সিদ্ধিরগঞ্জে তুচ্ছ বিষয়ে কথাকাটাকাটির এ পর্যায়ে ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ মে) দিবাগত রাত ১১টার দিকে কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে এ ঘটনা ঘটে। ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে।
আরও পড়ুন: সিলেটে এপ্রিলে ২৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৪২
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্ত এলাকায় ক্যানালপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন কিশোর ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে রমজান ও সানি নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’