গণপতি, বিনয়াক এবং বিঘ্নহন্তার মতো নানা নাম গণেশের। বলা হয়, গণেশ পূজা বাদ দিয়ে কোনও পূজাই সম্পূর্ণ হয় না। তাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য পূজাগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় হল গণেশ পূজা।
এ বছরের সোমবার থেকে শুরু গণেশ চতুর্থী (গণেশ পূজা) শুরু হয়েছে। ভারতের মুম্বাইয়ে বেশ ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী।
সাধারণ মানুষ থেকে বলিউডের তারকারা সবাই দেব আরাধনায় মেতে উঠেন। ১০ দিনের এই পূজা সালমন খান, দিয়া মির্জা, সোনম কাপুর, অনিল কাপুর, অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং সোনালি বেন্দ্রের বাড়িতে জাকজমকভাবে পালন করে।
সোমবার সকালেই টুইটে একটি ছবি শেয়ার করেন সোনালি। সেখানে দেখা গেছে, তিনি প্রদীপ জ্বালিয়ে গণপতির আরতি করছেন। একই সঙ্গে সবার মঙ্গল কামনা করেন তিনি।
সোনালি আরও বলেন, ‘আমি অন্তর থেকে বিশ্বাস করি ঈশ্বর আছেন আমাদের সবার পাশে। তাকে ভক্তি ভরে ডাকলে তিনি সাড়া দেন। প্রার্থনা শোনেন। গত বছর আমি এ সময় ক্যান্সারের সাথে লড়ছিলাম। সেসময়ে আমাকে সাহস জুগিয়েছেন গণপতি। সেই জোরে সুস্থ হয়ে ফিরে এসেছি সবার কাছে।’
এদিকে এত আনন্দের মধ্যেও বিষাদের ছায়া রাজ কাপুর পরিবারে। আগুনে ভস্মীভূত হওয়ার পরে তারা বিক্রি করে দিতে বাধ্য হন রাজ কাপুর প্রতিষ্ঠিত এবং তার স্মৃতিমাখা আর কে স্টুডিও। যেখানে প্রতিবছর সাড়ম্বরে গণপতি পূজিত হতেন। এবছর থেকে কাপুর পরিবারের সেই সনাতনী উৎসব বন্ধ।
গণেশ মূর্তিকে সাথে রেখে ছবি শেয়ার করেন সোনম কাপুর। টুইটে সবার মঙ্গল কামনা করে লেখেন, ‘এই বিশেষ উৎসব বরাবরই পরিবার-পরিজন-বন্ধুদের সাথে পালন করে এসেছি। এবছরেও চলছে সেই ধারা।’
টুইটে ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান অক্ষয় কুমারও। বলেন, ‘বিঘ্নেশ সবার জীবনের বিঘ্ন নাশ করুন।’
অর্জুন কাপুর একটি ভিডিও শেয়ার করে ভক্তদের জানান, তার মায়ের সবচেয়ে প্রিয় উৎসব ছিল গণেশ চতুর্থী। তিনি সবাইকে পরিবেশবান্ধব দেব মূর্তি কেনার অনুরোধ জানান।
গণেশ মূর্তিকে কোলে নিয়ে নিজের ছবি শেয়ার করেন বিবেক ওবেরয় বলেন, ‘আমার জীবনের সেরা উৎসব। আজ বাড়িতে গণপতি বাপ্পা এসেছেন। আমি খুশি। দেবের আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক। এই কামনা করি। একই সাথে পরিবেশ দূষণ কমাতে ইকো-ফ্রেন্ডলি গণেশ মূর্তি কেনার অনুরোধ করছি। পাশাপাশি বর্জন করুন প্লাস্টিক।
সূত্র: এনডিটিভি বাংলা