কিশোর নিহত
কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কিশোর নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে রাজু হোসেন নামের এক কিশোর নিহত হয়েছেন।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে এই ঘটনা ঘটে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এখনও তা জানা যায়নি।
নিহত রাজু (১৮) ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। তিনি পদ্মা নদীর চরে বালুরঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘রাজুর বুকের বাঁ পাশে গুলি করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সোমবার রাতে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
৩৫ দিন আগে
সিলেটে ছুরিকাঘাতে কিশোর নিহত
সিলেটে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে শাওন আহমেদ নামে এক কিশোর নিহত হয়েছে।শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সাগরদীঘির পার এলাকায় এ ঘটনা ঘটে।
শাওন আহমেদ (১৭) নগরীর বনকলাপাড়ার বাসিন্দা ও হবিগঞ্জ সদরের মোহাম্মদ পুরের সেলিম মিয়ার ছেলে। শাওন ও তার ভাই নগরের বন্দরবাজার সুরমা মার্কেটে প্রিন্টিংয়ের ব্যবসা করতেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিছুদিন ধরে নগরের বাগবাড়ি ও সাগরদিঘি পাড়ের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে কিশোরদের সিনিয়ররা বিষয়টি সমাধান করে দেয়। তবুও ভেতরে-ভেতরে ক্ষোভ চলছিল।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ির কয়েকজন সাগরদীঘির পাড়ে এসে শাওনকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে শাওন মারা যায়।
আরও পড়ুন: বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
১৫০ দিন আগে
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় সায়েম আলী নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম আলী (১৬) পাবনার সাথিয়া উপজেলার গোটেংরা গ্রামের নজরুল ইসলাম প্রামানিকের ছেলে।
নিহত সায়েম এক্সেভেটরের (ভেকু) সহকারী হিসেবে কাজ করতেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, সায়েম আলী খালকুলা বাজার এলাকায় ভেকু মেশিনের সহকারী হিসেবে কাজ করত। বৃহস্পতিবার ভোরে কাজে যাওয়ার পথে ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সায়েম আলীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের বিরোধিতা ভাইয়ের
ময়মনসিংহে বাসচাপায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সিএনজির ৩ যাত্রী নিহত
৩৫৫ দিন আগে
সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত
সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও রোডে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত ও আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় কুমারগাঁও রোডের টুকেরবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রাজিব (১৪)। সে জালালাবাদ থানার টুকেরবাজারের তালুকদারপাড়া গ্রামের সমছুল হকের ছেলে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
এ দুর্ঘটনায় আহত দুজন হলেন-টুকেরবাজারের তালুকদারপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে ফয়সল আহমদ (২৫) ও মোটরসাইকেল চালক মৃত আব্দুস শহিদের ছেলে মুহিবুর রহমান (৩৫)।
জালালাবাদ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. খালেদ মামুন বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।
এসময় আহত অপর দুই জনকে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
৬৯৮ দিন আগে
চাঁদপুরে নৌ-দুর্ঘটনায় এক কিশোর নিহত, নিখোঁজ ২
চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী একটি লঞ্চ মাছ ধরার নৌকার ধাক্কায় রবিবার রাতে ১৫ বছর বয়সী এক জেলে নিহত ও দুইজন নিখোঁজ হয়েছে।
চাঁদপুর হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, নিহত আব্দুল জলিল (১৫)।
নিখোঁজ জেলেরা হলেন- মতিন ভূঁইয়ার ছেলে মো. রিয়াদ (১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মো. মোক্তার (১৮)। জেলেদের মধ্যে গফুর বেপারীর ছেলে মো. ফারুক (২০)কে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাহ বাজারের বাসিন্দা। পরে আশঙ্কাজনক অবস্থায় ফারুককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, রবিবার রাতে হরিণা এলাকায় নদীতে মাছ ধরছিলেন ওই চার জেলে। একপর্যায়ে ঘন কুয়াশার কারণে এমভি কর্ণফুলী-৩ (তাদের সন্দেহ হয়) বরিশালগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। তিন জেলে নিখোঁজ ও একজনকে (ফারুক) জীবিত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তিনজনের মধ্যে আব্দুল জলিলের লাশ তীরে ভেসে গেছে। অপর দুই জেলে আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছে বলেও জানান ওই পুলিশ সদস্য।
