প্রেস বিজ্ঞপ্তি
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে ৪৯০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটকের দাবি করেছে র্যাব।
সোমবার রাতে জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউপির লাহারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম রেজা (২৭) জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর এলাকার বাসিন্দা।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সোমবার রাত ১১টার দিকে বারঘরিয়া ইউপির লাহারপুর এলাকায় একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় ৪৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শামীম রেজাকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ২
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ ও ইয়াবা জব্দ, আটক ৩
২ বছর আগে
কৈলাশটিলা গ্যাসক্ষেত্র: ১০ মে থেকে আসবে ১৭-১৯ এমএমসিএফডি গ্যাস
দেশের কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি) আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২ মে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি স্ট্যাটাসে বলেন, ‘ঈদের আগে গ্যাস সরবরাহ সংক্রান্ত একটি ভালো খবর জানাতে চাই। আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস (প্রতিদিন) আবিষ্কার হয়েছে। ’
আরও পড়ুন: বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পুনরায় পূর্ণ উৎপাদন শুরু
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এসজিএফএল জানিয়েছে ১০ মে থেকে জাতীয় গ্রিডে ১৭-১৯ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে গ্যাসক্ষেত্রের বর্তমান অঞ্চলটি পরবর্তী কয়েক বছর ধরে গ্যাস উৎপাদন অব্যাহত রাখবে।
নসরুল হামিদ বলেন, গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে এবং অনুভূমিক ও উল্লম্ব উভয় ড্রিলিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, গভীর ড্রিলিং পরিচালনা করা সম্ভব হলে এটি আরও ভালো ফলাফল দেবে।
মন্ত্রী বলেন, কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে এখন পর্যন্ত সাতটি কূপ খনন করা হয়েছে যার মধ্যে ২টি এখন প্রায় ২৯ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করছে।
আরও পড়ুন: বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রসেস ট্রেনের একটিতে উৎপাদন পুনরায় শুরু
২ বছর আগে
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য নির্দেশিকা নিশ্চিতের সুপারিশ কারিগরি কমিটির
বিশ্বজুড়ে সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শতভাগ মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব ও ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য নির্দেশিকা নিশ্চিতের সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি (এনটিএসি)।
রবিবার কমিটির ৫৭তম সভায় এ সুপারিশ করা হয় বলে এনটিএসি-এর সভাপতি ড. মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রচারণার মাধ্যমে করোনা বিষয়ে সচেতনতা তৈরির সুপারিশ করেছে কমিটি।
আরও পড়ুন: করোনা সংক্রমণ নিয়ে বাংলাদেশকে সচেতন থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
যেসব দেশে করোনা সংক্রমণ বাড়ছে সেসব দেশ থেকে বাংলাদেশে প্রবেশের সময় করোনা নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করার সুপারিশ করেছে এনটিএসি। এছাড়া সকল বন্দরে যাত্রীদের স্ক্রিনিং জোরদার করতে বলা হয়েছে।
কমিটি ঈদুল ফিতর উপলক্ষে শপিংমল, মার্কেট, দোকানপাট এবং দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের সময় মাস্ক পরা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনকে তারাবিহ নামাজ ও ঈদের জামাতের সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলেছে এনটিএসি।
আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণে, ১৩ কোটি মানুষ টিকা নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
এনটিএসি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতাল এবং স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে করোনা মোকাবিলায় নির্দেশনা প্রদানের পদক্ষেপ নিতে বলেছে।
এদিকে, কমিটি এনটিএসি-কে সম্পৃক্ত করে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের ব্যবস্থা করার এবং কোভিড -১৯ কেস নিয়ন্ত্রণে তাদের সতর্ক করার পরামর্শ দিয়েছে।
কমিটি জিনোম সিকোয়েন্সিং এবং নজরদারির প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে।
২ বছর আগে
রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
শনিবার রাজধানীর মহাখালী এলাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার উজ্জল মিয়া ওরফে উজ্জল খন্দকার (২৩) হবিগঞ্জ জেলার সুনাহর খন্দকারের ছেলে।
সিটিটিসি ইউনিটের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, কিছু জিহাদি বই ও লিফলেট জব্দ করেছে।
এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার: র্যাব
জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
২ বছর আগে
সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিশ পাড় গোল চত্বর এলাকা থেকে এক ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে র্যাব-১২। এসময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিশ পাড় গোল চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আহছান উল্লাহ লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
র্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ নগদ ৫’শ ২০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা যুবক আটক, ৫ লাখ ইয়াবা জব্দ
২ বছর আগে
করোনা: মৃত্যু ৪৮, শনাক্ত ১৩২৭
দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে। গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩২৭ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে।
আরও পড়ুন: রবিবার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৭.৩ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন। দেশে সুস্থতার হার ৯৬.৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ২ জন, চট্টগ্রামে ১২ জন, রংপুরে ৪ জন, বরিশালে ১ জন, সিলেটে ২ জন, রাজশাহীতে ৪ জন মারা গেছেন।
আরও পড়ুন: টিকার অর্থ আত্মসাত: অভিযোগের প্রমাণ মিলেছে
সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা দেশে এসেছে
৩ বছর আগে
মাদারীপুরে জেএমবি সদস্য গ্রেপ্তার
মাদারীপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
৪ বছর আগে