলাদেশ
১ বছর আগে