পারিবারিক কবরস্থান
কুমিল্লায় পারিবারিক কবরস্থানে জবি ছাত্রী অবন্তিকার দাফন সম্পন্ন
শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে ফেইসবুকে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় কুমিল্লা সরকারি কলেজে জানাজা শেষে শহরতলীর শাসনগাছা মাহাজন বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
জানাজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান, সহযোগী অধ্যাপক নুরুন নাহার মজুমদার, মুনিরা জাহান,কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আনোয়ারুল হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নূরুর রহমানসহ নিহতের স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা অংশ নেন।
এদিকে, এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবন্তিকার নিজ জেলা কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা সদরের ঠাকুরপাড়া এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা। তাৎক্ষণিকভাবে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকায় দূতাবাসে কর্মরত স্প্যানিশ নাগরিকের আত্মহত্যা
স্ত্রী ও ২ মেয়েকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা
৯ মাস আগে
মানিকগঞ্জে অটোরিকশার চাপায় আ’লীগ নেতার মৃত্যু
সিংগাইরের মানিকনগর-বাস্তা সড়কে অটোরিকশার চাপায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
৪ বছর আগে