পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (২০ এপ্রিল) থেকে সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই দিন থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রবিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি যাত্রী নিয়ে ঢাকায় আসছে তিনটি লঞ্চ
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ এক জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার ইউএনবিকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল (বুধবার) থেকে যাত্রী পারাপারের জন্য সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে। সে জন্য অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ লঞ্চ বন্ধ: বিপাকে চাঁদপুরের যাত্রীরা
তিনি জানান, আগামী ২০ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে। যাত্রীবাহী লঞ্চ চলাচল করা সব নৌপথে ২০ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত এ বিশেষ লঞ্চ চলবে।