পুলিশ কর্মকর্তা অবশ্য জানান যে ঘন কুয়াশার কারণে লঞ্চটি এমভি কর্ণফুলী-৩ কি না তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। নদীতে নিখোঁজ জেলেদের সন্ধানে নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার) সকালে মেঘনা নদী ও এর আশপাশের এলাকায় যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত
৭৯১ দিন আগে
কিশোরগঞ্জে টমটম চাপায় কিশোর নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে টমটমের নীচে চাপা পড়ে বোরহান উদ্দিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মনোহরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বোরহান বাজিতপুর উপজেলার ভেকি চন্দ্র গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব হাইওয়ে থানা পুলিশের টহলগাড়ী দেখে একটি টমটম নিয়ে কিশোর চালক নুরুল হক টমটম নিয়ে পালানোর সময়, মহাসড়কের পাশে পথচারী বোরহানকে চাপা দেয়। এসময় গুরুতর আহত বোরহানকে স্থানীয়রা উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ: ভোলায় নুডুলস পার্টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
এ বিষয়ে কুলিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবার থেকে এখনো কোন মামলা দায়ের করা হয়নি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৮৩০ দিন আগে
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রবিন (১৭) ওই এলাকার নওশাদ আলীর ছেলে। সে স্থানয়ি একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বগুড়া সদর থানার উপশহর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজন মিঞা জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে রবিউলের উরুতে চাকু মারে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রবিনের মৃত্যু হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা এখনও জানা যায়নি।
পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পাবনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
বাসে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু
৮৬৪ দিন আগে
শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজধানীর শাহজাহানপুরে বুধবার রাতে ১৬ বছর বয়সী এক কিশোর দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. মারুফ রাজধানীর একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতো বলে জানা গেছে।
হামলাকারীরা মারুফকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
আরও পড়ুন: রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা!
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কে বা কারা এ হামলা চালিয়েছে তা বলা যাচ্ছে না।
তিনি জানান, আহত মারুফকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
৯৪৩ দিন আগে
মুন্সীগঞ্জে গাড়ি খালে পড়ে দুই কিশোর নিহত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গাড়ি খালে পড়ে দুই কিশোর নিহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার আলদীতে একটি নির্মাণাধীন সেতু থেকে গাড়িটি খালে পড়ে আরও একজন আহত হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম জিসান (১৭) ও ফাহিম (১৫)। আহতের নাম জিহাদ। তারা মুন্সীগঞ্জ হাই স্কুলের শ্রেণির শিক্ষার্থী। তারা তিনজনই বন্ধু ছিলেন।
আরও পড়ুন: রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা যুবক নিহত
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব আলী জানান, ভোর সাড়ে তিনটার দিকে আলদীতে একটি নির্মাণাধীন সেতু থেকে গাড়িটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত জিহাদকে উদ্ধার করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
জিসানের বোন ফাহিমা আক্তার রুপা জানান, জিসান তার দুই বন্ধু ফাহিম ও জিহাদকে নিয়ে রাতের গাড়ি চালাতে গিয়েছিল।
১০৩৯ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে কিশোর নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি উল্টে এক কিশোর নিহত ও দুজন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার তালখাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রাব্বানী (১৭) উপজেলার রহনপুর কজিগ্রাম কলকলি এলাকার কবির আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, ইটবোঝাই ট্রলিটি রহনপুর থেকে কাজি গ্রামের দিকে যাচ্ছিল। শনিবার সকাল৯টার দিকে তালখাড়ি এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ট্রলিচালকের সহকারী ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
এই সময় চালকসহ দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
১০৮১ দিন আগে