পবিত্র ঈদুল ফিতর
ঈদে দেশের অব্যাহত অগ্রযাত্রা ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা তথ্যমন্ত্রীর
পবিত্র ঈদুল ফিতরে দেশের অব্যাহত অগ্রযাত্রা ও বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘আমাদের সরকারের নানাবিধ ব্যবস্থার কারণে মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা প্রতিবছর রমজান মাসে ঈদ উপলক্ষে যেভাবে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করে। এবার সেভাবে বাড়াতে পারেনি। এবারের ঈদযাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে। মানুষ অনেক শান্তিপূর্ণভাবে স্বস্তির সঙ্গে ঈদযাত্রা করতে পেরেছে।’
আরও পড়ুন: অপরাধ-অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে না মেলানোর আহ্বান তথ্যমন্ত্রীর
শনিবার (২২ এপ্রিল) চট্টগ্রামে নিজের নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়ায় নিজগ্রাম সুখবিলাসের জামে মসজিদে ঈদের জামাতে উপস্থিত হয়ে তিনি এ প্রার্থনা করেন এবং নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে মহান স্রষ্টার কাছে ফরিয়াদ হচ্ছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেইসঙ্গে দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, হিংসা এবং ঘৃণার রাজনীতি যেন চিরতরে দূরীভূত হয় এবং আমরা সবাই মিলে যেন দেশের স্বার্থকে সবার ওপরে তুলে ধরতে পারি, সেই প্রার্থনা করি।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলিমরা অসহায় নির্যাতনের শিকার, যেমন ফিলিস্তিনে যেন তাদের দাবি প্রতিষ্ঠিত হয়, মিয়ানমার থেকে বিতাড়িত মুসলিমদের সেই দেশের সরকার যেন ফেরত নিয়ে যায়, সেটি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি।’
আরও পড়ুন: কোন ঈদের পর বিএনপির আন্দোলন: প্রশ্ন তথ্যমন্ত্রীর
ভারতের চেয়ে বাংলাদেশের সংবাদমাধ্যম অনেক বেশি স্বাধীনতা উপভোগ করে: তথ্যমন্ত্রী
১ বছর আগে
২০০টি মডেল মসজিদে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ।
প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ইতোমধ্যে ৪ দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন: মসজিদে নামাজ আদায়ে যেসব নির্দেশনা ফের দিল ধর্ম মন্ত্রণালয়
উদ্বোধনকৃত মডেল মসজিদসমূহে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪ টি মসজিদের মধ্যে চার দফায় ২০০ টির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
আরও পড়ুন: টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬৫ শিশু-কিশোর
বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি
১ বছর আগে
ঈদে ৬ দিন সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে এসময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানিকৃত পণ্য লোড-আনলোডের কাজ স্বাভাবিক চলবে।
আরও পড়ুন: দুর্গাপূজা: ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর
এছাড়া এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন।
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী মো. সাহাবুদ্দিন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামি ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: ওমিক্রনের নতুন সংক্রমণরোধে সোনামসজিদ স্থলবন্দরে বাড়তি সতর্কতা
পূজার ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম শুরু
১ বছর আগে
ঈদকে সামনে রেখে কক্সবাজারে ৫০ শতাংশ হোটেল আগাম বুকিং
আগামী ২ মে বা ৩ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আসন্ন এই ঈদকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারের অধিকাংশ হোটেল, মোটেল-কটেজ ও রেস্টুরেন্টগুলো মেরামত ও সাজসজ্জার প্রস্তুতির কাজ প্রায়ই শেষ।
এদিকে ঈদের ১০ দিন আগেই কক্সবাজারে হোটেল-মোটেল ও গেস্ট হাউসের প্রায় ৫০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশন ও সৈকতের ব্যবসীয় সমিতি । তবে কটেজ ও ফ্ল্যাট ব্যবসায়ীরা আগাম কক্ষ বুকিং দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাছাড়া রমজানের শুরু থেকে কক্সবাজারে পর্যটক নেই বলে চলে। একইভাবে পর্যটন জোনের সব ধরনের রেস্টুরেন্টও প্রায় ক্রেতাশূন্য থাকে। তাই অনেক রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: নান্দনিক সড়কবাতিতে ঝলমলে রাজশাহী শহর
হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, রমজানের শুরুতেই পর্যটক না থাকায় বহু হোটেল-কটেজে কর্মচারী ছাঁটাই করেছে। এতে পুরো রমজান ও ঈদে পরিবার-পরিজন নিয়ে বেশ কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের।
