নায়িকা
‘নায়িকাদের কেন সংসার টেকে না’- ব্যাখ্যা দিলেন ফারিয়া
লাক্স তারকা ফারিয়া শাহরিন অনেকদিন ধরেই আলোচনায় নেই। এবার ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি বিরতির ইতি টানলেন।
যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘অন্তরা’ খ্যাত এই অভিনেত্রী ব্যাখ্যা দেন, শোবিজ তারকাদের কেন সংসার টেকে না।
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
ফারিয়া তার পোস্টে লেখেন, ‘আজ সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’
এই অভিনেত্রী আরও বলেন, ‘ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছিঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বউয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নীর মতো দুই পা ঝুলিয়ে মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।’
মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী তা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।’
উল্লেখ্য, কয়েক বছর আগে চিত্রনায়িকা পরীমনি ও ফারিয়া শাহরিন একসঙ্গে আলোচনায় আসেন তাদের সাবেক প্রেমিককে নিয়ে। যা নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই বেশ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আরও পড়ুন: লন্ডনে গানে গানে মাতালো 'সোলস'
ক্যানবেরা মাতালো সোলস
১ বছর আগে
আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
কলকাতার বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউড কিং শাকিব খান। গত ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় দেখা যায় ইধিকা পালকে। তাদের রসায়ন বেশ ভালোভাবে গ্রহণ করেছে দর্শক।
নতুন খবর হচ্ছে আবারও কলকাতার নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব। পরিচালক অনন্য মামুনের পরবর্তী সিনেমার একটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মিষ্টি চক্রবর্তী। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে এই খবর জানা যায়।
আরও জানা যায়, আগামী বছর শুরু হবে সিনেমাটির কাজ।
আরও পড়ুন: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
এদিকে পরিচালক অনন্য মামুনের বিপরীতে এরই মধ্যে বলিউডের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যার শুটিংও শুরু হয়েছে।
এই সিনেমায় বাংলাদেশ ও কলকাতার আরও তারকা রয়েছেন। তারা হলেন- মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মি, পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা প্রমুখ।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
১ বছর আগে
মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের মাঝে চিত্রনায়িকা শাহানূরের কম্বল বিতরণ
নড়াইলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং শিক্ষকদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আলীর মেয়ে চিত্রনায়িকা শাহানূর।
৩ বছর আগে
করোনার সাথে লড়ছেন পপি
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিকা পারভিন পপি করোনাভাইরাসের সাথে লড়ছেন। চিকিৎসকের পরামর্শে খুলনার বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।
৪ বছর আগে
গণেশ আরাধনায় সোনালি বেন্দ্রে, শুভেচ্ছায় বলিউড তারকারা
ঢাকা, ০৩ সেপ্টেম্বর (ইউএনবি)- হিন্দু চন্দ্র-সৌর ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসে গণেশ পূজার আয়োজন করা হয়।
৫ বছর আগে
কাশ্মীর নিয়ে কথা বলায় সোনম কাপুরকে কটাক্ষ
ঢাকা, ২০ আগস্ট (ইউএনবি)- সম্প্রতি কাশ্মীর পরিস্থিতি নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
৫ বছর আগে
গোয়েন্দা নজরদারিতে নায়িকা শিমলা, ২-১ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ
চট্টগ্রাম, ২৪ মার্চ (ইউএনবি)-চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।
৫ বছর আগে
বাংলাদেশে আসছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি
ঢাকা, ০৩ ফেব্রুয়ারি (ইউএনবি)- কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চলতি সপ্তাহে বাংলাদেশে আসছেন জাতিংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
৫ বছর আগে
রাখঢাক নেই, রোহমান শালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুস্মিতা
ঢাকা, ১৮ ডিসেম্বর (ইউএনবি)- সাবেক মিস ইউনিভার্স, বলিউডের মডেল ও অভিনেত্রী সুস্মিতা সেন। ৪২ বছর বয়সের এই নায়িকা বলেছেন, বিয়ে নয়, এখনও প্রেম করেই বেড়াচ্ছেন তিনি। প্রেমের মাঝেই তিনি খুঁজে পেয়েছেন আনন্দ।
৬ বছর আগে
মেয়ের তৃতীয় জন্মবার্ষিকীতে রানীর নতুন ছবি মর্দানি-২
ঢাকা, ১০ ডিসেম্বর (ইউএনবি)- রানী মুখার্জী তার মেয়ে আদিরার তৃতীয় জন্মদিন উদযাপন করার পরেই নিজের পরবর্তী ছবি মর্দানি ২-এর ঘোষণা দিয়েছেন।
৬ বছর আগে