সৈকতের লাবণী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বলেন, রমজানের পর্যটক না থাকায় বেচাকেনা হয় না। তাই দোকান বন্ধ রাখা রয়েছে। তবে ঈদের পরে ব্যবসার জন্য নতুন করে মালামাল ওঠানোসহ সব রকমের প্রস্তুতি নেয়া হচ্ছে।
২ বছর আগে
বুধবার থেকে বিশেষ লঞ্চের টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (২০ এপ্রিল) থেকে সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই দিন থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রবিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি যাত্রী নিয়ে ঢাকায় আসছে তিনটি লঞ্চ
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ এক জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার ইউএনবিকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল (বুধবার) থেকে যাত্রী পারাপারের জন্য সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে। সে জন্য অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ লঞ্চ বন্ধ: বিপাকে চাঁদপুরের যাত্রীরা
তিনি জানান, আগামী ২০ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে। যাত্রীবাহী লঞ্চ চলাচল করা সব নৌপথে ২০ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত এ বিশেষ লঞ্চ চলবে।
২ বছর আগে
রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ
পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লীদের ওপর বর্বর ইসরাইলী আক্রমণের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীতে বিক্ষোভ মিছিল করে।
শুক্রবার বেলা ১১ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বক্তব্য দেন।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থী নিহত, বিক্ষোভ
তিনি বলেন, আধুনিক বিশ্বের সন্ত্রাসবাদ ও নির্মম দমন পীড়ন ও হত্যা-গুমের এক সতত উৎস অবৈধ দখলদার কথিত রাষ্ট্র ইসরাইল রমজানের মধ্যে আবারও দানবীয় রুপে আবির্ভুত হয়েছে। গোটা বিশ্ব যখন করোনা মহামারিত ক্লান্ত, মুসলিম সমাজ পবিত্র রমজানের ইবাদাহ-বন্দেগীতে মশগুল তখনই অশুভ ইহুদীবাদী এই শক্তি তার বিষাক্ত নখ-দন্ত মেলে ধরেছে। ইফতারি ও নামাজ পড়ার মতো নিরীহ-শান্ত ইবাদাত চলাকালে সোমবার জেরুসালেমের আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং নির্বিচার রাবার বুলেট ছুড়ে ৩০০ এর বেশি ফিলিস্তিনিকে আহত করে। পুরো রমজান জুড়েই পুলিশের বাড়াবাড়ি ছিলো চরমে এবং নিরবচ্ছিন্ন দখলদারীর মধ্যেই নতুন করে আদালতের মাধ্যমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের বিতর্কিত একটি অপতৎপরতা শুরু করে। এরই প্রেক্ষিতে ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ ক্ষোভ প্রকাশ করতে গেলে বর্বরতার চুড়ান্ত করে ইসরাইলি বাহিনী। এখন পর্যন্ত হাজার খানেক মানুষ আহত ও শতাধিক নিহত হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে কৃষকের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
তিনি আরও বলেন, বর্তমান অবস্থা চলতে থাকলে বর্তমান ইহুদী তোষনকারী বিশ্বব্যবস্থা ভেঙ্গে মানবতাবাদী ও শান্তিবাদী বিশ্বব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য হয়ে উঠবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা মাওলানা নেছার উদ্দিন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে সাবরেজিস্ট্রার অফিস সহকারীর বদলির দাবিতে মানববন্ধন
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতার বিশাল মিছিল রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
৩ বছর আগে
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
পবিত্র ঈদ-উল-ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল (বুধবার) জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
বৈঠকে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: রমজানে দরিদ্র ও দুস্থতের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষে আগামী ১২ মে বুধবার সন্ধ্যা ৭.০০ টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
আরও পড়ুন: জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
এছাড়া বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোনে ও ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
৩ বছর আগে
ঈদ উপলক্ষে ৪দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আগামী ১২ মে (বুধবার) থেকে টানা চার দিন বন্ধ থাকবে।
ফলে এই সময়ে বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
তিনি জানান, পবিত্র ঈদ উপলক্ষে আগামী ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত বন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। ১১ মে মঙ্গলবার আমদানি-রপ্তানি চলার পর ১২ মে থেকে চার দিন বন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ মে রবিবার থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভারতের মোহদিপুর কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদেরকে ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে।
৩ বছর আগে
স্বাস্থ্যবিধি অমান্য করে জগন্নাথপুরে জমে উঠেছে উপজেলার বাজার
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বাজার জমজমাট হয়ে উঠেছে। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ঈদ বাজারগুলো ক্রেতা, বিক্রেতার ভিড়ে জমজমাট হয়ে উঠছে তবে কেউই স্বাস্থ্যবিধি পালন করছেন না।
ক্রেতাদের ভিড়ে দোকানে ঠাই পাওয়া যাচ্ছে না। বিক্রি ভালো তাই দোকানিরা খুবই খুশি।
উপজেলায় প্রায় ১০০টি শপিংমল আছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত লকডাউনে শপিংমল বন্ধ থাকার কারণে মানুষের প্রয়োজনীয় সামগ্রী জুতা, প্যান্ট, শার্ট, শাড়ি কাপড়ের পাশাপাশি মহিলাদের যাবতীয় কসমেটিক্স আইটেম ক্রয় করতে পারেনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে হাট বাজারগুলোতে স্বাস্থ্যবিধির বেহাল অবস্থা
তবে আশঙ্কার বিষয় হচ্ছে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা থাকলেও কেউ মানছে না কোনো সামাজিক দুরত্ব। শপিংমল গুলোতে পুরুষদের চাইতে মহিলাদের ভিড় বেশি দেখা গেছে ।
সকালে শপিংমল খোলার আগেই ক্রেতাদের ভিড় দেখা যায়। কখন শপিংমল খুলবে, আর কখন চাহিদা মতো শপিং করে বাসায় ফিরবে এই অপেক্ষায় ছিলেন ক্রেতারা। আর বিক্রি ভালো হওয়ায় দোকানিরা খুবই খুশি।
সরজমিনে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি বাজার ও মার্কেট গুলোতে পুরুষ ক্রেতার চেয়ে মহিলা ক্রেতার ভিড় বেশি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তারা নিজেদের ছেলে মেয়েদের জন্য পছন্দ অনুযায়ী পোশাক কিনতে ও ঈদের অন্যান্য জিনিসপত্র ক্রয় করতে মার্কেটে ভিড় জমাচ্ছেন। তবে এতে করে অধিকাংশ ক্রেতা মাস্ক ব্যবহার না করে ও সামাজিক দুরত্ব বজায় না রেখে চলাফেরা করছে মার্কেটের দোকান গুলোতে।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি অমান্য: চুয়াডাঙ্গায় সব মার্কেট, শপিংমল বন্ধ ঘোষণা
জগন্নাথপুর বাজারের কাপড় ব্যবসায়ীরা বলেন, প্রতিটি মুসলিম পরিবার দীর্ঘ এক মাস রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তাদের সাধ্যমতো ঈদের পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে সবাই মিলেমিশে ঈদের আনন্দকে উপভোগ করার চেষ্টা করছেন। আমরা ব্যবসায়ীরা এই ঈদে বেশি কেনা বেচা করতে অপেক্ষায় বসে থাকি। বৈশ্বিক করোনা মহামারির কারণে গত বছর ব্যবসা মন্দা ছিল। তবে এবছর কিছুদিন আগে সরকার ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট, শপিংমল স্বল্প পরিসরে খোলার অনুমতি দেওয়ায় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা সাধ্যমতো চেষ্টা করছি সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে।
ব্যবসায়ীরা জানান, বিশেষ করে গ্রাম এলাকার মানুষের মাঝে করোনা সম্পর্কে সচেতনতা দেখা যাচ্ছেনা। আমরা ব্যবসায়ীরা চেষ্টা করছি সরকারের নির্দেশনা মতো সামাজি দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে চলতে। কিন্তু কে শুনে কার কথা। যারা করোনা সম্পর্কে সচেতন তারা ঠিকই মাস্ক, সেনিটাইজার ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করছেন।
জগন্নাথপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহির উদ্দিন বলেন, মহামারি করোনা পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা এক বছর যাবৎ ব্যবসা নিয়ে হিমশিম খাচ্ছিল। এবছর ও করোনার দ্বিতীয় ধাপে আমরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মহা বিপদে আছি কখন যে কি হয়। তবে এবছর ঈদে সামান্য ব্যবসা করে কোন রকম টিকে থাকতে পারবো।
৩ বছর আগে
অসহায়দের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর মধ্যেই ঈদের সার্থকতা: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার বলেছেন, যারা অসহায়, ঈদের আনন্দ উপভোগ করতে পারেন না, তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর মধ্যেই ঈদের সার্থকতা।
৪ বছর আগে